বাসাবদলের সময়



যা যা ফেলা সহজ

-বুড়ো আঙুল ছেঁড়া/ জোড়াহারা মোজা
-বুড়ো আঙুল ছেঁড়া/ জোড়াহারা গ্লাভস
-পুরোনো পাড়ার প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ট্যাক্সি সার্ভিস, হোম ডেলিভারির ফোন নম্বর লেখা চিরকুট
-সেমিনার থেকে জোগাড় হওয়া নেমকার্ড
-সেমিনার থেকে জোগাড় হওয়া ব্রশিওর, রিডিং মেটেরিয়াল, জ্যালজেলে নোটপ্যাড ও কালি-শুকোনো ইউজ অ্যান্ড থ্রো বলপেন
-বেসিক্যালি সেমিনার থেকে জোগাড় হওয়া সবকিছু
-অফিসের দেওয়ালি পার্টিতে পাওয়া সোনালি রঙের গণেশের উৎকট মূর্তি
-এক্সপায়ার্ড ওষুধ
-বাক্সভর্তি নেলপালিশ, লিপস্টিক, সুগন্ধী সাবান, আসল এবং পাছে আসলে চুল উঠে যায় সেই দুশ্চিন্তায় কেনা নকল সিঁদুর, হেয়ার লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড), ফেস লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড)। 

যা যা ফেলা সহজ নয়

-গত পাঁচ সাত দশ বছরে তোলা অন্তত তেত্রিশখানা পাসপোর্ট সাইজ ফোটো। গোমড়ার বদলে হাসি হাসি মুখে অফিশিয়াল ছবি তুলতে শুরু করার ইন্টারেস্টিং ট্রানজিশনটা মনে রাখার জন্য ছবিগুলো জরুরি।
-দাগ লাগা/ফুটো হয়ে যাওয়া মায়ের হাতে বোনা সোয়েটার।
-পার্সের ভাঁজে আটকা পড়া দশ পয়সার কয়েন।
-সেমিনারের নোটপ্যাড, পেন, রিডিং মেটেরিয়াল এবং ব্রশিওর বয়ে আনা পাটের এথনিক ফোল্ডার অথবা টোট ব্যাগ। 
-নীলসাদা লালহলুদ চেককাটা সুতির এবং তোয়ালে রুমাল, তারকেশ্বর কিংবা ব্যান্ডেল লোকাল থেকে ডজন দরে কেনা (সব মিলিয়ে আমার ষোলোটা আছে, আজ সকালে গুনলাম।)
-রবীন্দ্রনাথের মুখের স্কেচের পাশে ‘চিত্ত যেথা ভয়শূন্য’ গোটা কবিতাটা লেখা রংচটা পোস্টকার্ড, ছোটবেলার বন্ধুর দেওয়া।
-আর কখনও যাওয়া হবে কি না জানা নেই শহরের বাসের টিকিট।
-নেলপালিশ, লিপস্টিক, সুগন্ধী সাবান, আসল এবং আসলে পাছে চুল উঠে যায় দুশ্চিন্তায় কেনা নকল সিঁদুর, হেয়ার লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড), ফেস লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড) ভর্তি বাক্সের ভেতরের বিয়ের সন্ধের গন্ধটা। 


Comments

  1. Uff, last ta mokkhom dile. :)

    ReplyDelete
    Replies
    1. হাহা, বলছ? থ্যাংক ইউ।

      Delete
  2. Tai bhabi tumi ato cosmetics items kano kinecho. Jai hok. Dugga dugga.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, কুহেলি।

      Delete
  3. Notun bari te guchiye otho bhaloye bhaloye Kuntala. Notun jayegaar notun golpo r opekkhaye roilam. Onek shubheccha.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, শর্মিলা।

      Delete
  4. Replies
    1. তোর অনেক স্মৃতি আছে তিন্নি ওই বাক্সটাতে।

      Delete
  5. আপনাদের যেহেতু গোটা সংসার চলিতেছে নড়িতে-নড়িতে, তাই এত হ্যাপা। আমি গুয়াহাটি ছাড়ার সময় ৩৭ কার্টন বই, একটা টিভি, একটা ব্লু-রে প্লেয়ার, মাটিতে পেতে শোয়ার মতো একটা গদি, আর এক স্যুটকেস জামাকাপড় ছাড়া কিছুই নিইনি।

    ReplyDelete
    Replies
    1. আরে একা থাকার এই তো সুবিধে, ঋজু। আমাদের তো সর্ষের তেলের শিশিও প্লাস্টিকে পুরে মুখ বাঁধতে হচ্ছে।

      Delete
  6. "-নেলপালিশ, লিপস্টিক, সুগন্ধী সাবান, আসল এবং আসলে পাছে চুল উঠে যায় দুশ্চিন্তায় কেনা নকল সিঁদুর, হেয়ার লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড), ফেস লোশন/সিরাম/প্যাক (এক্সপায়ার্ড) ভর্তি বাক্সের ভেতরের বিয়ের সন্ধের গন্ধটা। " <3 <3

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, অন্বেষা।

      Delete
  7. Free te suggestion - Notun baritey giye kothay ki rakha hochhe serom ekta list toiri kore ota hater kachhe rakhle r olpo kota din meney cholar chesta korle, porey jinish jaygay rakhar habit o hobey r khujey pawar subidha o hobey ... maney, bolchhi r ki

    ReplyDelete
    Replies
    1. আরে থ্যাংক ইউ, অনুরাধা। খুবই কাজের সাজেশন।

      Delete
  8. ohhh ... last point ta jaa taa

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, বৈশালী।

      Delete

Post a Comment