রেখেছ বাঙালি করে
ইন্টারনেটে দ্য ব্রিটিশ ট্যাগ বলে একটা ট্যাগ আছে। আমার এ মুহূর্তে মাথা মরুভূমি, তাই ওদের টুকে 'বাঙালি' ট্যাগ বানিয়ে অবান্তরে ছাপলাম।
*****
১। দিনে ক’কাপ চাঃ সাত থেকে আট।
২। চায়ের সঙ্গে খাওয়ার জন্য ফেভারিট টাঃ মারি বিস্কুট। অবশ্যই ব্রিটানিয়ার।
৩। চিরঞ্জিৎ না প্রসেনজিৎঃ চিরঞ্জিৎ
৪। ঘটি না বাঙালঃ বাঙাল
৫। প্রিয় বাঙালিঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬। পশ্চিমবঙ্গের প্রিয় বেড়ানোর জায়গাঃ যা দেখেছি তার মধ্যে বিষ্ণুপুর আর মুর্শিদাবাদ দারুণ লেগেছিল।
৭। প্রিয় বাঙালি গুণঃ আত্মবিশ্বাসের অভাব। যদিও এটা দিনে দিনে দুর্লভ হয়ে উঠছে।
৮। প্রিয় বাঙালি দোষঃ পরনিন্দা পরচর্চা। কারণ আগেও বলেছি, যার নিন্দা করা হচ্ছে তার কোনও ক্ষতি হয় না। যে করে তার মন হালকা হয়। *তবে এ জিনিস করার সময় আমি কিছু সতর্কতা অবলম্বন করি। সাধারণত এমন কারও সঙ্গে না করার চেষ্টা করি, যে অন্যের নিন্দে আমার কাছে করে। কারণ, হান্ড্রেড পার সেন্ট সে আমার নিন্দে অন্যের কাছে করবে। খুব সম্ভবত, যার নিন্দে আমার সঙ্গে করছে, তারই কাছে। দ্বিতীয়ত, চেনা কারও চর্চা করার সময় বিশ্বস্তজনের সঙ্গে ওয়ান টু ওয়ান করার চেষ্টা করি। গণ পি এন পি সি-র জন্য সেলিব্রিটিরা আছেন।
৯। বাঙালির কোন গুণটা আমার নেইঃ তর্কপ্রিয়তা
১০। বাঙালির কোন দোষটা আমার ষোলো আনা আছেঃ আলস্য
১১। সকালের লুচি না দুপুরের মাংসঃ সকালের লুচি। বেগুনভাজা আর সুজি দিয়ে।
১২। বাঙালি বিশ্বসেরাঃ মিষ্টিতে। আর নিরামিষ শুক্তো, চচ্চড়িতেও।
১৩। প্রিয় বাঙালি মিষ্টিঃ টাটকা, গরম রসগোল্লা।
১৪। কোন বাংলা শব্দের প্রতিশব্দ আর কোনও ভাষায় নেই (আমি পাইনি):
৪ এবং ৫ এর জন্য তিড়িং লাফ সহ হাই ফাইভ। হাই টেন-এও আপত্তি নেই।
ReplyDeleteতাহলে হাই টেন-ই হোক, সন্ময়।
Deleteহুঁ , নারায়ণ দেবনাথ হ'লে "স্লটাৎ " লিখতেন।
ReplyDeleteহাহাহাহা, আরও যেন কী সব ছিল না? "ওল্প্স্" "গোল্পস্"? তবে স্লটাৎ-টা একঘর, মানছি।
Deleteকাদায় পড়ে যাবার আওয়াজ ছিল গ্লুপুৎ, আর মাথায় বেলচার বাড়ি পড়ায় আওয়াজ বেরিয়েছিল ঠ্যানাৎ। কি যাতা।
ReplyDeleteকাদায় পড়লে এক্স্যাক্টলি 'গ্লুপুৎ' আওয়াজই হয়, নারায়ণ দেবনাথের আগে কারও কানে ধরা পড়েনি কেন সেটাই আশ্চর্য।
Delete4, 5,6,7,8,9,10 er jonyo high five...
ReplyDeleteবাঃ, সবই তো প্রায় মিলে গেছে, সুস্মিতা। হাই ফাইভ।
Deletedarun list.. 7 ta confusing.. eta tomar priyo gun? naki amii satire ta dhorte parlam na?abar nirlojjer moton jigyes o korlam....
ReplyDeletetabe number 8 e high five. in fact ami just realize korlam je ami ekhon r kotthao pnpc korina etotai bheetu hoye gechi je ke abar kothay leak kore daey bhoye :)- Bratati
না না, ব্রততী, একেবারেই স্যাটায়ার নয়, আজকালকার বাঙালিরা খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী, নিজের মত প্রকাশে একটুও ভয় পায় না। আমার এত সাহসী লোক দেখলে ভয় লাগে। একটু নিড়বিড়েদের সঙ্গেই আমি স্বচ্ছন্দ বোধ করি।
Deleteপি এন পি সি করতে গেলে ওই 'লিক'-এর ভয় জয় করতে হবে, কারণ লিক হবেই। কেউ আটকাতে পারবে না।
১। দিনে ক’কাপ চাঃ সাধারণত এক কাপের কম। সপ্তাহে মেরেকেটে চার কাপ।
ReplyDelete২। চায়ের সঙ্গে খাওয়ার জন্য ফেভারিট টাঃ সের'ম কিছু নেই।
৩। চিরঞ্জিৎ না প্রসেনজিৎঃ উমম, নো কমেন্টস
৪। ঘটি না বাঙালঃ বাঙাল
৫। প্রিয় বাঙালিঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৬। পশ্চিমবঙ্গের প্রিয় বেড়ানোর জায়গাঃ কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের কিছুই দেখা হয়ে ওঠে নি। একবার বোধহয় ডায়মন্ডহারবার গিয়েছিলাম।
৭। প্রিয় বাঙালি গুণঃ গড় বুদ্ধিমত্তা।
৮। প্রিয় বাঙালি দোষঃ "বাংলা শ্রেষ্ঠ এবং বাঙালি শ্রেষ্ঠ" - এই ভুল ধারণাটা।
৯। বাঙালির কোন গুণটা আমার নেইঃ গানবাজনার প্রতি সহজাত দক্ষতা।
১০। বাঙালির কোন দোষটা আমার ষোলো আনা আছেঃ আলস্য
১১। সকালের লুচি না দুপুরের মাংসঃ দুপুরের মাংস।
১২। বাঙালি বিশ্বসেরাঃ ভোজনলোলুপতা
১৩। প্রিয় বাঙালি মিষ্টিঃ পায়েস। অন্য সব জায়গার পায়েস আর দুধভাতের মধ্যে কোন তফাত নেই।
১৪। কোন বাংলা শব্দের প্রতিশব্দ আর কোনও ভাষায় নেই (আমি পাইনি): ধেই ধেই
আপনার লিস্ট পড়ে যারপরনাই খুশি হলাম, দেবাশিস। পায়েসের ব্যাপারটাও ঠিকই বলেছেন। আর আপনার শব্দটা আমি ধার নিলাম, কারণ আমার শব্দটা ভুল আর আপনার শব্দটা মচৎকার। থ্যাংক ইউ।
DeleteKeno, Hindi te नरसों lekhenna?
ReplyDeletePore computer theke arektu bishod comment korchhi.
তরশু আর নরশু দুটোই হিন্দীতে বলার চল রয়েছে। অবশ্য সারা ভারতবর্ষে হিন্দী একটি বিরল প্রজাতির সংখ্যালঘু ভাষা - এলাহাবাদ আর জবলপুর ছাড়া কোথাও বিশেষ ব্যবহার হয় না। বাংলার অবস্থাও তথৈবচ - আকাশবাণী ভবন আর শান্তিপুর সম্বল।।
Deletehttp://shabdkosh.raftaar.in/Meaning-of-%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B8%E0%A5%8B%E0%A4%82-in-Hindi
সুগত, শুভায়ন, আপনাদের দু'জনকেই ঠিক তথ্য সরবরাহের জন্য ধন্যবাদ। আমার উত্তর বদলে দিয়েছি। থ্যাংক ইউ।
Delete2,9,11 miley gechey. :)
ReplyDeleteভেরি গুড, শর্মিলা।
DeleteK, torsu kintu hindi te norso~w :)
ReplyDeleteওহ, হিন্দিটা আমার আর এ জীবনে হল না। থ্যাংক ইউ, শম্পা।
Delete14-e Ami kintu bolbo "nyakamo"
ReplyDeleteহাহাহা, অর্পণ, আমি তোমার খুব কাছাকাছি একটা শব্দ ভেবেছিলাম, "রাবীন্দ্রিক", লোকে মারবে ভেবে আর বলিনি।
Delete১। দিনে ক’কাপ চাঃ সাত-আট ও হতে পারে আবার শুন্যও হতে পারে। পুরোটাই মুডের ওপর ।
ReplyDelete২। চায়ের সঙ্গে খাওয়ার জন্য ফেভারিট টাঃ নানখাটাই, একটু করে কামড়াবো আর সব জায়গায় ঝুরঝুর করে গুঁড়ো ছড়াবে। ভাঁড়ের চায়ের আইডিয়াল পার্টনার। ।
৩। চিরঞ্জিৎ না প্রসেনজিৎঃ অজিত। পরিচিত "জিত"দের মধ্যে ওই বেস্ট।
৪। ঘটি না বাঙালঃ বাঙাল
৫। প্রিয় বাঙালিঃ এই রে অনেকেই তো আছেন। তবে নবনীতা দেবসেনকে লেখা পড়ে পড়ে খুব কাছের চেনা লোক মনে হয়।
৬। পশ্চিমবঙ্গের প্রিয় বেড়ানোর জায়গাঃ মাঠাবুরু। জীবনে প্রথম একা একা ক্যাম্পে বেড়াতে যাওয়ার জন্য। আর সান্দাকফুও দারুন লেগেছিলো।
৭। প্রিয় বাঙালি গুণঃ বই পড়ার অভ্যেস। যদিও এটাও দিনে দিনে দুর্লভ হয়ে উঠছে।
৮। প্রিয় বাঙালি দোষঃ পরনিন্দা পরচর্চা। কারণ আগেও বলেছি, যার নিন্দা করা হচ্ছে তার কোনও ক্ষতি হয় না। যে করে তার মন হালকা হয়। *তবে এ জিনিস করার সময় আমি কিছু সতর্কতা অবলম্বন করি। সাধারণত এমন কারও সঙ্গে না করার চেষ্টা করি, যে অন্যের নিন্দে আমার কাছে করে। কারণ, হান্ড্রেড পার সেন্ট সে আমার নিন্দে অন্যের কাছে করবে। খুব সম্ভবত, যার নিন্দে আমার সঙ্গে করছে, তারই কাছে। দ্বিতীয়ত, চেনা কারও চর্চা করার সময় বিশ্বস্তজনের সঙ্গে ওয়ান টু ওয়ান করার চেষ্টা করি। গণ পি এন পি সি-র জন্য সেলিব্রিটিরা আছেন। এটা একমত তাই রেখে দিলাম।
৯। বাঙালির কোন গুণটা আমার নেইঃ তর্কপ্রিয়তা
১০। বাঙালির কোন দোষটা আমার ষোলো আনা আছেঃ ল্যাদ আর দীর্ঘসূত্রিতা।
১১। সকালের লুচি না দুপুরের মাংসঃ সকালের লুচি। সাদা আলু কালোজিরে তরকারি দিয়ে। বাঙালি পাতলা ঝোল হলে চাইনা। তবে কষা মাংস হলে, লুচির পার্টনার হিসেবে ওটাই চাই.
১২। বাঙালি বিশ্বসেরাঃ মিষ্টিতে। আর নিরামিষ শুক্তো, চচ্চড়িতেও।
১৩। প্রিয় বাঙালি মিষ্টিঃ ক্ষীরকদম্ব।
১৪। কোন বাংলা শব্দের প্রতিশব্দ আর কোনও ভাষায় নেই (আমি পাইনি): ধ্যাষ্টামো
ধ্যাষ্টামোটাও দারুণ ভালো শব্দ, অন্বেষা। শব্দের খেলায় সকলেই আমার থেকে ভালো খেলেছেন দেখে একটু দুঃখ পাচ্ছি। সবক'টা পয়েন্ট যত্ন করে লেখার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগল পড়ে।
Deleteযা, যা আমার কমেন্টে অন্বেষাকে থ্যানক ইউ দিলে :(
Deleteআর অভিমান শব্দটা ভেবেছিলাম তারপর মনে পড়ে গেল, হিন্দিতে শব্দটা একই অর্থে ব্যবহার হয়.
ভেরি সরি, চুপকথা। বাড়ন্ত বয়সটা বড্ড প্রকট হয়ে পড়ছে ইদানীং। সত্যি সরি, রাগ কোরো না।
DeleteAre na na, amar o erom koto hoy.
Delete১। দিনে ক’কাপ চাঃ দুই (তার মধ্যে একটা অনেক সময়েই কফি)। ভয়ঙ্কর অনিয়ম করব মনে করলে তিন।
ReplyDelete২। চায়ের সঙ্গে খাওয়ার জন্য ফেভারিট টাঃ মারি বিস্কুট। অবশ্যই ব্রিটানিয়ার।
৩। চিরঞ্জিৎ না প্রসেনজিৎঃ প্রসেনজিৎ
৪। ঘটি না বাঙালঃ ঘটি
৫। প্রিয় বাঙালিঃ আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলার পর অন্য কারোর কথা ভাবা মুস্কিল। তবে রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায় খুব কাছাকাছি থাকবেন।
৬। পশ্চিমবঙ্গের প্রিয় বেড়ানোর জায়গাঃ আমি পশ্চিমবঙ্গে কোথাও বেড়াইনি :-( অন্তত বড় হওয়ার পরে তো নয়ই।
৭। প্রিয় বাঙালি গুণঃ সাহিত্যচর্চা। এটাও অবশ্য দিনে দিনে দুর্লভ হয়ে উঠছে।
৮। প্রিয় বাঙালি দোষঃ পরনিন্দা পরচর্চা।
৯। বাঙালির কোন গুণটা আমার নেইঃ রাজনৈতিক আলোচনা করার প্রবণতা
১০। বাঙালির কোন দোষটা আমার ষোলো আনা আছেঃ আলস্য
১১। সকালের লুচি না দুপুরের মাংসঃ সকালের লুচি। সাদা সাদা আলুচচ্চড়ি দিয়ে।
১২। বাঙালি বিশ্বসেরাঃ মিষ্টিতে। আর নিরামিষ শুক্তো, চচ্চড়িতেও।
১৩। প্রিয় বাঙালি মিষ্টিঃ নরম পাকের সন্দেশ। আসল নলেন গুড়ের হলে তো কথাই নেই ।
১৪। কোন বাংলা শব্দের প্রতিশব্দ আর কোনও ভাষায় নেই (আমি পাইনি):ন্যাকামি, অভিমান
আমি কাল সন্ধ্যেতে আসল নলেন গুড়ের + নরম পাকের সন্দেশ খেয়েছি। আজও আবার খাব। (শয়তানের হাসি)
Deleteআপনার উত্তরগুলো পড়ে খুবই ভালো লাগল, সুগত। অভিমান শব্দটাও আপনি ভালো বেছেছেন। অভিমান শব্দের অন্য মানেটা প্রথমবার (গর্ব, জাঁক) জেনে খুব অবাক হয়েছিলাম। আমি তো জানি রাগ + দুঃখ + বঞ্চনা মিলিয়ে আমার যেটা মাঝে মাঝে (ওয়েল, প্রায়ই) হয় আর যখন আমি বাড়ির লোকের সঙ্গে কথা কম বলি আর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বই খুলে বসে থাকি কিন্তু এক লাইনও পড়ি না, তখনই মা ঠাকুমা পিসি হাসাহাসি করে বলে, মেয়ের অভিমান হয়েছে।
আমার মতে অভিমানের এই মানেটাই বেস্ট। শব্দটা বাছার জন্য অনেক ধন্যবাদ।
রাজনৈতিক আলোচনার ব্যাপারটায় হায়েস্ট ফাইভ।
মুর্শিদাবাদ কবে এসেছিলে দিদি?
ReplyDeleteআমি তো মুর্শিদাবাদ বাসি।
��
ওহ, তাই নাকি? খুবই ভালো জায়গায় থাক তুমি, অনুজিৎ। আমি অনেক ছোটবেলায় মাবাবার সঙ্গে গিয়েছিলাম।
Deleteমুর্শিদাবাদ বলতে লালবাগকে বোঝায়। আমি থাকি বেলডাঙ্গায়। বহরমপুর সদর। খুব ঘিঞ্জি। কিন্তু মুর্শিদাবাদ শান্তির। আবার কখনো এদিকে এলে জানাবে দিদি। দেখা হয়ে যাবে।
Delete