বার বার ফিরে আসুক এমন জন্মদিন


যে গানটা আপনাদের শোনানোর এবং নিজে শোনার তালে ছিলাম সেটার ভিডিও প্রাইভেট হয়ে গেছে, কাজেই সরিয়ে নিলাম। বাকি যে ভার্শানগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর অধিকাংশ শুনলেই আনন্দের থেকে কান্না পাচ্ছে বেশি, তাই দিচ্ছি না।

মোদ্দা কথা, আহা কী আনন্দ আকাশে বাতাসে।

Comments

  1. Replies
    1. হায়েস্ট ফাইভ, দ্যোতনা। এত ফুর্তি বহুদিন হয়নি।

      Delete
  2. Kalke Hirok Rajar Deshe dekhlam anander chote. Ekkebare khaape khaap. :D

    ReplyDelete
    Replies
    1. এক্কেবারে, বিম্ববতী।

      Delete
  3. বৈজয়ন্তীMay 4, 2021 at 6:13 AM

    কত্তদিন পর আবার একদিন হেডলাইন দেখে এরকম খুশি হওয়া গেল।

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি, বৈজয়ন্তী। ব্রেকিং নিউজ যে হৃদয়ভঙ্গের বেদনা ছাড়া আর কিছু দিতে পারে আমি ভুলতে বসেছিলাম। হাই ফাইভ। সামনে থাকলে দুজনে মিলে ভাসানের নাচ নাচতে নাচতে উদযাপন করা যেত।

      Delete

Post a Comment