বেওয়ারিস বাংলা
“আজকাল বাঙ্গালী ভাষা আমাদের মত মূর্ত্তিমান কবিদলের অনেকেরই উপজীব্য হয়েচে, বেওয়ারিস লুচীর ময়দা বা তইরি কাদা পেলে যেমন নিষ্কর্ম্মা ছেলেমাত্রেই একটা না একটা পুতুল তইরি করে খ্যালা করে, তেম্নি বেওয়ারিস বাঙ্গালী ভাষাতে অনেকে যা মনে যায় কচ্চেন; যদি এর কেও ওয়ারিশান থাক্তো, তা হলে ইস্কুলবয় ও আমাদের মত গাধাদের দ্বারা নাস্তা নাবুদ হতে পেতো না - তা হলে হয় ত এত দিন কত গ্রন্থকার ফাঁশী জেতেন, কেউ বা কয়েদ থাকতেন; …”
— হুতোম প্যাঁচার নকশা
আমি আজকেই এ ধরণের কয়েকটা লেখা পড়ছিলাম, কিন্তু ফটোগ্রাফির বিষয়ে। লোকে অত্যধিক ফটো তোলার ফলে ফটোগ্রাফির সর্বনাশ হচ্ছে সেই নিয়ে। তার দুটো উদ্ধৃত করে দিলাম।
ReplyDelete"With the daguerreotype everyone will be able to have their portrait taken-formerly it was only the prominent; and at the same time everything is being done to make us all look exactly the same-so that we shall only need one portrait." --
Soren Kierkegaard in 1854
"Pictures, even extremely poor ones, have invariably some measure of attraction. The savage knows no other way to perpetuate the history of his race; the most highly civilized has selected this method as being the most quickly and generally comprehensible. Owning, therefore, to the universal interest in pictures and the almost universal desire to produce them, the placing in the hands of the general public a means of making pictures with but little labor and requiring less knowledge has of necessity been followed by the production of millions of photographs. It is due to this fatal facility that photography as a picture-making medium has fallen into disrepute in so many quarter; and because there are few people who are not familiar with scores of inferior photographs the popular verdict finds all photographers professionals or 'fiends.'" -- Alfred Stieglitz in 1899
ইন্টারেস্টিং, সুগত।
Delete:P :P , hain hain - PB
ReplyDeleteSomokalin.seta i mojar. Ajkal abar Hindi r hubohu banganubad er chol hoyeche...Se oti sanghatik bostu
ReplyDeleteহ্যাঁ, এ সব কালেই ছিল। আমিও উক্ত "নিষ্কর্মা ছেলেমাত্রে"র মধ্যেই পড়ি।
ReplyDelete