সেই গানটা



দু'দিন ধরে এত মনে পড়ছে গানটা। হয়তো এমনিই পড়ছে। হয়তো কেন, নিশ্চয় এমনিই। কোনও অমনি কারণ থাকতে পারে না। কারণ থাক না থাক, এটা মায়ের প্রিয়তম গান। অবশ্য সবার মতোই মায়েরও একাধিক প্রিয়তম গান। কিন্তু তাদের মধ্যেও এই গানটা স্পেশাল প্রিয়তম আরকি।

চার বছর হল আজ। অদ্ভুত। তার থেকে বেশি অদ্ভুত, কিচ্ছু থামেনি। সব চলছে যেমন চলার। নির্বিকারে। অম্লানবদনে।



Comments

  1. এই গানটার প্রচুর লিংক আছে ইউটিউবে। সাধারণত, সমান কোয়ালিটির অন্য লিংক পেলে সারেগামার লিংক শুনিনা, ওদের শুরুর বকবকানিটার জন্যে।

    আপনার দুলাইন লেখা কনটেক্সট একটা অসাধ্য সাধন করে ফেললো - এই প্রথম সারেগামার শুরুর প্রচারজনিত বাক্যদুটো অযাচিত লাগলো না। :-)

    আপনিও এটা মাথায় রেখেই এই লিংকটা দিয়েছেন, তাই না?

    ReplyDelete
    Replies
    1. এই রে, এ বাবদে নিরাশ করতে হল রাজর্ষি। ওই সামনের দুটো লাইন শুনে শুনে কান হেজে গেছে, ও আর কোনও ইম্প্যাক্ট ফেলে না। এই লিংকটা দিয়েছি, তবু এর থাম্বনেলটা পদস্থ বলে। বিশ্বজিতের মুখ দেখা কম অ্যাসল্ট অন সেন্সেস দ্যান আরও যা যা ব্যবহৃত হয়।

      Delete
    2. ওহ বুঝলাম। তাহলে অসাধ্য সাধনটা কাকতালীয়ভাবেই হয়ে গেছিলো।

      Delete
    3. কি মুশকিল, লগড-ইন থাকা সত্ত্বেও অ্যানোনিমাস বলে আগের কমেন্টটা চলে গেলো !

      Delete
    4. একেবারেই কাকতালীয়, রাজর্ষি।

      Delete
  2. ভাগ্যিস হেমন্ত, শ্যামল, সলিল এনারা ছিলেন ! মন ভালো করা সব গান।

    ReplyDelete

Post a Comment