দশ



অবশেষে সেই দিন সমাগত। দিনটা নিয়ে, মিথ্যে বলব না, ভেবেছি। অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ভাবিনি, অথচ এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে একটা চাপা উত্তেজনা বরাবর ছিল বুকের ভেতর। 

এই বিশেষ পোস্টটা কি কখনও লেখার সময় আসবে? লিখতে ইচ্ছে করবে? লেখার কথা মনে থাকবে? লেখার জন্য বেঁচে থাকব তো আদৌ? 

দেখাই যাচ্ছে আছি। দিব্যি আছি, চেয়ারখানি চেপে। মোড়ায় পা তুলে, কোলে ল্যাপটপ রেখে খটাখট টাইপ করছি।

টাইপ করছি এই খবরটা যে অবান্তর আজ দশ বছরের হল। 

দশে পা নয়, দশ পূর্ণ। অবান্তরের প্রথম পোস্ট লেখার সময় যারা ক্লাস ওয়ানে যারা পড়ত, তারা এখন মাধ্যমিক দেবে। (নাকি দিয়ে দিয়েছে অলরেডি?)

অথচ আমি কিছুই টের পাচ্ছি না। নো শিহরণ, নো রোমাঞ্চ, নো গলা টনটন, কান কটকট, চোখ ছলছল, নো নাথিং। বেজায় গরমে এসি চালিয়ে বসে আছি। এত বোর হচ্ছি, এক কাপ চা শেষ করে ভাবছি পরের কাপের আগে কতখানি বিরতি ভদ্রস্থ হবে। দশ মিনিট? পনেরো মিনিট? আধ ঘণ্টা!!!!!??? ভাবছি ফাঁকা ফ্রিজ ভরতে কি নিজেরাই বেরোব, নাকি বিগ বাজার থেকে অর্ডার করার নির্লজ্জতাটা ঘটিয়েই ফেলব? আর যদি বেরোইই, পরিশ্রমের প্রতিশোধ শুধু ফুচকায় কি উশুল হবে, নাকি আলুর চপও লাগবে সঙ্গে?

বেসিক্যালি, আমার এই ভয়ানক আনইন্টারেস্টিং জীবন ভয়ানক আনইন্টারেস্টিং-ই আছে। আমি যেমন ছিলাম তেমনি আছি।  অবান্তর যেমন ছিল তেমনি আছে।

খালি একটা জিনিসই হয়েছে। অবান্তর টিঁকবে না আমার আর পাঁচটা হবির মতো পটল তুলবে সে সংশয় সমূলে ঘুচে গেছে। অদ্ভুত কিছু না ঘটলে অবান্তরের কুড়ি বছরের জন্মদিনের পোস্টও আমি লিখব। এই অবান্তরেই।

আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের প্রতি নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা, ভালোচাওয়া রইল। দ-অ-অ-শ বছর ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।


Comments

  1. Shubho jonmodin Abantor aar Kuntala aapnakeo anek abhinondon aajker dine. Kuri bocchor keno aaro anek anek bocchhor Abantor thakbe....amader jonyo..Abantor er pathokder jonyo...

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সুস্মিতা। আপনাদের মতো পাঠকরা আছেন বলেই অবান্তর আছে (আমিও আছি)।

      Delete
  2. দশ-আ প্রাপ্ত হওয়ায় অভিনন্দন। তবে এখানেই থেমে যাওয়া নয়। এই সম্পর্ক আরও অনেএএএক দিন চলবে - এই ভরসা রাখি।

    ReplyDelete
    Replies
    1. আমিও, ঋজু। আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  3. দশম বার্ষিকীর অনেক শুভেচ্ছা অবান্তর। এরকম দশ আরো আসুক,পাঠক হিসেবে এই দাবী জানিয়ে রাখলাম। :)

    ReplyDelete
    Replies
    1. আপনার মতো বন্ধু থাকলে আসতে বাধ্য, অরিজিত। থ্যাংক ইউ।

      Delete
  4. Shubho Jonmodin Abantor! Kuri bochhorer post eo ebhabhei subhechha likhbo :)

    ReplyDelete
    Replies
    1. যাক, শান্তি পেলাম। অনেক অনেক ধন্যবাদ জেনো, রণদীপ। তোমার সাজেশনে লামা কিচেন-এ গিয়ে যা ভালো লেগেছিল। আবার কবে যাব তর সইছে না।

      Delete
    2. ভারি ভালো খাবার। তেমন সুন্দর ভিউ। আর কোনও সাজেশন থাকলে দিয়ো প্লিজ।

      Delete
  5. Arre waaah!!!!.. khub bhalo laglo.. darun bhalo thakun aar onek likhte thakun.. onek onek shubheccha.

    Indrani

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইন্দ্রাণী।

      Delete
  6. জন্মদিনে শুধু দশ নয়, আরো অনেক অনেক বছরের জন্য শুভেচ্ছা জানাই |

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, অমিতা। ভালো লাগল।

      Delete
  7. Ebaba, Big Bazaar theke order korar jonno lojjito hote nei. Ami bohubar korechi, besh tatka fol sobji dey. Please ekbar try koro, tahole amar alsemi-r lojja khanik ghoche!

    10 bochor! Sugata da-r recommendation e Harrison er room er mejhete shuye shuye prothombar Abantor pore raat kabar korar smriti ta ekhono toktoke :) Erom 10 aaro hok!

    ReplyDelete
    Replies
    1. সেই, দশ বছর হয়ে গেল। শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ, সুমনা।

      আমি এত কম কাজ করি সুমনা, বাজারটাও যদি বাদ দিই তাহলে আর রক্ষা থাকবে না।

      Delete
  8. R o anek bachor erakom korei lekho Kuntala. Apekkhay thaki tomar lekhar roj.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, দেবশ্রী।

      Delete
  9. সময় পেরিয়ে চলুক অবান্তর।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  10. choto theke boro hote dekhchi .. ami bodhoy 3/4 bochor boyes theke dekhchi.. khub taratari jibone unnoti korche.. aro onek korbe.. onek bhalobasa ..

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ, ঊর্মি।

      Delete
  11. প্রথম পড়া পোস্ট - হ্যাদ্দেহোয়া। দ্য রেস্ট ইজ হিস্ট্রি।
    দশ পূর্ণ হওয়ার , এবং আরও অনেক দশ এভাবেই পূর্ণ হওয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ, অন্বেষা।

      Delete
  12. কি মজা হলো কুন্তলা দিদি অবান্তর টিকে গেলো শুনে। :D

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি, সূচনা। না টিকলে যে কী হত। নিশ্চয় টাইমপাসের অন্য রাস্তা বেরোত কিন্তু কল্পনা করতে পারি না সেগুলো কেমন হত। তার থেকে এই ভালো হয়েছে।

      Delete
  13. Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  14. অনেক অভিনন্দন দিদি।আমিই টুকটুক করে ছয় বছর অবান্তরের পাঠক। সেই ২০১৩ এর অক্টোবর থেকে

    ReplyDelete
    Replies
    1. তোমার একেবারে মাসটাও মনে আছে? বাঃ বাঃ। সত্যি, আমি লেখার দশ বছর নিয়ে লাফালাফি করছি, অবান্তরের বন্ধুরা যে এত দীর্ঘ সময় ধরে সঙ্গে আছেন সেটারও সেলিব্রেশন হওয়া দরকার। হ্যাপি ছয়, ঋতম।

      Delete
  15. অনেক অভিনন্দন অবান্তর কে...

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete
  16. অভিনন্দন অবান্তর। আর আগামীদিনের চলার জন্যে শুভেচ্ছা।
    অবান্তর ভাগ্যিস ছিল।

    ReplyDelete
    Replies
    1. তার থেকেও বড় কথা, তোমরা ভাগ্যিস ছিলে, প্রদীপ্ত। থ্যাংক ইউ।

      Delete
  17. দেরি হল, তাও না বলার থেকে বলাই ভাল। দশ বছরের জন্মদিনের অনেক অনেক শুভেচছা। দশ বছর আগের অবান্তরের জন্মের সময়ের কিছু পোস্ট এখনও মনে আছে। সেই প্রথম দুয়েকটা পোস্ট পড়েই যে আপনার ভক্ত হয়ে পড়েছিলাম, সে ভক্তি এখনও একইরকম আছে। আরও এরকম অনেক অনেক জন্মদিন আসুক, আমরা সেটাই চাই।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete

Post a Comment