আসলে অ্যানিমেশন ফিল্মের মোটামুটি অর্ধেক দেখে ফেলেছি আশা করছি (যদি শুধু হলিউড ধরা হয় ) তবে অনেক ছোট ছোট শর্ট অ্যানিমেশন ফিল্ম বাকি রয়ে গেছে | তাহলে ওই পোস্ট করার সময় অব্দি আমি অবান্তর খুঁজে পেয়ে উঠিনি বোধহয় | একটা কথা জিজ্ঞাসা করি , instrumental music শুনতে কেমন লাগে ?
বাহ্ , Saandar !! Zabardast !! Zindabad !! অ্যানিমেশন শর্ট ফিল্মগুলো বেশিরভাগই খুব সুন্দর হয় !
ReplyDelete"Paperman"-ও নিশ্চয় দেখে থাকবে !
ভিডিওটা তোমার এত ভালো লেগেছে দেখ খুব খুশি হলাম, হংসরাজ। পেপারম্যান দেখেছি, চমৎকার লেগেছে। ইন ফ্যাক্ট আমি বোধহয় অবান্তরের কোনও একটা সাপ্তাহিকীতে দিয়েওছিলাম।
Deleteআসলে অ্যানিমেশন ফিল্মের মোটামুটি অর্ধেক দেখে ফেলেছি আশা করছি (যদি শুধু হলিউড ধরা হয় ) তবে অনেক ছোট ছোট শর্ট অ্যানিমেশন ফিল্ম বাকি রয়ে গেছে |
ReplyDeleteতাহলে ওই পোস্ট করার সময় অব্দি আমি অবান্তর খুঁজে পেয়ে উঠিনি বোধহয় | একটা কথা জিজ্ঞাসা করি , instrumental music শুনতে কেমন লাগে ?
সেটা ইনসট্রুমেন্টটা কী তার ওপর নির্ভর করে হংসরাজ। বেহালা বাঁশি সেতার সরোদ সানাই ইত্যাদি খুবই ভালো লাগে।
Delete