কিস ফর কিসলোস্কি
যদিও ভেটেরান গল্প লিখিয়ে নই, তবু যা বুঝেছি, গল্প লেখার থেকেও শক্ত হচ্ছে গল্পের নামকরণ। আরও যেটা বুঝেছি, নামকরণের সার্থকতা রচনায় যা যা লিখতাম, আগাপাশতলা ইমপ্র্যাক্টিকাল। গাঁজাখুরি।
কী সব যেন লিখতাম? গল্পের সার্থক নামকরণ মূলতঃ পাঁচ প্রকার পদ্ধতি অনুসারে হয়ে থাকে। যথাক্রমে, চরিত্রপ্রধান, বিষয়ভিত্তিক, ব্যঞ্জনামূলক, পটভূমিকেন্দ্রিক ও আঙ্গিকনির্ভর।
(দেড় মিনিটের গুগল সার্চে পাওয়া একটা বাংলা রচনা থেকে ওপরের পাঁচটা প্রকার টুকেছি। আমার, অন গড ফাদার মাদার, পাঁচ কেন, এক প্রকারও মনে ছিল না।)
এ বারের চারনম্বর প্ল্যাটফর্মের গল্পের নাম রাখার জন্য পাঁচটার কোনওটাই মেনে চলা হয়নি। প্রথমতঃ, গল্পটা কিস বা চুমু নিয়ে নয়। দ্বিতীয়তঃ, কিসলোস্কিও মেন রোল পাননি। কিস এবং কিসলোস্কি দুজনেই আছেন, নেপথ্যে। যদি ওই সব আঙ্গিকমাঙ্গিক, ব্যঞ্জনাট্যাঞ্জনা মেনে নাম রাখতে হত তাহলে ররং রাখতে হত কর্তামশাইয়ের কেদারা। কিস ফর কিসলোস্কির থেকে ঢের বেশি সার্থক।
কিন্তু ‘কিস ফর কিসলোস্কি’ আর ‘কর্তামশাইয়ের কেদারা’, আমাকে যদি জিজ্ঞাসা করেন, কীসে আর কীসে। কাজেই নাম ‘কিস ফর কিসলোস্কি’ই রইল। চরম অসার্থক হওয়া সত্ত্বেও।
আমার লেখা ছোটগল্প 'কিস ফর কিসলোস্কি’ বেরিয়েছে জানুয়ারি মাসের চার নম্বর প্ল্যাটফর্ম ওয়েবজিনের মেলট্রেনের গল্পের কামরায়। এই রইল লিংক।
E byapare ami o ekmot … golpo likhte parina tobe ektu aadhtu kobita likhi … kintu naamkoron korte giye e dom beriye jaye. Tomar goppo porte chollum.
ReplyDeleteকবিতা লেখা গল্প লেখার থেকে শক্ত কাজেই কবিতা যখন লিখতে পার, গল্প নির্ঘাত লিখতে পারবে, শর্মিলা। নামকরণের কাঠিন্যের ব্যাপারে হাই ফাইভ।
DeleteNah parbo na. Blog e ache ekta duto fiction … ar try korini. :-)
DeleteTomar golpo ta darun bhalo legeche. Ek nisshash e pore fellam. Encore, encore. :-)
আরে থ্যাংক ইউ, শর্মিলা।
Deletedurdanto <3
ReplyDeleteথ্যাংক ইউ।
Deleteচমৎকার
ReplyDeleteথ্যাংক ইউ, প্রদীপ্ত।
Deletegolpo ta asadharan.......ar sather chhobi te khat ta durdanto
ReplyDeleteআরে তুইও খাটটা নজর করেছিস?! আমি সম্পাদককে মেইল করে লিখলাম, ছবিটা মারকাটারি বেছেছেন। গল্প ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। হ্যাপি নিউ ইয়ার, শাশ্বত।
Deleteচমৎকার গল্প।
ReplyDeleteধন্যবাদ, নালক। হ্যাপি নিউ ইয়ার।
Deletesuru thekei khub bhalo lagcchilo porte. choritro gulo ebong tader jibon khub shundor kore tule dhorechhen. eta ki moulik, naki onno kono golper abolombone?
ReplyDeleteধন্যবাদ, রাজর্ষি। এটা মৌলিক গল্প।
DeleteBhalo hoyechhe.
ReplyDeleteShubho noboborsho.
iti
Shuteertho
আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই, সুতীর্থ। খুব ভালো কাটুক সামনের বছর।
DeleteBesh bhalo lagche tomar moulik golpo porte.. onek lekho..
ReplyDeleteথ্যাংক ইউ, ঊর্মি।
DeleteOshadharon laglo Kuntala :)
ReplyDeleteerokom mishti ekta golpo bohudin porini
থ্যাংক ইউ, অরিজিত। আপনার আশ্বাস পেয়ে আমারও ভালো লাগল। আমার নববর্ষের শুভেচ্ছা জানবেন। খুব ভালো কাটুক নতুন বছর।
Deletechomotkar. aro moulik golpo lekhon please
ReplyDeleteথ্যাংক ইউ, চুপকথা। হ্যাঁ, অনুবাদ করে বোর হয়ে গেছি, কদিন বন্ধ থাক।
DeleteBah
ReplyDeleteথ্যাংক ইউ, অর্পণ।
Deletedarun darun! Sapiosexual term ta recent shikhechi, tarporei tomar golpe tar abyorthyo proyog Parthodar madhyome :) ar bhulbona definition :)
ReplyDeleteহাহা, ছোটবেলায় নতুন শব্দ শিখিয়ে বাক্যরচনা করতে দিত না? যাতে শেখা জোরদার হয়?
Deletenaamkoron r lekha dutoi swarthok hoeche :) mishti golpoti. pore kano janina mone holo, apni aloukik kichu likhle khub bhalo likhben. ekta post-card nie golpo likhechilen (somboboto anubad), ashombhob bhalo legechilo, mayabi....
ReplyDeleter apnar recent lekhati khub bhalo legeche. onyo ek pathoker bhashae "chabuk". apni erokom lekha khub kom lekhen. nirbhayar case e jedin protest hoechilo, sombhoboto oi din saptahiki likhechilen, tokhon o ek line chilo, khub altobhabe ukto poristhiti nie. politics/charpash nie aro kichu likhben? maybe golpo chole? eta mone hoe ektu barabari abdar hoe galo :)
থ্যাংক ইউ, দ্যোতনা। আমি আসলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বক্তব্য রাখায় কনফিডেন্ট নই। অনেক সময় নিজের মাথার ভেতরেও ভুল চিন্তা, ভুল দৃষ্টিভঙ্গি বাসা বেঁধে থাকে তো। কী দরকার সেগুলো সামনে এনে। যে বিষয়গুলোতে এই দোলাচলের অবকাশ নেই সেগুলো লিখতে দ্বিধা হয়, কে এসে আবার বিরুদ্ধ মত প্রকাশ করে বসবে। কনফ্রনটেশন বড় বাজে ব্যাপার। তবে গল্পের মধ্য দিয়ে মতপ্রকাশের আইডিয়াটা ভালো। আমার ধারণা, আমার মৌলিক গল্পগুলো (কিছু কিছু ভাবানুবাদও) আমার সামাজিক-রাজনৈতিক অবস্থানকে খোলাখুলি সামনে আনে। তবে পাঠকরা বেটার বলতে পারবেন, বলাই বাহুল্য।
Delete