22 Never Asked Questions




কাল রাত বারোটার সময় কী করছিলেন? ঘুমোচ্ছিলাম

আপনি যদি অন্য কেউ হতেন, এখন আপনি যিনি, তাঁর বন্ধু হতেন? পাগল?

বক্রোক্তি ব্যবহার করেন? মনে মনে সর্বক্ষণ, মুখে যথাসম্ভব কম।

কত বছর বয়সে সাইকেল চালাতে শিখেছিলেন? চার কিংবা পাঁচ। 

ক্যারাটে জানেন? না। 

শিস দিতে পারেন? না। তবে ক্যারাটে যেমন শিখতে চাই না, শিস দেওয়াটা শিখতে চাই। 

নিজের ভাষা ছাড়া আর কোন ভাষায় অনর্গল হতে চান? বাঙাল ভাষায়

কখনও ইন্ডিয়ান ফুড চেখে দেখেছেন? ইন্টারনেট থেকে প্রশ্ন টুকলে কী পরিণতি হয় সেটা দেখানোর জন্য এই প্রশ্নটা রাখলাম।

একদিনের জন্য সবার সময় থেমে গেল, খালি আপনার ছাড়া। কী করবেন? ঘুমোব।

আপনার জীবনের একটাই দিন বার বার পুনরাবৃত্তি হতে লাগল। কোন দিনটা হলে ভালো হয়? আজকের দিনটা। কারণ আজ রোববার। বৃষ্টি হওয়ার পর টেম্পারেচারও কম।

আপনার ব্যক্তিগত নরক? যেখানে আমি একলা। 

ব্যক্তিগত স্বর্গ? যেখানে আমি একলা। 

আপনার সামনে এক নতুন জগতের প্রবেশপথ খুলে গেল। সে জগৎ সম্পর্কে আপনি কিছু জানেন না, গেলে ফিরতে পারবেন কি না জানেন না, দরজা কতক্ষণ খোলা থাকবে জানেন না। কী করবেন? যেখানে আছি সেখানে গ্যাঁট হয়ে বসে থাকব। 

আপনার জীবনের সেরা আবিষ্কার? (ইংরিজিতে লিখেছিল ‘বেস্ট ফাইন্ড’) অর্চিষ্মান

মুদির দোকানে গেলে সর্বদা কী কেনেন? রোজ কিনি না, তবে সবথেকে ঘন ঘন কিনি ম্যাগি আর মাইক্রোওয়েভ পপকর্ন। 

কোনও কাজের মোটিভেশন বজায় রাখতে গেলে কী করা উচিত বলে মনে করেন? সে কাজটা রোজ করা। 

কোন খেলা দেখতে পছন্দ করেন? কোনও খেলাই না। যেগুলো পছন্দ করি না সেগুলো তো হয়েই গেল, যেগুলো করি সেগুলো দেখতে বসলে হারজিত নিয়ে এমন বুক ধড়ফড়ানি হয় যে তার থেকে না দেখা ভালো। 

বাড়িতে ফোন ফেলে রেখে বেরিয়ে গেলে কী ফিলিং হয়? প্রথমে প্যানিক, তারপর শান্তি। 

সবথেকে রিল্যাক্সিং কোথায় বেড়াতে গেছেন? ল্যান্ডোরের স্মৃতি টাটকা, রিল্যাক্সেশনও চরম হয়েছিল, তাই ল্যান্ডোর। 

আপনার ফোনের সবথেকে উপযোগী তিনটি অ্যাপ? ওলা, উবার, জোম্যাটো। 

লোকে সাধারণত আপনার থেকে কী সাহায্য চাইতে আসে? পথনির্দেশ।

টিভিতে কোন ধরণের অনুষ্ঠান দেখা পরিহার করেন? রিয়ালিটি শো আর সিরিয়াল। কারণ একবার দেখতে শুরু করলে আর থামতে পারব না। 


Comments

  1. Mojar questionnaire...

    Aami oboshyo kaal raat 12 tar somoy jege chhilam. Chheler sathe quiz khelxhhilam.

    Khela dekha r reality show/ serial dekgar byaparta te mil aachhe. Tabe amar oi serial na dekhar karon holo oto complicated jibonjatra r samporko thik bhebe uthte parina.
    Phone fele gele amaro prothome panic hoi.

    ReplyDelete
    Replies
    1. আমার ধারণা, দেখতে শুরু করলে সিরিয়াল দেখতেও আমার দারুণ লাগবে। কাজেই ও ফাঁদে পা না দেওয়াই ভালো, সুস্মিতা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

      Delete
  2. pathak o lekhika abantor
    ki drink korte bhalobasen whisky na rum --(rag rag sware) konota noi
    badegulamali khan er gan kemon lage--bolbona
    begum akhter---janina kemon
    bristi hole ki koren --dhei dhei kore nachi
    apnito khub slip kore berie jachhen--post dilit kore debo

    ReplyDelete
  3. punascha
    archisman ke ektu dekhte paoa jabe-ar narkol hach free- chobite?

    ReplyDelete
    Replies
    1. এটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আশিস।

      Delete
  4. কাল রাত বারোটার সময় কী করছিলেন? টুকটাক মুখ চালাতে চালাতে সারাভাই ভার্সেস সারাভাই টেক টু দেখছিলাম (কালকের ডিনারটা ৬টা নাগাদ হয়ে গিয়েছিলো, তাই)|

    আপনি যদি অন্য কেউ হতেন, এখন আপনি যিনি, তাঁর বন্ধু হতেন? হয়তো, কিন্তু ঝগড়াও হতো খুব।

    বক্রোক্তি ব্যবহার করেন? সর্বক্ষণ।

    কত বছর বয়সে সাইকেল চালাতে শিখেছিলেন? বারো কি তেরো।

    ক্যারাটে জানেন? না।

    শিস দিতে পারেন? মোটামুটি।

    নিজের ভাষা ছাড়া আর কোন ভাষায় অনর্গল হতে চান? আমি বাংলা ছাড়া হিন্দী আর ইংরেজিতে অনর্গল, আর সেটা থাকতে চাই। তার বাইরে বললে ফ্রেঞ্চে অনর্গল হতে চাই।

    কখনও ইন্ডিয়ান ফুড চেখে দেখেছেন? :-)

    একদিনের জন্য সবার সময় থেমে গেল, খালি আপনার ছাড়া। কী করবেন? ঘুমোব।

    আপনার জীবনের একটাই দিন বার বার পুনরাবৃত্তি হতে লাগল। কোন দিনটা হলে ভালো হয়? বলা খুব মুশকিল, হয়তো ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর দিনটা।

    আপনার ব্যক্তিগত নরক? যেখানে আমাকে কেউ বোঝেনা।

    ব্যক্তিগত স্বর্গ? যেখানে আমি একলা।

    আপনার সামনে এক নতুন জগতের প্রবেশপথ খুলে গেল। সে জগৎ সম্পর্কে আপনি কিছু জানেন না, গেলে ফিরতে পারবেন কি না জানেন না, দরজা কতক্ষণ খোলা থাকবে জানেন না। কী করবেন? যেখানে আছি সেখানে গ্যাঁট হয়ে বসে থাকব। দুঃখের বিষয়, সব সময়ে সেটা করা যায়না।

    আপনার জীবনের সেরা আবিষ্কার? (ইংরিজিতে লিখেছিল ‘বেস্ট ফাইন্ড’) সাত পাঁচ ভেবে এ প্রশ্নটার কোনও উত্তর ভেবে পেলামনা। কোনও মানুষ? কোনও জিনিস? কোনও বিশেষ জায়গা, বা নিজের কোনও ট্যালেন্ট? কিজানি, কোনওটাকেই মনে হলনা আমার সেরা আবিষ্কার বলে।

    মুদির দোকানে গেলে সর্বদা কী কেনেন? সর্বদা কিনি এমন কিছুই মনে পড়লনা। তবে ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কিনে আনি (চাল-ডাল-তেল-নুন-ইত্যাদির বাইরে) ইনস্ট্যান্ট নুডলস আর চিউইং গাম।

    কোনও কাজের মোটিভেশন বজায় রাখতে গেলে কী করা উচিত বলে মনে করেন? সে কাজটাকে অভ্যাসে পরিণত করা। তার মানে রোজ করা তো বটেই, কিন্তু তার সঙ্গে করাটা ঠিক হচ্ছে কিনা, না করলে চলে কিনা ইত্যাদি নিয়ে একদম চিন্তা না করা।

    কোন খেলা দেখতে পছন্দ করেন? ইদানিং কোনও খেলাই না। তবে ক্রিকেটটা বুঝি, আর ওয়ার্ল্ড কাপের সময়ে ফুটবল দেখি। অলিম্পিকের সময়ে হঠাৎ একগাদা খেলা দেখি।

    বাড়িতে ফোন ফেলে রেখে বেরিয়ে গেলে কী ফিলিং হয়? প্রথমে প্যানিক, তারপর শান্তি।

    সবথেকে রিল্যাক্সিং কোথায় বেড়াতে গেছেন? স্কুল জীবনে বাবা-মা-বোনের সঙ্গে বেনারস। তারপর অনেক জায়গায় গেছি, বাকি জায়গা গুলো আরও স্মরণীয়, কিন্তু বেনারসের মতন রিলাক্সিং কোনওটাই নয়।

    আপনার ফোনের সবথেকে উপযোগী তিনটি অ্যাপ? ক্যামস্ক্যানার, ফিট, উবার। অবশ্য গুগল, ম্যাপস, ক্যামেরা, ক্যালকুলেটর বা ক্রোম - এসব সাধারণ অ্যাপ বাদ দিয়ে গেলাম।

    লোকে সাধারণত আপনার থেকে কী সাহায্য চাইতে আসে? যে কোনও ব্যাপারে নির্দেশ। বেড়াতে যাবো কিভাবে, গেলে কি কি করব, ফার্নিচার লাগাব কিভাবে, কম্পিউটার ফরম্যাট করব কিভাবে, ক্যামেরা কিনতে হলে কোনটা কেনা উচিত ইত্যাদি।

    টিভিতে কোন ধরণের অনুষ্ঠান দেখা পরিহার করেন? রিয়ালিটি শো আর সিরিয়াল। কারণ একবার দেখতে শুরু করলে আর থামতে পারব না। তবে ইন্টারনেটে জমানো টিভি সিরিয়াল দেখি কখনও কখনও, যেমন পোয়ারো। (রিয়ালিটি শো কখনোই নয়)।

    ReplyDelete
    Replies
    1. ক্যামেরা কিনতে গেলে যে লোকে আপনার কাছে সাহায্য চাইতে যায় সেটা আর জানার কিছু নেই। কত জ্বালিয়েছিলাম মনে আছে। আপনারও আছে নিশ্চয়। ওই কেউ না বোঝার নরকটাতেই তো আছি চব্বিশ ঘণ্টা, কী যে কষ্ট।

      Delete

Post a Comment