তা বলে ১৪৪ চরিত্রেও নয়



মাঝে মাঝে জীবনে ক্ষুদ্র তুচ্ছ ঘটনারা ঘটে। হাসির, রাগের, দুঃখের বা হতভম্বের। তাদের নিয়ে একা একা হাসা যায় কিংবা চোখ গোলগোল করে বসে থাকা যায় ফাঁকা ঘরে, কিন্তু ঢাক পিটিয়ে লোক জানাতে পারলে আরও ভালো। শেয়ারিং ইজ কেয়ারিং। অবান্তরে সে সব নিয়ে পাঁচশো শব্দের পোস্ট লিখতে আলস্য লাগে, অকারণ ফেনাতে হয়। তখন বুঝি টুইটার কোন ফাঁকটা ভরাট করেছে।

আজ সকালে সে রকম একটা ঘটনা ঘটল। একবিন্দু বাড়িয়ে বলছি না। যা লিখছি নির্জলা সত্যি।

অবান্তরের পরের পোস্ট টাইপ করা থামিয়ে উঠে দ্বিতীয় কাপ চা আনতে রান্নাঘরে গেছি, অর্চিষ্মান অকাতরে ঘুমোচ্ছে। গরম চায়ে চুমুক দিয়ে খুশি হয়ে জোরে জোরে গেয়ে উঠলাম, 'আমি কি তোমায় খুব বিরক্ত করছি?'

অর্চিষ্মান নড়ে উঠে ঘুমজড়ানো গলায়, 'না না, সেকি, হঠাৎ বিরক্ত করবে কেন, একটুও করছ না, সত্যি।'  বলে ওপাশ ফিরে বালিশ জড়িয়ে আবার তলিয়ে গেল ঘুমের ঘোরে।


Comments

  1. :)
    khub misti... :) :)

    ReplyDelete
    Replies
    1. গানটা শুনেছেন নিশ্চয়ই? এমন ভালো গান বাংলা ভাষায় বহুদিন হয়নি। আমার মতে।

      Delete
  2. haan, gaan ta amar khubi bhalo lage.
    Ami obosso ei chhotto lekhatar uddeshye kothata bollam :)

    ReplyDelete
    Replies
    1. হাহা, সেটা বুঝেছি।

      Delete
  3. Anupom ekhon o porjonto "chol kuntal" chara mon kharap-bhalo kora gaan khub kom i likhechhen ... amar mote .... gaan ta r ullekhe r janne .. thank you :) ei prothom shunlaam ...

    ReplyDelete
    Replies
    1. গুড বৈশালী। এমন গান যত প্রচার পায় ততই ভালো। এই সূত্রে বলি, তিন্নিও লোখন্ডওয়ালার বাড়িতে বসে জোরে গানটা চালিয়েছিল এই পোস্ট পড়ে, পাশের ঘর থেকে শুনে ওর মারাঠি সহায়িকা মাধুরী বলেছেন, এমন সুন্দর রোম্যান্টিক গানা, মুঝে হোয়াটসঅ্যাপ মে ভেজ দো। তিন্নি ভেজে দিয়েছে। মাধুরী এখন অনুপম রায় শুনছেন মন দিয়ে।

      Delete
  4. বৈজয়ন্তীJune 12, 2018 at 11:58 AM

    ঘটনাটা তো বেশ মজার বটেই, গানটা শুনে আমি বেশ কিছুক্ষণ পুরো স্পিকটিনট হয়ে গেছিলাম। এমন হৃদয় ছোঁয়া..

    ReplyDelete
    Replies
    1. এ প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়, বৈজয়ন্তী।

      Delete
  5. :-)
    Gaantar link er jonne onek dhonnobaad Kuntala ... eyi prothom shunlam.

    ReplyDelete
    Replies
    1. মোস্ট ওয়েলকাম, শর্মিলা।

      Delete
  6. Ganer thekeo apnar srotar reaction ta besi valo..:D -Sunanda.

    ReplyDelete
    Replies
    1. হাহা, সেই জন্যই তো তড়িঘড়ি অবান্তরে ছাপলাম, সুনন্দা।

      Delete
  7. আমার মনে হয় অর্চিষ্মান বলেছিলেন, ""ওরে বাবা" কুন্তলা তুমি কেন বিরক্ত করবে..."

    ReplyDelete
    Replies
    1. আপনি বলার পর মনে হচ্ছে, সত্যিই 'ওরে বাবা' দিয়েই বাক্যটা শুরু হয়েছিল হয়তো। অন্তত হওয়াই স্বাভাবিক। আসলে গোটা ঘটনাটায় এমন ঘাবড়ে গিয়েছিলাম যে এক্স্যাক্ট শব্দগুলো আর খেয়াল করা হয়নি।

      Delete
  8. ki sobboneshe gaan..baire utolhaoa sobujer prachorje bekheyali ajhor brishti..ar head phone ei gaan shune emon ki aparthibo hashi eshe gelo thoter konay..dekhi lokjon ha kore takiye ache...nahhh e boro anyay!!

    ReplyDelete
    Replies
    1. গান হো তো অ্যায়সা, পারমিতা।

      Delete
  9. ganta bari giye shunbo, apatoto ghotonata pore mon diye ek chot haslam.

    Chupkotha

    ReplyDelete
    Replies
    1. আমিও খুব হেসেছি, চুপকথা।

      Delete
  10. aha ato bhalo gaan ta. miss kore gechilam.

    ReplyDelete
    Replies
    1. আমার কারেন্ট ফেভারিট গান, কুহেলি। রোজ শুনছি নিয়ম করে।

      Delete
  11. ঋক বেদ থেকে শুরু করে আজ অব্দি যত গান গয়েছে এই গানটা সবচেয়ে খারাপ -_-

    ReplyDelete
    Replies
    1. এটা কিন্তু রীতিমত কমপ্লিমেন্ট, প্রদীপ্ত। অনুপম খুশিই হবেন শুনলে।

      Delete

Post a Comment