নারীদিবসের অবান্তর উপহার
নারীদিবসের সঙ্গে সম্পূর্ণ সম্পর্করহিত, অপ্রাসঙ্গিক, অবান্তর একটা গান শোনাই আপনাদের নারীদিবস উপলক্ষে। গত কয়েকদিন লুপে চলছে গানটা আমার কানের ভেতর। যত চলছে আমার খারাপ মন তত ভালো হয়ে যাচ্ছে, ট্যাঁড়াব্যাঁকা মেজাজ তত সোজা হয়ে যাচ্ছে।
Comments
Post a Comment