Nailed It

Comments

  1. Replies
    1. ei tomar fakibaji scheduled post

      Delete
    2. ঠিকই ধরেছ কুহেলি, এটাই আমার ফাঁকিবাজি পোস্ট। গোটা কাজটাই লোকে করেছে আমি খালি চুরি করেছি।

      Delete
  2. এই ফাঁকিবাজি একদম কমিকসের জুনিয়র অ্যাটেনডেন্ট - এর মতই হয়েছে দেখছি | উপযুক্ত সময়ে যথার্থ "ফাঁকিবাজি" |

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ, হংসরাজ।

      Delete
  3. thik erom e hoy, kaj bojhe na ar comment jhare

    ReplyDelete
    Replies
    1. সব জায়গাতেই এরকম লোক থাকে, হীরক। অবশ্য থাকাই ভালো, না হলে সবাইকে কথা বলতে হলেই হয়েছিল আর কি।

      Delete
  4. যদিও আমার এখানে বিশেষ কিছুই যোগ করার নেই, তাও এটুকু লিখলাম, যাতে আপনি বোঝেন যে ব্লগে এসেছিলাম আর পড়েছিলাম, আর আপনিও তার বদলে আমার ব্লগে গিয়ে পড়েন আর কমেন্ট করেন। :-)

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, আপনার টাইমিং যে অনবদ্য এটা আমি আগেও বলেছি। কিন্তু দুই ব্লগেই নতুন লেখা অনেকদিন আসেনি তো। অপেক্ষায় আছি। অবশ্য আপনি নতুন জায়গায় গেছেন, খানিক সেটল করে নিন, এত নড়াচড়া করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়, সময় পেলে লিখবেন।

      Delete
    2. নড়াচড়ার অভিজ্ঞতার থেকেও বড় অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি। এই সবে লেখা পোস্ট করা শুরু করলাম, বাংলায়। দেখি, সময় পেলে ইংরেজিতেও লিখব।

      Delete
    3. পড়ার অপেক্ষায় থাকলাম।

      Delete
  5. Replies
    1. কমিকস হিসেবে দেখলে হাসি পায় ঠিকই, দেবশ্রী, কিন্তু যখন বাস্তবে ঘটে শুধু কান্না পায়। মনে হয় ওরে বাবা থাম, আমাদের বাড়ি যেতে দে।

      Delete
  6. perfect for a fankibaji post. :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, চুপকথা।

      Delete

Post a Comment