শুনতে যতটা ভালো, কাজে ততটাও...
হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখা ইমার্সিভ অভিজ্ঞতার আশায় গলা কাটা পেপসি + পপকর্ন, সিটে নিরন্তর লাথি, আশপাশ থেকে অবিরাম ‘আই অ্যাম ইন দ্য মুভি, ক্যান আই কল ইউ লেটার?’ নো স্ট্রিং অ্যাটাচড রিলেশনশিপ হাতিও ওড়ে আর জিরাফেও গান গায়। নেশাকে পেশা করা নেশা ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়ার্কিং ফ্রম হোম আরও আধঘণ্টা ক্যান্ডি ক্রাশ খেলা থেকে আটকাচ্ছে কে? টিম ওয়ার্ক কাজ যদি বা করা যায়, টিমমেম্বারের ইগো সামলানো যায় না। (উক্ত টিমমেম্বার অনেকক্ষেত্রেই আমি। আমার টিমের মেম্বারেরা একমত হবেন।) দল বেঁধে বেড়াতে যাওয়া থিওরি প্র্যাকটিকাল সমান খারাপ। কাকাজির গোটা এক প্যাকেট (যা লে’স এর চারটে প্যাকেটের সমান) চিপস দিয়ে ডিনার সারা কী করে জানলাম জিজ্ঞাসা করবেন না। লোককে ভালো সিনেমা, ভালো বই, ভালো বেড়াতে যাওয়ার জায়গার সাজেশন দেওয়া কপাল তেমন খারাপ হলে সে আবার ফিডব্যাক দিতে আসতে পারে আপনার সাজেশন কত খারাপ ছিল। মনের কথা বলে হালকা হওয়া চুপচাপ শুনে গেলে একরকম। কিন্তু সকলে অত বুদ্ধিমান হয় না। অ্যাডভাইস দেয়। যা...