সাপ্তাহিকী




এক সুইডিশ মহিলা, এক নিও-নাৎজির মাথায় ব্যাগের বাড়ি মারছেন। শোনা যায় ভদ্রমহিলা কনসেনট্রেশন ক্যাম্প সারভাইভার ছিলেন। উনিশশো পঁচাশির ছবি। সাহসী নারীদের এ রকম ছবি আরও দেখতে চাইলে এখানে ক্লিক করুন।


Everybody does have a book in them, but in most cases that's where it should stay.
                             -Christopher Hitchens

দশ বছরেরও বেশি সময় ধরে আড়াইশোরও বেশি মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করেছেন Michelle Lyons। তাঁকে আমি হিংসে করি না।

মাল্টিটাস্কিং-এর বলিহারি বোধহয় একেই বলে। কফিও হবে, ঘুমও ভাঙবে। আমার জন্য অবশ্য কফির জায়গায় চা হলে ভালো হয়।

আমি হাই তুললেই অর্চিষ্মান হাই তোলে। আবার ও হাই তুললেই আমি হাই তুলি। কেন? বিজ্ঞানীরাই জানেন।

If your name is uncommon, you are more likely to be a delinquent.
এই সব আর্টিকেলের যে কোনও বিশ্বাসযোগ্যতা নেই সেটা ওপরের বাক্যটা থেকেই বোঝা যায়। আমি আর যাই হই, delinquent ছিলাম না কোনও দিন।

আমি আনন্দ পাওয়ার জন্য ঘুমোই, আর এরা এই করে বেড়ায়।

সুতীর্থর পাঠানো লিংক থেকে শিখে নিন, কী করে নিজের বাজনা নিজে বানিয়ে নিজেই বাজানো যায়।


গোটা উইকএন্ড ধরে একটা লেখার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, যেই না ডিরেক্টরের কাছে যাবে অমনি সাড়ে তিনখানা টাইপো বেরিয়ে পড়বে।

রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন, ইনি গিয়েছিলেন প্রায় তিরিশ বছরের জন্য। স্বেচ্ছায়।

যমুনা কিনারে মোরা গাঁও। বড় ভালো লেগেছে আমার। আপনাদের?


Comments

  1. Interesting set of links, as always! Many thanks!

    Apnar oi "The Strange & Curious Tale of the Last True Hermit" ta podte besh bhalo laaglo. Ei bhodrolok to churi-turi kore nijer pet chalachhilen. But there is an even more curious case jekhane ekta family 42 bochhorer jonyo Siberia te giye lukiye boshe chhilo, shomosto human contact theke dure. Ei family-r ar ekjon matro (konishtha konya) benche achhen jini ekhono oi Siberia-tei achhen, shomosto human contact theke dure. Apnar oi brave lady-r talika te sthan paoar jonyo definitely a strong candidate!

    Here are the links:

    http://www.smithsonianmag.com/history/for-40-years-this-russian-family-was-cut-off-from-all-human-contact-unaware-of-world-war-ii-7354256/?no-ist

    http://en.wikipedia.org/wiki/Lykov_family


    Emono hote paare je eta hoito abantor-ei podechhi, kintu case ta mone genthe giyechhilo.

    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. না না, এটা অবান্তরে পড়েননি সুতীর্থ, কী দারুণ লিংক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো টানা তিনঘণ্টা ফোনে মা বা অর্চিষ্মানের সঙ্গে কথা না বলতে পারলে কাঁদোকাঁদো হয়ে পড়ি, এরা সাইবেরিয়ায় গিয়ে কী করে বাঁচে কে জানে। অবশ্য এরা হোল ফ্যামিলি গিয়েছিল, সেটা একটা সুবিধে।

      কিন্তু আমার লিংকের ভদ্রলোককে যে পুলিশ জেলে পাঠিয়ে দিল সেটা আমার একটুও পছন্দ হয়নি। ভদ্রলোক তো টাকাপয়সা হীরেমাণিক চুরি করেননি, জীবনধারণের জন্য যা লাগে তা নিয়েছেন। কারও কোনও অসুবিধে করেননি। একে নিরীহ পেয়ে জেলে পুরে দিল আর কত ক্রিমিনাল বুক ফুলিয়ে ঘুরছে। আমার খুব মন খারাপ হয়েছে পড়ে।

      Delete

Post a Comment