কুইজঃ ইনি কে? (উত্তর প্রকাশিত)



উৎস গুগল ইমেজেস

নিচে ন’টি চরিত্রের বর্ণনা দেওয়া আছে। তাঁদের চিহ্নিত করার দায়িত্ব আপনার। সময়, বরাবরের মতোই, চব্বিশ ঘণ্টা। উত্তর বেরোবে দেশে সোমবার সন্ধ্যে সাতটায়। ততক্ষণের জন্য আমি কমেন্ট পাহারা দেব।

অল দ্য বেস্ট।

*****


১। “ . . . ঘরে যিনি ঢুকলেন তাঁর রং ফর্সা, হাইট আন্দাজ পাঁচ ফুট ন’ ইঞ্চি, বয়স পঞ্চাশ-টঞ্চাশ, কানের দু’পাশের চুল পাকা, থুতনির মাঝখানে একটা আঁচিল, পরনে ছাই রঙের সাফারি স্যুট। ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকপারালেন তাতে একটা ইতস্তত ভাব ফুটে ওঠে, আর খাঁকরানির সময় ডান হাতটা মুখের কাছে উঠে আসাতে মনে হল ভদ্রলোক একটু সাহেবীভাবাপন্ন।”

২। “‘আপনি তো কোনো চাকরি-টাকরি করেন না?”
‘না।’
‘হাত খরচা পান মাসে মাসে?’
‘হ্যাঁ।’
‘কত?’
‘পাঁচশো।’
‘তাতে চলে যায়?’
____ উত্তর না দিয়ে মাথা হেঁট করলেন। বুঝলাম হাতখরচটা যথেষ্ট নয়।
‘আপনি তো ইন্টারমিডিয়েট অবধি পড়েছেন?’
‘হ্যাঁ।’
‘ছাত্র হিসেবে কীরকম ছিলেন?’
‘সাধারণ।’
‘নাকি তার চেয়েও নিচে?’”

(প্রশ্নকর্তা নয়, উত্তরদাতা কে?)

৩। “সেভেনটি এইট। আমাদের পুরনো চাকর অনন্ত ওঁর দেখাশোনা করে। এমনিতে মোটামুটি শক্তই আছেন, তবে ছানি কাটাতে হয়েছে কিছুদিন হল, দাঁতও বেশি বাকি নেই, আর মাথায় সামান্য ছিট দেখা দিয়েছে। নাম ভুলে যান, খেতে ভুলে যান, মাঝরাত্তিরে পান ছাঁচতে বসেন – এই আর কী। ঘুম তো এমনিতে খুবই কম—রাত্তিরে ঘণ্টা দুয়েকের বেশি নয়। আসলে চার বছর আগে কাকা মারা যাওয়ার পর উনি আর কলকাতায় থাকতে চাননি। এখানে থাকাটা ওঁর কাছে একরকম কাশীবাসের মতো।”

৪। “চৌকাঠ পেরিয়ে যিনি ঘরের ভেতর এসে দাঁড়িয়েছিলেন তাঁর পরনে ছাই রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাতকাটা সস্তা ছিটের সার্ট দুটির কোনোটিও কস্মিনকালে ইস্তিরির সংস্পর্শে এসেছে বলে মনে হয় না। সার্টের কলারের ভিতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করেও মোহিত তাঁর স্মৃতির ____ কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না। আগন্তুকের চোখ কোটরে বসা, গায়ের রঙ রোদে পুড়ে ঝামা, গাল তোবড়ানো, থুতনিতে অন্তত তিন দিনের কাঁচা-পাকা দাড়ি, মাথার উপরাংশ মসৃণ, কানের পাশে কয়েক গাছা অবিন্যস্ত পাকা চুল। প্রশ্নটা হাসিমুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার, এবং মনে হয়েছে পান-খাওয়া ক্ষয়ে-যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে মুখ ঢেকে হাসা উচিত।”

৫। “ও কিছু বলার আগেই লোকটা ওর ডান হাতটা খপ্‌ করে তেলোটা দেখে নিয়ে বলল, ‘হুঁ...বাসের রড ধরে ঝুলতে হয়নি কস্মিনকালেও।...শার্টের দাম কম-সে-কম ফর্টিফাইভ চিপ্‌স...টেরিকটের প্যান্ট..নো মাদুলি...লাস্ট টিকেটা উঠেছিল কি? হুঁ...সেলুনে ছাঁটা চুল, খুব বেশিদিন না...পার্কিস্ট্রীটের সেলুন কি? তাই তো মনে হচ্ছে?...’”

(এই চরিত্রের ভালো নাম নিখিল সান্যাল, ডাক নাম বাবলু, কিন্তু এ ছাড়াও এর আরেকটা নাম আছে, সেটাই জানতে চাওয়া হচ্ছে।)

৬। “পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় ছ’ফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা সাদা কেড্‌স – দার্জিলিঙের গ্রীষ্মকালে এই ছিল তাঁর মার্কামারা পোশাক। এছাড়া তাঁর হাতে থাকত মজবুত লাঠি। বনবাদাড়ে এবড়ো-খেবড়ো জমিতে ঘোরা অভ্যাস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হত।”

৭। “ভদ্রলোক স্যান্ডাল খুলে সিটের উপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্‌ট্রেটেড উইক্‌লিটা নেড়ে-চেড়ে দেখছেন। কী আশ্চর্য! আবার মনে হচ্ছে তিনি লোকটিকে আগে দেখেছেন। নিমেষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে? কোথায়? ঘন ভুরু, সরু গোঁফ, পমেড দিয়ে পালিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এ মুখ তাঁর চেনা। নিশ্চয়ই চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কী করে?”

৮। “তার পরনে একটা নীল ডোরা কাটা শার্ট আর কালো হাফপ্যান্ট, বাঁ পাশে টেরি আর পাট করে  আঁচড়ানো চুল, গায়ের রং বেশ ফরসা, দাঁতগুলো ঝকঝকে আর ঠোঁটের কোণে সব সময়ই যেন একটা হালকা হাসি লেগে আছে। চেহারা দেখে মনে বেশ ভরসা আসে।”

(আমার কেন যেন মনে হচ্ছে শুধু চেহারা দিয়ে একে চেনা শক্ত হবে, কাজেই নিচে এর কাজকর্মের কথা কিছু বলা হল।)

“সাধারণ চাকর যা পারে, ও তার সবই পারবে। কেবল রান্নাটা জানে না। তা ছাড়া, ঘর ঝাড়পোঁছ করা, বিছানা পাতা, কাপড় কাচা, চা দেওয়া, দরজা জানালা খোলা বন্ধ করা – সবই পারবে। তবে হ্যাঁ – ও যা কাজ করবে সবই বাড়িতে। ওকে দিয়ে বাজার করানো চলবে না, বা পান-সিগারেট আনাতে পারবেন না। আর ইয়ে – ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন। তুইটা ও পছন্দ করে না।”

৯। “চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই। পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা। মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। দুকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট বড় মালা, ডান কনুইয়ের উপরে একটা তাবিজ। অন্য পাঁচটা সাধুবাবার সঙ্গে খুব একটা তফাত নেই। কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না।”

*****


উত্তর

১। সুবীর দত্ত, গোলোকধাম রহস্য
২। চন্দ্রনাথ বোস, ডাঃ মুনসীর ডায়রি
৩। খুড়িমা, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা
৪। জয়দেব বোস, ক্লাস ফ্রেন্ড
৫। ফটিক চন্দ্র পাল, ফটিকচাঁদ
৬। বাতিকবাবু, বাতিকবাবু
৭। পুলক চক্রবর্তী ওরফে ঝাড়ুদার, বারীন ভৌমিকের ব্যারাম
৮। অনুকূল, অনুকূল
৯।  ইমলিবাবা, খগম


Comments

  1. ২। ডাঃ মুনসীর ডায়রী - চন্দ্রনাথ কি? (ডলি'র ভাই সেটা মনে আছে, কিন্তু নামটা ঠিক মনে নেই)
    ৪। ক্লাস ফ্রেন্ড গল্পের জয়দেব (বসু কি পদবীটা?)
    ৫। ফটিকচাঁদ
    ৮। অনুকুল

    বাকিগুলো আপাতত ব্ল্যাঙ্ক...ঃ(

    ReplyDelete
    Replies
    1. এই সব পচা খেলা খেলার জন্য অনেক ধন্যবাদ, অরিজিত। খুব ভালো লাগল।

      Delete
    2. এই সব পচা খেলা খেলার জন্য অনেক ধন্যবাদ, অরিজিত। খুব ভালো লাগল।

      Delete
  2. অন্বেষা সেনগুপ্তAugust 9, 2015 at 8:53 PM

    ১.
    ২.'গোরস্থানে সাবধান', গিরীন বিশ্বাস?
    ৩.'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', ঠাকুমা ?
    ৪. গল্পের নাম 'ক্লাস ফ্রেন্ড', চরিত্রের নাম ভুলে গেছি|
    ৫.গল্পটা মনে পড়ছে - এই ছেলেটিকে যে লোকটি তার বাবার কাছে পৌঁছে দেয় সে তারপরে মাদ্রাজ যায় একটা সার্কাসে যোগ দেবে বলে| বাকি কিছু মনে নেই|
    ৬.
    ৭.
    ৮. ইনি অনুকুলবাবুর রোবট ভৃত্য| নাম মনে নেই|
    ৯. 'খগম', ইমলিবাবা ?

    ReplyDelete
  3. অন্বেষা সেনগুপ্তAugust 9, 2015 at 8:55 PM

    ৭. ইনি কি 'বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম'-এর বিপিন চৌধুরী?

    ReplyDelete
    Replies
    1. অনেকগুলোই তো পেরেছ, অন্বেষা। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  4. বড় কঠিন, তবু চেষ্টা করি।

    ১ গোলকধাম রহস্যতে নীহারবাবুর ভাই কি? নামটা ভুলে গেছি। এটা না হলে দ্বিতীয় আন্দাজ অম্বুজ সেন।
    ২ জানি না
    ৩ জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার ঠাকুমা
    ৪ জয়দেব। পদবী বোস কি? গল্পের নাম ক্লাস ফ্রেন্ড
    ৫ ফটিকচাঁদ
    ৬ বাতিকবাবু
    ৭ বারীন ভৌমিকের ব্যারাম? ওই সহযাত্রী? নামটা কি পুলক ঘোষ?
    ৮ অনুকুল
    ৯ ইমলিবাবা নাকি? খগম গল্পের?

    ReplyDelete
    Replies
    1. শক্ত কোথায়, সবগুলোই তো পারলেন দেবাশিস। টুকটাক ভুল হয়েছে, যেমন খুড়িমা ঠাকুমা ইত্যাদি, কিন্তু তাছাড়া একশোয় একশো। অনেক অভিনন্দন আর খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  5. ১) সুবীর দত্ত।
    ২) চন্দ্রনাথ (পদবী ভুলে গেছি)।
    ৩)
    ৪) জয়দেব বোস।
    ৫) ফটিকচন্দ্র পাল।
    ৬) বাতিকবাবু।
    ৭) পুলক চক্রবর্তী।
    ৮) অনুকূল। হিন্টটা দেওয়ার পর সবাই পারবে। X(
    ৯) ইমলিবাবা।

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ, খুব ভালো পারফরম্যানস। কুইযে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  6. কুন্তলাদি, অনেকদিন পরে কমেন্ট করছি। বোধ হয় ভুলেই গেছ আমাকে!

    আগেভাগেই বলে রাখি যে খানতিনেক লোককে ক্লু থেকে চিনতে পারলেও নামগুলো বেমালুম ভুলে যাওয়ায় বাধ্য হয়ে বই থেকে ঝাপতে হয়েছে।

    ১। সুবীর দত্ত

    ২। চন্দ্রনাথ বোস

    ৩। শঙ্কর চৌধুরীর খুড়িমা

    ৪। জয়দেব বোস

    ৫। ফটিকচাঁদ

    ৬। বাতিকবাবু

    ৭। পুলক চক্রবর্তী

    ৮। অনুকূল

    ৯। ইমলিবাবা

    ReplyDelete
    Replies
    1. আরে পিয়াস, ভুলে যাব কেন। তুমি অবান্তরের নিয়মিত পাঠক এবং কুইজের নিয়মিত খেলোয়াড়। তোমাকে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। খেলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।

      Delete
  7. অন্বেষা সেনগুপ্তAugust 11, 2015 at 12:08 AM

    ছ্যা ছ্যা ছ্যা| ভাবছি গল্পের বই পড়া ছেড়ে দেব|

    ReplyDelete
    Replies
    1. সেকী কেন! বেশিরভাগই তো পেরেছিলে, অন্বেষা।

      Delete
    2. অন্বেষা সেনগুপ্তAugust 11, 2015 at 2:56 PM

      পারার যা ছিরি ! :P

      'ছ্যাছ্যাটা পরে করবেন, আগে আমাকে বলতে দিন' - ফেলুদা কোন গল্পে লালমোহনবাবুকে বলেছিলেন? ( বোনাস কুইজ, হাহা :) )

      পুঃ: যদিও নামটা আমার মনে পড়ছে না ;)

      Delete
    3. ছিন্নমস্তার অভিশাপ

      Delete
    4. যাক, আমাকে আর মাথা খাটাতে হল না। থ্যাংক ইউ, দেবাশিস।

      Delete
  8. ja ja lyad khete giye uttor dite deri hoye gelo :(

    ReplyDelete
    Replies
    1. হাহা, নো প্রবলেম চুপকথা।

      Delete
  9. issshhhh... ei dudin e khola hoyni... ekdom favourite quiz chilo.. 1 ta bhule gechilam r 3 ta ekdom mone poreni.. baki sob partam.. :(

    ReplyDelete
    Replies
    1. যা, মিস হয়ে গেল, ঊর্মি। পরেরবার খেলিস।

      Delete
  10. miss miss.. tin number ta bhule gechilam, r anukul ta hint er age partum na, hint er por to easy peasy :)

    ReplyDelete
    Replies
    1. অভিনন্দন, স্বাগতা। অনুকূলের প্রশ্নটার ওটাই সমস্যা হচ্ছিল। হিন্ট না দিলে বেশি শক্ত, দিলে একেবারে জলের মতো সোজা। নো মধ্যপন্থা।

      Delete
  11. quiz ta boroi mojadar chilo, miss hoye gelo. tobe kina 3-4ter beshi partam na. bakigulo sob 'pete asche kintu mukhe asche na' case hoto. golpo 101 ta arekbar porte boste hobe.

    ReplyDelete
    Replies
    1. পরের কুইজটা খেলো, কুহেলি।

      Delete

Post a Comment