সাপ্তাহিকী




You cannot become a General if you [have not] been before a corporal, a sergeant, a lieutenant… So, go step by step.
                                                                                             ---Umberto Eco
কেউ ভালো থ্রিলারের প্লট খুঁজছেন?

মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। সরলরেখায়।  ক্যালেন্ডারে নয়। আকাশে। 

The name is Dee. John Dee.

সমস্যাটা সময়ের অভাবের নয়। সমস্যাটা আসলে ইচ্ছের।

যাক, এবার আরেকটু কম বিবেকদংশন নিয়ে মশা মারা যাবে।

লাঞ্চের পর কোনও কোনও দিন বেজায় ঘুম পায়। সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে যে কী হবে কে জানে।


ক্লাস নাইন টেনে পড়ার সময় জীবনবিজ্ঞান পরীক্ষায় প্র্যাকটিকাল খাতার ওপর অনেককে পেনসিল কাটার টুকরো দিয়ে ডিজাইন করতে দেখেছিলাম। এই লিংকটা দেখে মনে পড়ে গেল।

গম্ভীর লোকেরা গোয়েন্দাগল্প পড়ে জানলে আমার খুব ভালো লাগে। সুকুমার সেন যে গোয়েন্দাগল্পের অনুরাগী ছিলেন সেটা জেনে দারুণ লেগেছিল। এখন জানলাম টি এস এলিয়টও গোয়েন্দা গল্পের পোকা ছিলেন। এমনকি ভালো গোয়েন্দা গল্পের দোষগুণ নিয়ে তিনি  রীতিমতো মাথাও ঘামাতেন।


Comments

  1. You Don’t Need More Free Time: এই লিঙ্কটা পড়ে ভারী ভালো লাগলো. টাইম-বাজেটিং এর সপক্ষে খুব ভালো যুক্তি. ভেবে দেখার মত.

    ভালো থ্রিলার এর প্লট: উফ! রেস বলে একটা বই আছে, সাইফ আলী খান, কাটরিনা কাইফ ইত্যাদি-র. ঐটার কথা মনে পদে যাচ্ছিল.

    Expecto Patronum: পারফেক্ট!! আমার অন্যতম প্রিয় স্পেল গুলোর একটা. ওটার ধ্বনি-মাধুর্য্য অন্য স্পেল গুলোর থেকে বেশি বলে আমার ধারণা!

    সব মিলিয়ে একটা মিষ্টি সাপ্তাহিকী!

    ইতি
    সুতীর্থ

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুতীর্থ।

      Delete

Post a Comment