সাপ্তাহিকী






Don't you understand that we need to be childish in order to understand? Only a child sees things with perfect clarity, because it hasn't developed all those filters which prevent us from seeing things that we don't expect to see. 
                                —Douglas Adams, Dirk Gentley’s Holistic Detective Agency

দেশের খবর বিদেশের কাগজে/সাইটে পড়তে সত্যিকারের গ্লানি হয়। তাও যখন খবরটা এমন ভালো।

পৃথিবীর সবথেকে পুরোনো ডোবার বয়স কত বলুন দেখি? মোটে দু’মিলিয়ন। 



একেবারে বদলে দিয়েছে বলাটা বাড়াবাড়ি, তবে কোন অভ্যেস আমার জীবনে বলার মতো প্রভাব ফেলেছে বললে আমি বলব প্ল্যানার ব্যবহার করার অভ্যেস। সেই একই প্রশ্নের উত্তরে আরও অনেকে অনেক কিছু বলেছেন, যেমন বারোমাস ঠাণ্ডা জলে স্নান করা, চেঁচিয়ে কথা বলা বন্ধ করা। আমার পড়তে ইন্টারেস্টিং লেগেছে, আপনারও লাগে কিনা দেখতে পারেন।

এ মাসের গান।


Comments

  1. bbc er link ta khub bhalo laglo, r oi baby left side e neoar byaparta interesting, ami life changing habit er list deke chinta korchi konta follow kobo, aboshyoi exercise er link gulo baad die...- Bratati.

    ReplyDelete
    Replies
    1. হাহা,হ্যাঁ, এক্সারসাইজের লিংকগুলো চোখ বুজে এড়িয়ে যাওয়াটা আমারও ট্যাকটিক্স, ব্রততী। খুব ভালো লাগল মন্তব্য পেয়ে। থ্যাংক ইউ।

      Delete

Post a Comment