সাপ্তাহিকী
Boredom is the legitimate kingdom of the philanthropic.
---Virginia Woolf
খবরাখবর
মাঝে মাঝে আমার আফসোস হয় যে আমি এত বাড়াবাড়ি রকমের ‘নর্ম্যাল’ কেন। আরেকটু কম নর্ম্যাল হলে জীবনটা আরেকটু ইন্টারেস্টিং হত। এখন মনে হচ্ছে কি জানি, যতটা ভেবেছিলাম ততটা নর্ম্যাল হয়তো আমি নই। কারণটা অবশ্য …
অস্কারের মনোনয়ন দিয়েও ফিরিয়ে নেওয়া? একাধিকবার ঘটেছে। তবে চার্লি চ্যাপলিনকে চারচারখানা নমিনেশন দিয়েও ফিরিয়ে নেওয়ার কারণটা মচৎকার।
ন্যাচারাল আইসক্রিমকে আঙুর আইসক্রিম বানানোর চ্যালেঞ্জটা দিয়ে দেখা যেতে পারে।
ভিডিও
ছবি
ঘুমোতে যাওয়ার আগে আপনি কী নিয়ে ভাবেন?
আমাদের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীদের যৌবনের ছবির এ’রকম একটা সিরিজ থাকলে পারে।
পয়সা ফেললেই স্নিকারস আর কোকা কোলার বদলে ছোট গল্প।
এটা অবশ্য, পয়সা দিয়ে কেনা নয়, চুরি করে আনা ছোট গল্প।
গান
সারা সপ্তাহের ফিল গুড ফ্যাক্টরের কোটা খানিকটা পূরণ করতে।
পুনে থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা. অনেক দিন পরে কমেন্ট করছি.
ReplyDeleteকে সেরা সেরা: খুব ভালো লাগলো গানটা অনেকদিন পর শুনে.
উত্তর কোরিয়ার গল্প: গায়ে কাঁটা দেওয়া জিনিস. মানুষ একবার অভ্যস্ত হলে পরে যে প্রায় সবকিছুই সয়ে নেয়, তার আর একটা প্রমাণ.
চার্লি চ্যাপ্লিন্ল হা হা হা!
ন্যাচারাল এর কালো আঙ্গুর স্বাদ আছে বলেই তো মনে পড়ছে.
ইতি
সুতীর্থ
আপনাকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, সুতীর্থ। আজ আমাদের অফিসে গণেশবাবাজীর সৌজন্যে লাড্ডু খাইয়েছে। অর্চিষ্মানদের খাওয়ায়নি। তাই ভাবছি লাড্ডু কিনে নিয়ে যাব বাড়িতে।
Deleteন্যাচারালকে শিগগিরি পেটেন্ট নিতে বলতে হবে দেখছি।