মরশুমি ভালো-খারাপ
১। আমাদের বাড়িওয়ালার গাছে শিউলিফুল এসেছে। ভোরবেলা, এমনকি অফিস বেরোনোর সময়েও দরজার আশেপাশের চার পা সুবাসিত হয়ে থাকে। ভালোবাসি।
২। ফুলগুলো আর ক’দিন বাদে গাছ থেকে ঝরে মাটিতে পড়বে এবং লোকজন নির্বিচারে সেগুলো পদদলিত করে যাতায়াত করবে। ভালোবাসি না। লোকজনের দোষ নেই। এড়ানো শক্ত। কিন্তু কেউ এড়ানোর চেষ্টাও করে না সেটাও ঠিক।
৩। মেলাগ্রাউন্ড জুড়ে প্যান্ডেল। মাঠ ছিঁড়েখুঁড়ে বাঁশ, ত্রিপল, রঙিন কাপড়, লোহার কাঠামো। একটুও ভালোবাসি না। ভোরবেলা ফাঁকা মাঠে কুকুরগুলো ছোটাছুটি করে খেলত। একটা সাদা, একটা কালো, একটা সাদাকালো। এখন ছোটার জায়গা নেই, তাছাড়া কর্মযজ্ঞ দেখে বেচারারা ঘাবড়েও গেছে। চুপচাপ বসে থাকে ছড়িয়েছিটিয়ে।
৪। ওই একই কারণে আমার শরীরচর্চা রুটিনে (রেডিওতে বিজ্ঞাপন সহ সাত থেকে দশটা গানের (এনার্জি আর ঘড়ি বুঝে) সমান হাঁটা, তারপর দুটো গানের সমান দোলনা চড়া) রীতিমত বিঘ্ন ঘটেছে। দোলনা ঘিরে প্যান্ডেলশিল্পীদের অস্থায়ী কুটির বানানো হয়েছে। এখন দোলনায় আমার বদলে তাঁদের গামছা দোলে। ভালো তো লাগেই না, রীতিমত দুঃখ হয়।
৫। কেনাকাটি। ভালোবাসি না। দেওয়াদেওয়ি। একটুও ভালোবাসি না। ছোটবেলায় নতুন জামা পেতে ভালো লাগত। কিন্তু ছোটবেলায় তো খালি পুজোতেই জামা হত। বড়জোর পয়লা বৈশাখে একপিস সুতির হাতকাটা ফ্রক। এখন যখন ইচ্ছেমতো, যখনতখন জামা কিনে আনছি তখন পুজোর জামার মহিমা কিছু বাকি নেই। এখন শুধু অভ্যেস। আর ভদ্রতা। আর অপচয়। শুধু টাকার নয়। কোনও পক্ষের আলমারিতেই তো আর জায়গা নেই।
৬। শালিমারের বিজ্ঞাপন। যেটায় চন্দ্রিল আছেন। কমলা রঙের পাঞ্জাবি পরে দু’হাত অঞ্জলির ভঙ্গিতে তুলে ধরছেন, রূপমের পিঠ চাপড়ে দিচ্ছেন। কাশফুল আর ঢাকের থেকে ওই বিজ্ঞাপনটা আমার কাছে অনেক বেশি পুজোর বার্তাবাহী। খুবই ভালোবাসি।
৭। পুরী থেকে বাবার এনে দেওয়া কটকিটা অবশেষে যে পরার সুযোগ আসতে চলেছে এইটা ভালোবাসি।
৮। কিন্তু তার আগে যে ব্লাউজ বানাতে ছুটতে হবে (যদি অর্ডার নেওয়া বন্ধ করে না দিয়ে থাকে) সেটা একটুও ভালোবাসি না।
৯। অর্চিষ্মানের সঙ্গে ঠাকুর দেখতে বেরোব, আইসক্রিম আর কালা খাট্টা চুসকি খাব ভাবতেই ভালো লাগে।
১০। আমাদের সঙ্গে আরও এক কোটি লোক ঠাকুর দেখতে বেরোবে আর আইসক্রিম কালা খাট্টা চুসকি খাবে আর তাদের আঙুল, কনুই, চিবুক গড়িয়ে গাঢ় বেগুনি তরল মাটিতে পড়বে, কিংবা এক হাতে আইসক্রিম সামলে অন্য হাতে ফোন তাক করে সেলফি তুলতে গিয়ে এ হাত কাত হয়ে আইসক্রিম খসে মাটিতে পড়বে, তার ওপর এক কোটি জোড়া জুতোর ধুলো, ভাবতেই কান্না পায়।
১১। স্মল টকের অসম্ভব সহজ হয়ে যাওয়াটা ভালোবাসি। লিফটে, রেস্টরুমে, ক্যান্টিনে চেনা আধচেনা লোকের সঙ্গে অস্বস্তিকর নীরবতা হাওয়া। দেখা হলেই হিন্দি ইংরিজি বাংলায়, “ঘর নেহি যাওগে?” ট্যাক্সিতে উঠে ডেসটিনেশন সি আর পার্ক দেওয়া মাত্র, “রাস্তা কব সে বন্ধ হো রহা হ্যায়, ম্যাডাম?”
১২। কিন্তু এই মরশুমের যে জিনিসটা সবথেকে, সবথেকে ভালোবাসছি সেটা হচ্ছে বাংলা সংস্কৃতিতে আসা জোয়ার। টিভি দেখাটা মারাত্মক ইন্টারেস্টিং হয়ে গেছে। বিনোদনের মুখ চেয়ে কলকাতা সি আই ডি-র পাঁচবার দেখা এপিসোডগুলো ছ’বার করে দেখার যন্ত্রণা নেই। কাল পাওলি দামের সাতদিনের লুক দেখলাম। নতুন নতুন সিনেমার ট্রেলার। কলার তোলা ট্রেঞ্চ কোট থেকে সিক্সপ্যাক-এদিকে-গালফোলা হিরোর বুকখোলা রোম্যান্স থেকে শহরের তলার শহরের গুন্দাগর্দি। ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের জীবনের সেরা অভিনয়। দেখলে পিলে চমকে যায়। গায়ে কাঁটা দেয় গানের কথা। ভেঙেচুরে গেছে ঘরবাড়ি/চাপা দিয়ে চলে গেছে লরি/ উচ্ছে করলা গাড়িগাড়ি/ আমি রেঁধে খাব তরকারি। তারকাদের ইন্টারভিউ। এত বিখ্যাত অথচ আমার আপনার মতোই। রেগুলার গাই। অবসর টাইমে ডগদের নিয়ে ওয়াকে যান। সিঙ্গাপুরে শুটিং-এ গিয়ে ফান হ্যাভ করেন। ইয়াহ্। লাইক ক্রেজি। শুনতে শুনতে নস্ট্যালজিয়ার ঢেউ মগজে আছাড় খায়। মাবাবার ঘাড়ে চেপে দায়দায়িত্বহীন জীবনযাপনের সোনালি দিনগুলো , শ দিয়ে শকুন কাঁদে গরুর শোকে আর ভি ফর ভালচার যখন একইসঙ্গে চলছিল। তখন মুহূর্তের ব্রেনওয়েভে ভাষার ব্যারিকেড ভেঙেচুরে ‘ভালচার কাঁদে কাউ-র শোকে’। এ বাংলাভাষায় আমার কপিরাইট থাকবে না?
12 nombor-ta. just!
ReplyDeleteধন্যবাদ, সোমনাথ।
Deleteতার মানে এবার পুজোয় দিল্লিতেই থাকছেন? আমি পাড়ি দিচ্ছি বেঙ্গালুরু।
ReplyDeleteভালো করে ঘুরে আসুন, দেবাশিস। বেঙ্গালুরুর পুজো কেমন হল শুনব।
DeleteRegarding 12 nombor, Membou dekhechho ki? :D
ReplyDeleteনা তো, বিম্ববতী।
Delete'ভেঙেচুরে গেছে ঘরবাড়ি/চাপা দিয়ে চলে গেছে লরি/ উচ্ছে করলা গাড়িগাড়ি/ আমি রেঁধে খাব তরকারি!' এইটা গানের আসল কথাগুলোর থেকে অনেক মজার। :😁😁😁
ReplyDeleteওহ, থ্যাংক ইউ।
DeleteTomar kukur der kotha bhebe dukkho hocche. Bechara.
ReplyDeletePujoye notun jama howar excitement ta sotti akdom chole gache. sarabochhor e notun jama hoy ajkal.
Shalimaar er ad er gaan ta amar darun lage. Tv te mahalaya dekhte dekhte jokhon ei prandhala utsobe baromash beje uthto gaye literally kata dito amar.
jama banate dite jawa ar sei line e dariye thaka akta khub biroktikor kaj.
গালফোলা হিরোর বুকখোলা রোম্যান্স - eita pore amar kano jani na Soham er mukh ta mone porlo.
Darun darun darun likhecho.
ওটা কিন্তু সোহম নন, কুহেলি। তবে ওই বর্ণনা এখন বাংলা সিনেমার অনেক হিরোর সঙ্গেই মিলবে।
Deleteদুর্গা >> মাঝে মাঝে মনে হয় অসুরকে মেরে ভুল করলুম।
ReplyDeleteশিব >> কেন ?
দুর্গা >> অসুরের অত্যাচার বেশি অসহ্য ছিল নাকি এই প্যান্ডেলের ভিড় - কে জানে !
সিরিয়াসলি, কুন্তল।
Delete৬ নম্বরটা সব চাইতে ভালো, কলকাতায় কাশফুল না দেখতে পেলেও ওটা দেখলেই মন ভালো হয়ে যায়। আর চন্দ্রিল সত্যি চুমু, আপনার লেখাটার মতনই।
ReplyDeleteচন্দ্রিলের ব্যাপারে হাই ফাইভ।
Delete“ঘর নেহি যাওগে?” “ঘর নেহি যাওগে?” - আমিও জিগাই|
ReplyDeleteআর "ভেঙেচুরে গেছে ঘরবাড়ি/চাপা দিয়ে চলে গেছে লরি/ উচ্ছে করলা গাড়িগাড়ি/ আমি রেঁধে খাব তরকারি। " - ওঃ !!! আর যে অভিনেতার লিপে এটা আছে .. ওয়েল.... ;)
পুজোয় তার মানে বাংলার বাইরে, অন্বেষা?
Deleteনা, না , না !!!!!! আমি ভেতরেই আছি - আপনাকে জিজ্ঞেস করছিলাম ঘরে ফিরবেন কি না :)
Deleteওহো। না, আমার এবার সি আর পার্কের বিরিয়ানিই কপালে নাচছে পুজোয়। আমার যিনি নিয়মিত ঝালমুড়িওয়ালা, তাঁর মেনু অলরেডি শুনে এসেছি। বিরিয়ানি আর কষা মাংস।
Deleteঅসাধারণ.. সব মিলছে.. ১২ নম্বরের জবাব নেই ...
ReplyDeleteহাই ফাইভ, ঊর্মি।
Deletedarun . pujo asche :) tinni
ReplyDeleteতার থেকেও ভালো খবর, সিনেমাগুলো আসছে।
Deletear rod er pattern change hoe geche je...kheyal korecho...akash puro clear thake...darun lage kintu..ei asata...ektu ektu kore..
ReplyDeleteফান হ্যাভ করেন।
অবসর টাইমে ডগদের নিয়ে ওয়াকে যান। ..ei ei tomar ei satire ta sotyi go..ebar anandolok e taroka der poshyo nie likheche...kukur beral eetyadi.ebong eto nekamo mereche..je ...charo..eechche ta bollam na..
prosenjit
হ্যাঁ, প্রসেনজিৎ, রোদের ব্যাপারটা খুব চোখে পড়ার মতো।
Delete"রেগুলার গাই। অবসর টাইমে ডগদের নিয়ে ওয়াকে যান। সিঙ্গাপুরে শুটিং-এ গিয়ে ফান হ্যাভ করেন। ইয়াহ্। লাইক ক্রেজি।"
ReplyDeleteএই মহাপুরুষ বা মহিলা কে, কি ভীষণ জানতে ইচ্ছে করছে!
তুমি পুজোর মরশুমে যারা এইসব রস থেকে বঞ্চিত তাদের প্লিজ মাঝে মাঝেই এই আপডেট গুলো দিও - মা দূর্গা তোমায় অনেক আশীর্বাদ করবেন :)
নব্বই শতাংশই এঁরা, কাকলি।
Delete12 nomborta just fatafati.....puro "Ek Chhobole Chhobi" jaake bole. :)
ReplyDeletekhub bhalo laglo bakitao, tobe ostader maar sesh raate....kurnish :)
ধন্যবাদ, অরিজিত।
DeleteKhubi bhalo laglo lekhata :-)
ReplyDeleteধন্যবাদ, সায়ন।
Deletemon kharap koriye dilen. Kotodin shiuli phul dekhini.
ReplyDeleteএইটা সত্যি মন খারাপ করারই বিষয়, কিন্তু করবেন না, এ ছাড়া আর কীই বা বলতে পারি।
DeleteBohudin Shiuli ful dekhini. Amader Rahara r barite ekta gachh chhilo. Bhhor thakte ami ar bon uthe aanjla bhore ful kurotam.. Aj egaro bochhor hoye gelo Shiuli dekhini.
ReplyDeleteএটা সারানোর জন্য শরৎকালে একবার দেশে ট্রিপ ঠিক করে ফেলো, চুপকথা।
Deleteontoto agami tin bochhor hobe nago.. ekta jachhetai baje law school join korechhi. 100% attendance policy.
Deleteকেলেংকারি। তাহলে তিন বছর পরেই না হয় হবে, চুপকথা।
Deleteএ বাংলাভাষায় আমার কপিরাইট থাকবে না?
ReplyDeleteথাকা তো উচিত।
Deleteসেই আর কি। যা বলেছো।
Deleteমেম বৌ এর ট্রেলার দেখেননি? বলেন কি? এই নিন লিংক:
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=w0TajmSoXcs
আর এটা আরেকটা:
https://www.youtube.com/watch?v=_vcGOdMymlE
আপনার উচ্ছের গানটাও অসাধারণ।
আপনি তো তও শিউলিফুল দেখতে পাচ্ছেন। এখানে বসে আমরা তো তাও পাইনা। কবে যে আবার দেশের পুজো দেখতে পাব। আপনার লেখার অপেক্ষায় রইলাম। তবে এবারে একটা ভাল ব্যাপার হয়েছে, আত্রেয়ী দেশ থেকে আনন্দমেলা এনে দিয়েছে আগস্ট মাসে। আমি সেটা মহালয়ার পর ধরবো বলে তুলে রেখেছি। ভাবতেই আনন্দ হচ্ছে।
লিংকের জন্য অনেক ধন্যবাদ, সুগত। হ্যাঁ, শিউলিফুল দেখতে পাওয়াটা একটা প্রিভিলেজ বটে। আনন্দমেলা পড়ুন তারপর নোট মেলানো যাবে।
Deleteami eto mem bou er nam shune google images e marlam mem bou....
ReplyDeleteora baba kuntala di...nah bolbona....suspense...ekta episode puro dekhte parle tomay chowmin,roll,fuchka,jhalmuri ja bolbe....
prosenjit
১ নম্বরের শিউলি ফুল আর ৬ নম্বরের শালিমারকে সত্যিই খুব ভালবাসি। আজই সন্ধ্যেই একবার দেখলাম আর মা'কে মনে করিয়ে দিলাম যে, মহালয়া কিন্তু আর বেশি দেরী নেই।
ReplyDeleteদেরি তো নেই-ই অনুজিত, একেবারে ঘাড়ের কাছে এসে পড়েছে।
Delete^_^ , বাড়ি বসে এ লেখা পড়ার যে কি আনন্দ ^_^
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ, প্রদীপ্ত।
Delete