আমি শুনছি, আপনারাও শুনুন

 

Comments

  1. Farid Ayaz ar Abu Muhammad amar bheeshon priyo. Sokal sokal shune mon bhalo hoye galo. :)

    Oder ei rendition ta shunechho?

    https://youtu.be/SY74M6P5C88

    ReplyDelete
    Replies
    1. এই শুনছি, বিম্ববতী। বড় ভালো গান এঁরা। থ্যাংক ইউ।

      Delete
    2. অপূর্ব, অপূর্ব, বিম্ববতী। কী ভালো জিনিস শোনালে। অপূর্ব। থ্যাংক ইউ।

      Delete
  2. Uni amar jhub priyo. Onar ebong onar sathe jini perform Koren dujoner kawali khub bhalo laage.

    ReplyDelete
    Replies
    1. ভালো লাগার মতোই, সুস্মিতা।পছন্দ মিলে যাওয়ায় হাই ফাইভ।

      Delete
    2. Onader Kangana gaan ti shunben. Besh bhalo.

      Delete
    3. শুনব, শুনব, সুস্মিতা। থ্যাংক ইউ। সাজেশনে আসে ওই গানটা। আমি আসলে কানহাইয়া আর বাজুবন্দ-র লুপ ছেড়ে বেরোতে পারছি না, চাইছিও না। আর হাজারখানেক বার শুনেই অন্য গানে মন দেব 🙂

      Delete
  3. বৈজয়ন্তীDecember 25, 2021 at 12:29 PM

    কি শোনালেন দুটো গান..!! এঁদের প্রথমবার শুনলাম।
    এতো পুরো ফিশ চীজ স্টিক। বাইরে ক্রিসপি, কামড়াতেই মুখের মধ্যে পুরো গলে গেল।

    ReplyDelete
    Replies
    1. 😄😄😄 ছোটবেলায় ফিশফিংগার প্রাণের খাবার ছিল। ছোটকাকু গোলপার্কের সপ্তর্ষি হোটেলে চাকরি করতেন, গেলেই ফিশফিংগার অর্ডার করতেন। মা হাঁ হাঁ করে না না করতেন, কারণ কাকু অবভিয়াসলি টাকা দিতে দিতেন না। আর আমি আতংকিত হয়ে থাকতাম, পাছে মায়ের চাপাচাপি কাকু অর্ডার ক্যান্সেল করে দেন।

      গানগুলো প্রায় ফিশফিংগার লেভেলেরই ভালো, ঠিকই বলেছেন, বৈজয়ন্তী। কানহাইয়া-টা তো বটেই, বিম্ববতীর বাজুবন্দর ভার্শানটাও অত্যাশ্চর্য। কতবার যে শুনলাম।

      ভালো থাকবেন সবাইকে নিয়ে। বড়দিন, নতুনবছরের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পাঠালাম।

      Delete
    2. *চাপাচাপিতে

      Delete

Post a Comment