ছুটির নোটিস
আশা করি দোল আপনারা যে যেমন চেয়েছেন তেমন করে কাটাতে পেরেছেন। জোর করে কেউ আপনাদের রং দেয়নি, যাদের সঙ্গে খেলতে চেয়েছেন তারা সানন্দে এবং সোৎসাহে আপনাদের সঙ্গে দোল খেলেছে। আমিও এ বছর দোলে খুব মজা করেছি। তিনদিনের ছুটিতে তেড়ে ঘুমিয়েছি, পাস্তা রেঁধেছি বেড়েছি খেয়েছি, পুরোনো এয়ার কুলার অবশেষে ও এল এক্স-এ বেচে হালকা হয়েছি এবং 'ষড়রিপু' নামের একটি চিত্তচমৎকারী বাংলা থ্রিলার দেখেছি।
কিন্তু সুখের দিন শেষ, এবার আমাকে পেটের দায়ে একটু ভাগলবা হতে হচ্ছে। সামনের সাতদিন অবান্তর বন্ধ থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। খুব আরাম করবেন। সোম-মঙ্গলবার নাগাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টা টা বাই বাই, আবার যেন দেখা পাই।
কিন্তু সুখের দিন শেষ, এবার আমাকে পেটের দায়ে একটু ভাগলবা হতে হচ্ছে। সামনের সাতদিন অবান্তর বন্ধ থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। খুব আরাম করবেন। সোম-মঙ্গলবার নাগাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টা টা বাই বাই, আবার যেন দেখা পাই।
Comments
Post a Comment