ডাকনাম
র এসেছিল বাড়িতে। হাসিঠাট্টা হচ্ছিল। বন্ধুবান্ধব, পরনিন্দাপরচর্চা, সিনেমাথিয়েটার পেরিয়ে বাড়ির কথা উঠল। কাকু কেমন আছেন, কাকিমা ভালো?
দিতেই হল খবরটা।
হাসিঠাট্টায় একটা বিশ্রী বাধা পড়ে গেল। সামলে নিয়ে র বলল, তোমার মা তোমাকে কী একটা বলে আদর করে ডাকতেন যেন...
আমি বললাম সোনা? র বলল, হ্যাঁ হ্যাঁ, কী সুন্দর করে ডাকতেন কাকিমা।
আমি বললাম সোনা? র বলল, হ্যাঁ হ্যাঁ, কী সুন্দর করে ডাকতেন কাকিমা।
বুঝলাম, র ভেবেছে ওটা আমার জন্য আমার মায়ের স্পেশাল নাম। ভুল ভাঙালাম। বললাম, মা আদর করে ডাকলেও ওটাই আমার সত্যিকারের ডাকনাম। চেঁচিয়ে বকার সময়ও ওই নাম ধরেই বকতেন মা।
র বলল, ও তোমার ডাকনামই সোনা?
সোনা নিয়ে এই কনফিউশনটা আগেও হয়েছে। হওয়া স্বাভাবিক। ডাকনাম যাই হোক না কেন, নিরানব্বই শতাংশ বাঙালিই জীবনে কখনও না কখনও কারও না কারও দ্বারা কোনও না কোনও স্পেশাল মুহূর্তে “সোনা” সম্বোধিত হয়েছেন। এ সম্বোধন নিয়ে হাসিমশকরাও কমন। মান্যবর মোহে-র বিজ্ঞাপনে ভিরুষ্কা যেমন একে অপরের সঙ্গে কী কী বোকামো করবেন না লিস্টে নিষিদ্ধ ডাকনামের মধ্যে সোনাও রেখেছেন।
আমি অবশ্য দুঃখ পাই না। আমি বরং বিশ্বাস করি ডাকনাম বোকা না হলেই অদ্ভুত। মানে আপনার ভালো নাম বাল্মীকি আর ডাকনাম বিবস্বান হলে বাকিদের কী হবে আমি জানি না, আমার হাসি পাবে। অথচ এই যদি আপনার ভালো নাম বিবস্বান আর ডাকনাম বিবু হয়, তাহলেই আর কোনও গোল থাকবে না। আপনাকে আমি অতি সিরিয়াসলি নেব।
সবাই অবশ্য আমার সঙ্গে একমত নন। এক আত্মীয় ছেলের নাম রাখার পর গর্ব করে সবাইকে বলেছিলেন, 'ডাকনাম বাবু রাখিনি, অ্যাট লিস্ট।' কী রেখেছিলেন সেটা আর ভাঙছি না কিন্তু বাংলা গানের জগতে ডেনিম শার্ট পরিহিত গালভর্তি ব্রণওয়ালা বছর চল্লিশের এক উল্কার আবির্ভাবের পর সে নাম প্রায় বাবুর সমান জনপ্রিয়তা পেয়েছিল।
নাম বাছার কারণের মধ্যে আমার মতে সবথেকে নড়বড়ে হচ্ছে “আনকমন” নাম রাখার তাড়না। কারণ কোন আনকমন নাম যে কখন কমন হয়ে যাবে বলা মুশকিল। শাহরুখ খানের জন্মের আগে যাদের নাম ‘রাহুল’ রাখা হয়েছিল, সে সময়ের নিরিখে মারাত্মক কুল নাম নিঃসন্দেহে, তাদের এখন কী হাল হয়েছে ভাবুন। তারপর ধরুন অর্চিষ্মান। আনকমনই ছিল বলা যায়। কিন্তু এখন নাকি কোন সিরিয়ালের নায়কের নাম অর্চিষ্মান। আর বছর তিরিশের মধ্যে কলকাতার অফিসে অফিসে অর্চিষ্মান কিলবিল করবে, গ্যারান্টি।
কমন আনকমন যাই হোক না কেন, ডাকনাম একটা থাকা বলে আমার মনে হয়। ডাকনাম না থাকাটা প্রায় কাল্পনিক বন্ধু না থাকার মতোই দুঃখের।
ভালোনাম ছোট করে ডেকে দিলে কিন্তু সেটা ডাকনামের কৌলীন্য পায় না। আপনি সিদ্ধার্থ থেকে সিড হলে কিংবা মধুশ্রী থেকে ম্যাডি, আমি সেটাকে ডাকনামের মধ্যে ধরব না। ওটা বড়জোর নিকনেম হতে পারে, ডাকনাম কখনওই নয়।
আপনি যুক্তি দিতে পারেন, ইন্দিরা যে ইন্দির ঠাউরুন হয়েছিলেন, কেমন সুন্দর মানিয়ে গিয়েছিল তো।
ওটা এক্সেপশন। আর এক্সেপশন প্রুভস দ্য রুল।
আমার মতে ডাকনাম সহজ হতে হবে, যুক্তাক্ষরবর্জিত হতে হবে, সর্বজনগ্রাহ্য হতে হবে। আমার মা আরেক ধাপ এগিয়ে দাবি করতেন যে ডাকনাম ডায়নামিকও হতে হবে। অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে কমে বেড়ে মানানসই হওয়ার ক্ষমতা রাখতে হবে সে নামের। এখন 'হে সিড!' শুনতে যত মনোহর লাগছে, পঞ্চাশ বছর পর কেউ সিডদাদু বলে ডাকলে? কিংবা ম্যাডিঠাকুমা? কিন্তু সোনাদিদা আমার মায়ের মতে দৌড়বে।
ভালো ডাকনামের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে নামটি খারাপ হওয়া। এবং নামের মালিকের পক্ষে সামান্য পরিমাণে লজ্জাজনক হওয়াও বটে। আমাদের ইরার ভালো নামের অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু ইরাকে নাকতলার মায়ের দেওয়া ‘গুটে’ নামখানাও সমান ব্রিলিয়ান্ট বলে আমি মনে করি। বিশেষ করে ইরার এই মুহূর্তের ব্যক্তিত্বের সঙ্গে ইরার থেকে গুটে নামখানা যে অনেক বেশি মানানসই তা অস্বীকার স্রেফ গা-জোয়ারি।
শুধু কসমেটিক কারণ নয়, লজ্জাজনক ডাকনামের গুরুতর উপযোগিতাও আছে। দুর্গাপুজো কিংবা পৌষমেলায় কিংবা বইমেলায় মাইকে “বিবস্বান বসু যেখানেই থাক গেটের কাছে চলে এস, মা বাবা তোমার জন্য এক নম্বর গেটে অপেক্ষা করছেন” ঘোষণার বদলে “বিবস্বান বসু, বিবুসোনা, তোমার বাবামা তোমার জন্য এক নম্বর গেটে অপেক্ষা করছেন” চেঁচালে যে উক্ত বিবুসোনা হাঁটার বদলে দৌড়ে গেটের কাছে আসবে তাতে আমার কোনও সন্দেহ নেই।
এখন না হয় বাংলা সিনেমার হিরোর নাম সোনাদা হয়ে নামখানা জাতে উঠেছে, কিন্তু একসময় যেখানে সেখানে আমাকে সোনা বলে ডাকলে আমারও লজ্জা করত। তাতে অবশ্য মা দমতেন না। ভিড় মিনিবাসের উল্টোপ্রান্ত থেকে, ‘সোনা এদিকে সিট আছে,’ চেঁচিয়ে যেতেন।
ওই ডাক আরেকবার শুনতে পেলে আমি ওলাউবারের আরাম ছেড়ে সারাজীবন ভিড় মিনিবাস ঠ্যাঙাতে রাজি আছি।
প্রবাসে থাকা, তার থেকেও বেশি বয়স হওয়ার,একটা বাজে ব্যাপার হচ্ছে ডাকনামে ডাকার লোকের আকাল। এখন আমার কুন্তলা পরিচয়টাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, সোনা প্রায় শুনিই না। তাই বোধহয় মাঝে মাঝে সোনা হতে ইচ্ছে করে। ক'দিনের জন্য বাবা আর সেজকাকু এসেছিলেন, অফিসের সাড়ে আটঘণ্টাটুকু বাদ দিয়ে আগাপাশতলা সোনা হয়ে উঠেছিলাম। রবিবার ওঁদের উবার মোড় ঘুরে অদৃশ্য হল, ফের কুন্তলা বনে গেলাম।
এবার থেকে সইয়ে নেওয়াই ভালো, যা বুঝছি, ইচ্ছেমত নামের জামা পালটানোর সুযোগ আর বেশিদিন থাকবে না।
Khub Bhalo laglo lekhata Kuntala. :)
ReplyDeleteDaak nam ekta oporiharjo ongo, eta amio mone kori. Ei proshonge Chandrabindoo'r Daaknam gan ta mone pore gyalo, okhaneo Sona acche. :)
আমি গোটা পোস্টটা লিখতে লিখতে ওই ক্যাসেট আর ওই গানটার কথাই ভাবছিলাম, অরিজিত। দুটোই আমার প্রিয়। সোনা বাঙালির অপরিহার্য ডাকনাম। সে ভিরুষ্কা যতই হাসুন না কেন।
Delete@Arijit da : tor daknaam tao bole de ekhane
Delete@kuntala di : Tomar Sona daknaam ta shunte khub mishti lage. emnite ami jotogulo sona dekhechhi, unfortunately tara shudhui babusona.
আমাদের পাড়াতেও একটা বাবূসোনা ছিল, মানে আছে নিশ্চয় এখনও, দেখিনি অনেকদিন।
DeleteLekhata pore porchi.. aj eita whatsapp e pelam.. dekhei chena laglo.. dekho Tomar dekhe Kemon Lage..
ReplyDeleteDekhi k koto boi pore...
কুইজঃ গল্পটা কী?
কাজ খুবই সোজা। নিচের পনেরোটা ক্লু-এর মধ্যে থেকে পনেরোটা গল্পের/ বইয়ের নাম খুঁজে বার করা। প্রশ্নকর্তা খুবই অপটু কি না, তাই প্রতিটি ক্লু দিতে গিয়েই মিসটেক করে বসেছেন। কিন্তু ঘুমুতে যাবার সময় হয়ে যাচ্ছে, মিসটেক ঠিক করার আর সময় নেই। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মিসটেকও ঠিক করে নিতে হবে।
অল দ্য বেস্ট।
*****
১. ল লে লা লা ই রে র দু ঘ আ
২. র য়া চা টা থা রি ই ক
৩. জা হা ক ম র ণ বি ত স্থ
৪. র য়ে তো নে চে মে ম য়ে
৫. ও কে বি ণী অ না রা শ
৬. র ক য়ী য়া ম দ মা থা
*৭. যা বা ই বি ড়ি লে দ ব
৮. কো রা দা ন হ জা শা শু দা
৯. মি ন রী হা বা ব আ ও বে
১০. জ ব ঙ্গী মি না ন মা
১১. না খো ল্য ব য়া মা
১২. রী হে র হ্র মু বে সা কে ন্সী
১৩. ক ক ক ক শ শ ত থ দ এ
১৪. দে খি ল দে হ পা ক ষ্ট ল র
১৫. য ম গ ষ্ট র্ভ অ
*****
হাহা, আমার এতদিনের একটা দুঃখ মেটালি, ঊর্মি। থ্যাংক ইউ।
DeleteMojata dekho.. oi 7 no ta gondogol Chilo seita * suddhu copy kore diyeche.. ��
Deleteসেই একজন টুকতে গিয়ে উত্তরপত্রের মাঝখানে (পরের পাতায় দেখুন) টুকে দিয়েছিল, সেইটা মনে পড়ে গেল।
Deleteঅবান্তরের কুইজ থেকে বানানো হোয়াটস্যাপ ফরওয়ার্ড আমার মা রোজ পাচ্ছে। এই তো সেদিন একটা এসেছিল যেটা মহারথী বাঙালিদের নিয়ে লেখা "আমি কে?" পোস্টটা।
Deleteযাক, কারও কাজে লেগেছে আমার কুইজগুলো।
Delete"ওই ডাক আরেকবার শুনতে পেলে আমি ওলাউবারের আরাম ছেড়ে সারাজীবন ভিড় মিনিবাস ঠ্যাঙাতে রাজি আছি।" <3
ReplyDeleteএকেবারে তিন সত্যি করে বলছি।
Deleteতোমাকে দেখিনি, জেঠিমাকেও না। কিন্তু যেহেতু সোনা বা বাবু নামটা বাঙালির এক্কেবারে বৈশিষ্ট বলতে পারো তাই মাঝে মধ্যে কুন্তলাদিদির বদলে সোনাদিদি ও বলতে পারি ? জানি ব্যাপারটা বোকা বোকা, অনেকে পছন্দ ও করেন না এমন গায়ে পড়া , পছন্দ না হলে বকে দিও।
ReplyDeleteহাহা, রাগের কিছু নেই, সূচনা। তবে কুন্তলা নামটাও আমার প্রিয়। তাছাড়া, নামেরও তো স্থান কাল পাত্র থাকে, এখানে সোনা শুনে অভ্যেসও নেই, কাজেই কুন্তলাদিই চলুক।
DeleteTomake aageo bolechilam bodh hoy, amar thakurda amake Shona bole dakten. Tao ek ghor theke aar ek ghor, jate ami sob hoihottogol chapiye sunte pai, tai seta hoto "Shona -reeee". Bochor khanek por, naam er "Sho" part ta hamesha i ujjho theke jeto. Dadu dakten, "Na-reee".
ReplyDeleteOi ekjon i ei naam e dakten, ekhon tini o nei, naam tao nei. Naam ta onno keu dakle khub khushi hobo bole moneo hoy na. Sumana onek bhul bhranti kortei thake oho roho, kintu Shona ja i korto, thik bhul er urdhe. Shona kono dushtumi korena, shona kono onyay parena. Shona shoto first!
হাহা, সোনার সো বাদ পড়ে শুধু নারে থেকে যাওয়াটা দারুণ, সুমনা। এই রকম দোষভুলের ঊর্ধ্বে স্পেশাল নাম ঠাকুমাদাদুরাই দিতে পারেন। আমার তো "অ্যাই সোনা" হুংকারের পর আলতো কানমলা খাওয়ারও পরিস্থিতি হয়েছে বারদুয়েক, কাজেই আমার ঠাকুমা আমাকে আরেকটা নাম দিয়েছিলেন, রানী (সোনার থেকেও হাস্যকর, জানি), যেটা আমার ওই স্পেশাল নাম ছিল।
Deleteamar o onek gulo dak nam hariye gechhey jibon theke. Most importantly, amar didi amake Babui dakto. Ajke nam ta ar nei.
ReplyDeleteবাঃ কী সুন্দর নাম, বাবুই। তোমার দিদির নামের পছন্দ সুন্দর, চুপকথা।
DeleteSei, just oi nam e dakar lokta ar nei.
Deleteওই সব বয়েসে সব নাম ভাল না লাগার পয়েন্টটা মোক্ষম বলেছেন। আমার জীবনের নানা দুশ্চিন্তার মধ্যে এবার "জয়দাদু" শুনতে কেমন লাগবে সেটা যোগ হল।
ReplyDeleteহাহা, ভালোই লাগবে, সুগত।
Deleteডাকনাম ভবিষ্যতে কেমন হবে এটা সত্যিই দুশ্চিন্তার বটে। রিল্টুকাকু তাও চলে, রিল্টুদাদু...
ReplyDelete