দিদিমার ভাবনা







উনিশশো তিরিশে প্রকাশিত অ্যামেরিকান লেখক ক্যাথরিন অ্যান পোর্টারের লেখা ছোটগল্প The Jilting of Granny Weatherall-এর ছায়া অবলম্বনে লেখা আমার ছোটগল্প ‘দিদিমার ভাবনা’ বেরিয়েছে এ সংখ্যার চার নম্বর প্ল্যাটফর্মে। ক্যাথরিন অ্যান পোর্টার পুলিৎজার এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস সহ আরও বিবিধ পুরস্কার পেয়েছিলেন। উপন্যাস, প্রবন্ধ, সংবাদধর্মী রচনা সবরকম লেখা ভীষণ ভালো লিখলেও পোর্টারের আসল কেরামতি ছিল তাঁর ছোটগল্পে।

The Jilting of Granny Weatherall ক্যাথরিন অ্যান পোর্টারের বিখ্যাততম ছোটগল্পগুলোর মধ্যে অন্যতম। এ গল্প নিয়ে সিনেমাও হয়েছে পরে। উইকিপিডিয়ায় লিখেছে ক্যাথরিন পোর্টারের লেখায় প্রতীকের ব্যবহার, পয়েন্ট অফ ভিউ-র অভিনবত্বের কথা, এ গল্পে তা ভরপুর রয়েছে।

গল্পের সম্পূর্ণটা ঘটছে একজন চরিত্রের মাথার ভেতর। স্ট্রিম অফ কনশাসনেস, কিন্তু পোর্টার সে চেতনাকে একেবারে খোলা না বইয়ে গল্পের ছাঁদে বেঁধেছেন, আমিও সেটাই অনুসরণ করেছি। যেখানে অনুসরণ করিনি তা হচ্ছে ঘটনাপ্রবাহে। আমার গল্পের দিদিমার সঙ্গে অ্যামেরিকান দিদিমা ওয়েদারঅলের জীবন মেলেনি, তাই সেই জীবনের স্মৃতিও তাঁদের ভিন্ন হয়েছে।


Comments

  1. অপূর্ব ! শুধু একটা প্রশ্ন - দিদিমা-র ছেলে ক'টি? অরূপ আর অরুণ, নকি শুধুই অরুণ ?

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, অন্বেষা। আমি জানতাম এটা গোলমাল হবে, থ্যাংক ইউ, ধরে দেওয়ার জন্য।

      Delete
  2. Khub sundor laglo lekhar dhoron ta. :)
    Arup aar Arun er confusion ta amaro holo obosso,tobe ota chhara bakita chomotkar. :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, অরিজিত।

      Delete
  3. Replies
    1. ধন্যবাদ, অনুরাধা।

      Delete
  4. Replies
    1. থ্যাংক ইউ, শর্মিলা।

      Delete
  5. khanikta lila mojumder er ekta golpo mone pore gelo :)

    ReplyDelete
    Replies
    1. ওহ, তাই বুঝি? কোন গল্প গো?

      Delete
    2. ei re amar abar golper nam mone thakena. chhoto thakuma (mini) darjeeling e berate esechhen nati puti der sathe. Ek ek kore purono kotha mone porchhey. Bikele mrs.lobo r cake ene dakte ese dekhte chhoto thakuma hasimukhe sorge gechhen ar choukathe joljol korchhey ekta ruby r dul

      Delete
    3. ওহ, আচ্ছা।

      Delete
  6. Replies
    1. থ্যাংক ইউ, প্রিয়াঙ্কা।

      Delete
  7. কমেন্ট করার সমস্যা আর নেই।

    কিন্তু এই গল্প পড়ে কিছু বলা যায় না।

    প্রার্থনা করি: তোমার কলম সোনার হোক।

    পুনঃ অরূপ আর অরুণ কিন্তু এখনো সহাবস্থান করছে। ওইটুকু ছাড়া বাকিটা খাঁটি সোনা।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ, চন্দ্রচূড়। মন ভালো হয়ে গেল। অরূপ অরুণের ব্যাপারে কী করা যায় দেখছি।

      Delete
  8. Osambhav bhalo hoyechhe, Kuntala. Bhalo thakun

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ, শিবেন্দু। ভালো লেগেছে জেনে মন খুশি হল।

      Delete
  9. apni khub bhul samoi e jonmechen Kuntala.

    ReplyDelete
  10. Anek din bade abar abantor a elam.Majhe r koek mas asa hoy ni.Ager sab kata post o parlam.Kintu etatei comment karlam.
    Galpota khub valo hoyeche.Ami ei lekhikar lekha age pori ni.Tabe apnar lekha pare enar lekha parbar iccha jege utheche.-Sunanda.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, সুনন্দা। আশা করি সব ভালো চলছে।

      Delete
  11. Besh onnorokom style e to.. bhalo laglo..

    ReplyDelete

Post a Comment