মিতা, মাসিমা আর পঞ্চাশ বছর আগের একটা চিঠি





এবারের চার নম্বর প্ল্যাটফর্মের ছোটগল্পের ছায়া জোগান দিয়েছেন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার জুলিয়া ডার্লিং, তাঁর ছোটগল্প ‘লস্ট লেটারস’-এর মাধ্যমে। গল্পটি আমি পড়িনি, বিবিসি রেডিওতে পাঠ শুনেছিলাম। 

পোস্টঅফিসে কাজ করা এক অল্পবয়সী মেয়ে, এক হারিয়ে যাওয়া চিঠি ফেরত দিতে আসে এক বৃদ্ধা মহিলাকে।

আমার গল্পেও একটা চিঠি আছে, আর দু’জন মহিলা আছেন। বলা বাহুল্য, বাংলাদেশের জলহাওয়ায় তাঁদের পরিস্থিতি, আকারপ্রকার, সমস্যা এবং সমাধান (যদি কিছু থেকে থাকে) সবই বদলেছে। আর এসেছে কিছু ছায়ার মতো চরিত্র যারা স্টেজে নামেনি কিন্তু উইংসের পাশে দাঁড়িয়ে মূল চরিত্রদের ক্রিয়াপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেছে। 

গল্পটি এদের মধ্যে কার? কীসের? জুলিয়া ডার্লিং নামকরণেই সংশয় মিটিয়ে দিয়েছেন, তাঁর গল্পটা হারিয়ে যাওয়া চিঠিটার বা চিঠিদের। আমি অতখানি নিঃসংশয় হতে পারিনি। তাই নামে তিন প্রধান চরিত্রকেই জায়গা দিয়েছি। 

জুলিয়া ডার্লিং-এর ছোটগল্প 'লস্ট লেটারস'-এর ছায়া অবলম্বনে লেখা আমার ছোটগল্প 'মিতা, মাসিমা আর পঞ্চাশ বছর আগের একটা চিঠি' বেরিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম-এর জুলাই মাসের মেল ট্রেনের গল্পের কামরায়। 


Comments

  1. Simple jinis ta niye sundor kore golpo bolecho kuntala di.. mone hocche Tumi bhalo cinemar script o likhte parbe..

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ঊর্মি।

      Delete
  2. খুব ভালো লাগলো কুন্তলা

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, দেবশ্রী।

      Delete
  3. Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  4. khub khub bhalo laglo.. likhte thakun please

    Indrani

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ, ইন্দ্রাণী।

      Delete
  5. Ei golpo ta khub bhalo likhechen. Jokhon boyesh kom thake tokhon "amra
    bikiye jai morichika-r dame" . Bhalobasa kare koi, bujhte onek somoi lage.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, ঘনাদা। ঠিক বলেছেন, ভালোবাসা দাঁতভাঙা বস্তু।

      Delete

Post a Comment