শুনতে যতটা ভালো, কাজে ততটাও...



হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখা 
ইমার্সিভ অভিজ্ঞতার আশায় গলা কাটা পেপসি + পপকর্ন, সিটে নিরন্তর লাথি, আশপাশ থেকে অবিরাম ‘আই অ্যাম ইন দ্য মুভি, ক্যান আই কল ইউ লেটার?’

নো স্ট্রিং অ্যাটাচড রিলেশনশিপ 
হাতিও ওড়ে আর জিরাফেও গান গায়। 

নেশাকে পেশা করা
নেশা ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

ওয়ার্কিং ফ্রম হোম 
আরও আধঘণ্টা ক্যান্ডি ক্রাশ খেলা থেকে আটকাচ্ছে কে?

টিম ওয়ার্ক 
কাজ যদি বা করা যায়, টিমমেম্বারের ইগো সামলানো যায় না। (উক্ত টিমমেম্বার অনেকক্ষেত্রেই আমি। আমার টিমের মেম্বারেরা একমত হবেন।)

দল বেঁধে বেড়াতে যাওয়া 
থিওরি প্র্যাকটিকাল সমান খারাপ।

কাকাজির গোটা এক প্যাকেট (যা লে’স এর চারটে প্যাকেটের সমান) চিপস দিয়ে ডিনার সারা 
কী করে জানলাম জিজ্ঞাসা করবেন না।

লোককে ভালো সিনেমা, ভালো বই, ভালো বেড়াতে যাওয়ার জায়গার সাজেশন দেওয়া 
কপাল তেমন খারাপ হলে সে আবার ফিডব্যাক দিতে আসতে পারে আপনার সাজেশন কত খারাপ ছিল।

মনের কথা বলে হালকা হওয়া 
চুপচাপ শুনে গেলে একরকম। কিন্তু সকলে অত বুদ্ধিমান হয় না। অ্যাডভাইস দেয়। যা কখনই মনের মতো হয় না। এক সপ্তাহ বাদে অন্য একজন আরও একসেট অ্যাডভাইস নিয়ে আসে। সে জানল কী করে? আরও অনেকেই জানে। নিজের সিক্রেট নিজে সামলাতে না পারলে অন্যে পারবে আশা করাই অন্যায়। সকলেরই হালকা হওয়ার দরকার আছে, সবার প্রথমে অন্যের সিক্রেট আনলোড করাই স্বাভাবিক।

প্রতিশোধ 
উদ্ধত সহকর্মীকে উচিত শিক্ষা দেওয়া। পুরোনো প্রেমিককে দেখিয়ে দেওয়া। কেউ দেখতে বসে নেই। সবার নিজের কাজ আছে। জোর করে দেখাতে গিয়ে যে পরিমাণ ব্রেন সেল এবং মানসিক শান্তি নষ্ট হবে, পড়তায় পোষাবে না। 

ক্রেডিট কার্ড 
প্রাচীন ভারতের এত আইডিয়ার আজকাল বাজার তেজি,  ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ-এর চেতাবনীটা ফ্যাশনেবল হচ্ছে না কেন কে জানে।

নববর্ষের রেজলিউশন
যা আমাকে প্রতি মাসে অবান্তরে দশটা করে পোস্ট ছাপতে, অ্যাট লিস্ট চেষ্টা করতে বাধ্য করছে। যা না হলে এই পোস্টটার দরকার হত না।



Comments

  1. baah.. darun bolechen. especially "neshake pesha kora" niye.,

    ReplyDelete
    Replies
    1. আমি ওটা মনেপ্রাণে বিশ্বাস করি, ইন্দ্রাণী।

      Delete
  2. Shobkotar shongei ekmot. Aar ekta point add korte paari:
    Schooler reunion

    ReplyDelete
    Replies
    1. আমি এটা কী করে মিস করলাম! কত উঁচু যে হাই ফাইভ দিলাম, কল্পনা করতে পারবে না।

      Delete
  3. Nesha ke pesha korata amar o tai mone hoy.. onekei to kore sunechi.. kivabe bujhina.. Dol bedhe berate jawata pochonder choto size er dol already amar ghora jaygay 2nd time hole thik ache.. ☺️

    ReplyDelete
    Replies
    1. হাহা, এই সেকেন্ড টাইমের আইডিয়াটা ভালো বলেছিস, ঊর্মি। যাতে দেখায় বিঘ্ন ঘটলেও (যা ঘটবেই) আফসোস কম হয়।

      Delete
  4. দল বেঁধে বেড়াতে যাওয়া

    theke shikhechhi kuntala,
    nijeder-o anando hoy na,
    ar jotoi adjust koro karor mon paoa jay na

    ReplyDelete
    Replies
    1. বেড়াতে গিয়ে অ্যাডজাস্ট করার কল্পনাটাই তো আমার কাছে প্রাণঘাতী, উজ্জয়িনী।

      Delete

Post a Comment