মধুরিমা
আমার মানসিক অবস্থার কথা জেনেই হয়তো সোমেন বলেছিলেন, এবার কি গল্প দিতে পারবেন কুন্তলা? না পারলে কোনও চিন্তা নেই, যখন পারবেন তখনই ছাপা হবে। আজীবন আমার শুধু ভালো লোকদের সঙ্গেই পালা পড়ে, এ আমি বার বার ঠেকে শিখেছি। আমি বললাম, পারব না মানে? চার নম্বর, এক মাস অন্তর অন্তর একটা করে গল্প লেখার ডেডলাইন দিয়ে আমার যে কী উপকার করেছে। এ না থাকলে আমার একটাও ফিকশন লেখা হত না, সে ছায়া অবলম্বনে হলেও।
এবারের গল্পটা যদিও ছায়া অবলম্বনে নয়। আগা থেকে গোড়া, চরিত্র থেকে ঘটনাপ্রবাহ সব আমার ঊর্বর মস্তিষ্কজাত। কিন্তু শত হলেও আমাকে গোড়াতে ভাবানুবাদেরই বরাদ দেওয়া হয়েছিল তাই আমি সাপ মেরেও একটুখানি ল্যাজা রেখে দিয়েছি। এ মাসে চার নম্বর প্ল্যাটফর্মে বেরোনো আমার লেখা ছোটগল্প 'মধুরিমা'র একটা গুরুত্বপূর্ণ টুইস্ট পড়লে আপনাদের কারও কারও আরেকটা গল্পের টুইস্ট মনে আসতে পারে, যদি সেই গল্পটা পড়া থাকে, যে গল্পটার নাম হচ্ছে Rain, Rain Go Away আর যে গল্পটা লিখেছিলেন আমার প্রিয় লেখক আইজাক আসিমভ। গল্পের শেষে তাই তাঁর ঋণটুকু স্বীকার করে রাখলাম।
এই রইল 'মধুরিমা'র লিংক। কেমন লাগল জানাবেন, প্লিজ।
Baah! Ami Isaac Asimov er golpo ta porini, sutorang golper shesh er chomok ekebarei nirbhejal :)
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ, সুমনা।
Delete:)....:).....:)...!!!
ReplyDelete:(
DeleteEki, dukkher emoticon keno? Golpota khubi bhalo legeche bole aar boli ni kichhu :)
Deleteতাহলে খুশির ইমোজি রইল। :)। থ্যাংক ইউ।
Delete👍
ReplyDeleteধন্যবাদ।
Deletebah, satyi sesh ta chamakprodo! bhebechilam khun ityadir dike golpo egochhe, ta noy!
ReplyDeleteধন্যবাদ, কাকলি।
Deletechomokprodo lekha
ReplyDeleteথ্যাংক ইউ, সুহানি।
DeleteOdbhut twist.. lekhata khub bhalo hoyeche..
ReplyDeleteধন্যবাদ, ঊর্মি।
DeleteEta to bhalo lagloi..tar sathe 'Abhisopto' o pore fellam. Amar mote apnar lekha sera golpo. Khub i bhalo legeche. Ami Werewolf genre r bhison boro fan chilam. Sob rokomer boi portam; kintu akdin bangla 'Aahat' e werewolf er episode dekhe felechilam. Tarpor theke ar.. :(
ReplyDeleteহাহাহা, বাংলা আহট-টা মনে পড়িয়ে দিলে। ভাবছি আজ বাড়ি গিয়ে ইউটিউবে বার করে দেখব। থ্যাংক ইউ।
Deleteঅভিশপ্ত ভালো লেগেছে? আমার যে কী ভালো লাগল শুনে। আমার নিজের লিখে খুব ভালো লেগেছিল, কিন্তু পাঠকদের বোধহয় বিশেষ পোষায়নি। থ্যাংক ইউ।
Chamokprodo. Khub bhalo laglo
ReplyDeleteধন্যবাদ, ধন্যবাদ, দেবশ্রী।
Delete