কথা নেই বার্তা নেই ...



... আমার ইনবক্সে হঠাৎ এরা এসে হাজির। যাকে চিনতে পারছেন না সে হচ্ছে আমার ভাই, যার বিয়ে খেতে আমি রাঁচি গিয়েছিলাম গত বছর। 

আলোকচিত্রী নিঃসন্দেহে আমার ছোটমামা


Comments

  1. Arre arre, ki khushiii dujonei! Haasi ta kintu ekhono ek-i achhe. :)

    ReplyDelete
    Replies
    1. আমিও সেটাই ভাবছিলাম বিম্ববতী, এত আনন্দের কারণ কী। চোখের সামনে টেবিলজোড়া মামির হাতে বানানো মণ্ডামেঠাই রাখা ছিল নির্ঘাত। পোজ দেওয়া শেষ হলেই ঝাঁপিয়ে পড়ব।

      Delete
  2. Chhotobelar chhobir mojai alada. Tao bhalo tomar matha nera noy, amar to beshirvag chhobi te nera matha.

    ReplyDelete
    Replies
    1. আরে আমারও সর্বক্ষণ মাথান্যাড়া থাকত কুহেলি, এই ছবিটায় এত চুল কোত্থেকে এল সেই দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি।

      Delete
  3. Replies
    1. হাহা, শর্মিলা, ওটা আমি নিশ্চিত নিজের খাবার নিজে জোগাড় করতে না হওয়ার আরামের মিষ্টত্ব।

      Delete
  4. tomar hasita same ache.. :)

    ReplyDelete
    Replies
    1. সে থাকগে, ঊর্মি। কিন্তু নাকখানাও যে সেম রয়ে গেল, সেটাই দুঃখ।

      Delete
  5. khub bhalo.asole chelebela/meyebela jai balo,bhaloi lage smrti nie narachara..ar tomra 2 jon ei direct lens e takiye acho,besh confidence er bepar,barobelay eta kora besh shakto

    prosenjit

    ReplyDelete

Post a Comment