চোদ্দ


ক্বচিৎকদাচিৎ, ন'মাসে ছ'মাসে, একজন দু'জন পাঠক বলেন অবান্তরের কুইজ ইত্যাদি ইন্টারঅ্যাক্টিভ বিভাগগুলো আবার চালু করতে। একদিক থেকে ব্লগ ব্যাপারটাই ইন্টারঅ্যাক্টিভ কারণ মন্তব্যের খোপ ইন্টারঅ্যাকশন করার জন্যই রাখা। তবে এটাও ঠিক আমি যে রকম ব্লগপোস্ট লিখি তাতে ইন্টারঅ্যাকশন শক্ত। আজ আমি তিনকাপ কফি খেলাম, এর উত্তরে কীই বা ইন্টারঅ্যাকশন সম্ভব? খেলে তো খেলে। আজ আমার সকালে উঠে মায়ের কথা মনে পড়ল। পড়ল তো পড়ল। সবারই পড়ে। যদি এমন একটা আলোচনায় নামতাম যে পার্টনার পেটালে কতদিনের মধ্যে সে পেটানির ব্যাপারটা রাষ্ট্র না করলে যাবজ্জীবন সে কথা মুখে আনার অধিকার ত্যাগ করতে হবে - পেটানি খেতে খেতে? খাওয়ার চব্বিশঘণ্টার মধ্যে? সাতদিন? একমাস? দেড়মাসের মধ্যে? - সম্ভবতঃ ইন্টারঅ্যাকশন হত। কারণ প্রথমতঃ প্রশ্নটার মাথামুণ্ডু আছে, দুই, সুনির্দিষ্ট উত্তর হয়, তিন এবং সবথেকে বড় কথা, লোকে বিষয়টা নিয়ে কেয়ার এবং মতামত দুই-ই পোষণ করে (করাই উচিত, কারণ বিষয়টা জরুরি।) আর মতামত পোষণ করলে তা প্রকাশ করতেও ইচ্ছে করে। মত মিললে ভালোই, না মিললে আরও ভালো। ইন্টারঅ্যাকশন আরও জমিয়ে হবে।

আমি একবার এক পোস্টে মারাত্মক মৃদু করে শেষের কবিতাকে গাল পেড়েছিলাম, তাতে যারা শেষের কবিতাকে গাল পাড়েন এবং যারা পাড়েন না, দু'পক্ষই এসে আসর জমিয়েছিলেন। ওটা বোধহয় আমার সর্বাধিক কমেন্ট পড়া পোস্ট। আমার বিয়ের পোস্টেও অনেক ইন্টারঅ্যাকশন হয়েছিল, তবে সেটা অন্যরকম ইন্টারঅ্যাকশন।

ইন্টারঅ্যাকশন নিয়ে এত কথা পাড়লাম যে পোস্টটার ধরতাই হিসেবে সেটাকে ইন্টারঅ্যাকটিভ পোস্ট বলা যায় কি না আমি জানি না। কারণ এ পোস্টের থেকে বেশি আত্মকেন্দ্রিক আলোচনায় অবতীর্ণ হওয়া শক্ত। নিজের সম্পর্কে নিজেই চোদ্দটা প্রশ্নের কুইজ। তবে নিজের সম্পর্কে কুইজ কি আর শুধুই নিজের সম্পর্কে কুইজ? আপনাদের সম্পর্কে কুইজও বটে। ইন্টারনেট বলছে প্রশ্নগুলো ইন্টারেস্টিং, কাজেই আপনাদের উত্তর জানার ইন্টারেস্ট নিয়ে বসলাম।

 *

১। মরার পর  সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

সমাধিফলকে লেখা তো দূর অস্ত, আমি সমাধিফলকই চাই না। হিন্দুধর্মের যে নিয়মটা আমি নিঃশর্তে, নির্বিবাদে পছন্দ করি এবং যেটা আমার সঙ্গেও ঘটানো হবে জেনে আমি হাঁফ ছেড়ে বেঁচে আছি সেটা হচ্ছে শেষটায় একেবারে ছাই করে ফেলার নিয়মটা।

২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

সমাজে কী ভাবে চলতে হয়। সিলেবাসে মানুষের সঙ্গে  কী ভাবে কথা বলতে হয়, হিপোক্রিসি, অনেস্টি, সভ্যতাভদ্রতা ইত্যাদি শব্দের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি রাখা যেতে পারে।

৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

আমার থেকে আমার শিরদাঁড়ার পরিবর্তন বলাই উচিত হবে। লোক না থাকলে আমার শিরদাঁড়া হয় এলানো নয় অনুভূমিক থাকে।

৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?

যিনি একটুর জন্য ফ্লাইট মিস করেছেন।

৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

বঁটির ব্যবহার। উল বোনা। দুটোই মা জানতেন। একটা অন্যটার থেকে বেশি ভালো জানতেন। আমি জানি না। শিখিওনি। আর কারও থেকে শেখার ইচ্ছেও নেই।

৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

যে আমি হিংসুটে। সর্বৈব মিথ্যে। আমি হিংসুটে দি গ্রেট।

৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

আমার বাচ্চা থাকলে তাকে আমি বাংলা মিডিয়ামে পড়াতাম না ইংরিজি মিডিয়ামে।

৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না

এটা আর পাচ্ছে বলা উচিত হবে না, পেয়ে গেছে, তবু। প্রাপ্তবয়স্ক বাঙালির একে অপরকে প্রথম দর্শনে 'আপনি' ছাড়া অন্য কিছু সম্বোধন। 'তুমি' তো জলভাত, ফস্‌ করে 'তুই'-ঘনিষ্ঠতাও আর অমিল নয়। আমাকেও বলেছে দু'চারজন। কিছু বলতে পারিনি বলা বাহুল্য, কিন্তু যতবার এ ঘটনা ঘটেছে ততবার মাথার ভেতর একটা লাইন উচ্চারণ করেছি। 'আমাকে তুই বললে কিন্তু তোকেও আমি তুই বলব।'

বোনাস কুইজঃ লাইনটা চিনতে পারছেন?

৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে

দুজন প্রাপ্তবয়স্ক মানুষের এঁকে অপরকে নাম, এবং শুধু নাম ধরে ডাকা। একটা লোককে দেখে সে আমার মাসি হবে না পিসেমশাই নাকি দিদি নাকি ভাইপো, ঝটিতি আন্দাজ করে তারপর তার নামের পেছনে সেই সম্পর্কের সাফিক্স বসিয়ে ডাকার যুগ যত দ্রুত ঘোচে তত ভালো।

১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

নিজেকে প্রতিক্রিয়ার ঊর্ধ্বে কী করে নিয়ে যেতে হয়।

১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

অ্যাড পছন্দ হলেই যে লাফিয়ে কিনতাম সে রকম নয়, কিন্তু প্রশ্নটা কী জানতে চাইছে সেটার মূল সুরটা বুঝে নিয়ে উত্তর দিচ্ছি। সাজগোজসংক্রান্ত, বিশেষতঃ মহিলাদের সাজগোজসংক্রান্ত, অনেক অ্যাডই মাথা চুলকোনোর উদ্রেক করে। সবথেকে গোলমাল হচ্ছে তারা যত ভালো হতে চায়, ভাবনা তত বাড়ায়। মেয়েদের মূল্য যেহেতু শুধু চামড়ার মোলায়েমত্বে নয়, পাওয়ার টেনিস খেলুন এবং লোম চেঁছে চামড়া মোলায়েম রাখুন। ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে মাখতে পণপ্রথার বিরুদ্ধে গর্জে উঠুন। একটা সাবান/ লোশনের অ্যাড দেখেছিলাম সেখানে দোকানের দুটো দরজার একটা মাথায় লেখা ছিল আই অ্যাম বিউটিফুল, অন্যটার মাথায় আই অ্যাম নট বিউটিফুল। বেসিক্যালি সোশ্যাল এক্সপেরিমেন্টের ডেটা কালেকশন চলছে যে কত শতাংশ মহিলা ভোক্তা নিজেকে কী ভাবে দেখেন বা দেখতে চান। হাঁফ ছেড়ে বেঁচেছিলাম যে ভাগ্যিস ওই সাবান/লোশন ব্যবহার করি না, না হলে দোকানে ঢোকা খুবই অসুবিধের হয়ে পড়ত। কারণ দোকানের মাথায় আই অ্যাম রিচ বা আই অ্যাম ফেমাস অপশনগুলোই ছিল না।

১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?

আমের আকৃতির, আমের গন্ধওয়ালা, আমরঙের আম সন্দেশ।

১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)

একটা বয়সের আগে পর্যন্ত আমার স্ট্যান্ডার্ড ছুঁলের ছাঁট। ন্যাড়ামুণ্ডি।

১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি? (তাঁরা বারংবার আমার মাথা ন্যাড়া করে দেওয়া সত্ত্বেও)

আমি কি আর করেছি? কপাল করেছে। যে-ই করে থাকুক ঘটনাটা যে ঘটেছে সেটা আমার বাবামাকে এ জন্মের মতো বাঁচিয়ে দিয়েছে বলে আমার ধারণা। তাঁরা সেটা মুখে স্বীকার করুন আর না-ই করুন। পার্মানেন্ট কুরুক্ষেত্র বাধার আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি।


Comments

  1. ১। মরার পর  সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

    একদম মিলে গেছে।

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

    Life is not fair. The world does not owe you anything. Deal with it. এই ব্যাপারটা আরেকটু মিষ্টি করে বোঝানো উচিত।

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

    আপনার সঙ্গে মিলে গেছে।

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?

    বৌ ছাড়া অন্য কারুর নাম বলা পলিটিক্যালি ইন্কারেক্ট। নাহলে বলতাম... না না, এসব ভাবাও পাপ।

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

    একটা ছিল সারা জীবন - গিটার বাজানো। সেটা ২০২০ তে কাটানো শুরু করেছি। ইন ফ্যাক্ট, যে কোনো রকম গান বাজনা কিছুই জানিনা আমি। অ্যানিমেশন সিনেমা বানানোর ক্ষমতা থাকলে বেশ হত।

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

    অনেকে ভাবে আমি খুব অহংকারী। আসলে অতটা নই (নিচে ১০ নম্বরের উত্তরটা এর জন্য দায়ী)।

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

    কাল্পনিক চরিত্রদের নিয়ে নানারকম তর্ক, যেমন  হাল্কের সঙ্গে সুপারম্যানের মারামারি হলে কে জিতবে, বা হ্যারি পটারের গল্পের চরিত্ররা ম্যাজিক করে চোখের পাওয়ার সারিয়ে নিতে পারে কিনা ইত্যাদি।

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না

    আপনার উত্তরটা আমারও পছন্দ। লাইনটা "অনুকূল" থেকে নেওয়া। তবে আমার যে উত্তরটা প্রথম মাথায় এসেছিল সেটা হল যে কোনওরকম ইন্টেলেকচুয়াল ব্যাপারকে নিচু চোখে দেখা, এবং যারা এরকম কাজ করতে/দেখতে/শুনতে আগ্রহী তাদের নিয়ে ঠাট্টা করা। মানে "আঁতেল" বলে ঠাট্টা করা আগেও ছিল (মানে আমিও করতাম), কিন্তু এখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি পর্যায় গেছে। কিংবা হয়ত আমি আঁতেল হয়ে গেছি বলে এখন আমার গায়ে লাগে।

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে

    অনেক কাজ করার জন্যই যে দশটা-পাঁচটা অফিসে গিয়ে বসে থাকার প্রয়োজন নেই, সেটা বুঝতে পারা। এটা অবশ্য প্যান্ডেমিক না হলে এখুনি হতোনা।

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    আর একটু সাবলীল ভাবে লোকের সঙ্গে মেশা, তাদের সঙ্গে কথা বলা। আমি রিয়েল লাইফে খুব আড়ষ্ট।

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

    এটা বলা মুশকিল। একটা মনে পড়ছে, আইফোন। মানে না দেখলেও যে কিনতাম তা নয়, তবে অ্যাডটা দেখে মনে হয়েছিল এরা দুবছর পুরোনো টেকনোলজি নতুন ইনোভেশন বলে বিজ্ঞাপন দেয় কোন সাহসে?

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?

    একবার একটা জাপানি সীফুড বুফেতে খেতে গেছিলাম বন্ধুদের সাথে। এমনিতে আমি সীফুডের ব্যাপারে বেশ অ্যাডভেঞ্চারাস, সুশি-সাশিমি খেয়ে থাকি। সেদিন সব ভাল ভাল জিনিস খাওয়া হয়ে যাওয়ার পর এক চীনা বান্ধবী এক থালা ঝিনুক এনে বলল, এটা একটা ডেলিকেসি, দারুন খেতে, সবাই খেয়ে দেখো। একটা নিলাম। সেটা প্রায় (কিংবা পুরোটাই) কাঁচা ঝিনুক, গলা দিয়ে নামছিলনা।

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? 

    আমেরিকায় আসার পর মাঝে মাঝেই হত, এদেশের সেলুনে ইলেকট্রিক ক্লিপার দিয়ে এমন চুল কাটতো যে সাইডগুলো প্রায় ন্যাড়া হয়ে যেত। সেই ছাঁটটা।

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি?

    বাবামার কোনও উপকার করেছি এমন কথা তো অনেক ভেবেও বার করতে পারলামনা। তাই হয়ত আপনার উত্তরেই সায় দেবো।

    ReplyDelete
    Replies
    1. আপনি গিটার শিখছেন, সুগত! কী যে ভালো লাগল আর খুশি হলাম শুনে। দুর্দান্ত ব্যাপার। একদিন শোনার বায়না করে রাখলাম।

      "মিষ্টি করে" বোঝানো পড়ে খুব হাসছি। অনুকূল একশোয় একশো বলা বাহুল্য আর গম্ভীর কথা শুনতে/ বুঝতে না পারার অক্ষমতা ঢাকার জন্য আঁতেল বলে উড়িয়ে দেওয়াটা একটা কমন প্র্যাকটিস। আমিও সইতে পারি না (নিজে আঁতেল না হয়েও)। এই একই জিনিস পলিসি আর অ্যাকাডেমিক্সেও হয় দেখবেন। রিসার্চাররা সহজ কথায় বোঝাতে পারছেন না, না হলে পলিসিওয়ালারা একেবারে কাজ করে উল্টে দিতেন। সে জন্য সহজ কথায় বলতে শিখতে হবে গবেষকদের, প্র্যাক্টিশনাররা তাঁদের গোমুখ্যুপনা কাটানোর জন্য গা নাড়াবেন না।

      দশটা-পাঁচটার অসারতাটা এই করোনা এসে ফাঁস করেছে, এটা একদম ঠিক বলেছেন।

      আর সাবলীলতার ব্যাপারে বলি, আপনার থেকে সাবলীল মানুষ আমি তো দেখিনি? সেটা কি গোটাটাই অনলাইনে দেখাশোনা বলে?

      Delete
    2. শেখা মানে ওই আর কি... ইউটিউব দেখে ট্যাং ট্যাং করি, বাড়ির লোকে সহ্য করে। আপনি শেয়ালকে ভাঙা বেড়া দেখাচ্ছেন, এর পর হয়তো আপনাকে দুবেলা নিজের ইউটিউব লিংক পাঠাব।আপনি আমায় সাবলীল ভাবেন সেটায় অবাক হইনি, কারণ অনলাইন আমাকে সেরকমই মনে হয়। সামনাসামনি সাবলীল হতে অনেক সময় লাগে।

      Delete
  2. Prothom baar uttor dite bhul korechhilam - tai abar elam!

    ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

    ei byapare ekdom ek mot - kono rokom jhamela thakbe na - ekkebare "dhur chhai!" :-)

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

    Bhabchhilam Hogwarts er syllabus ta follow korle bhalo hoto... kintu realistically speaking...
    1) Nijeke shothhik bhabe jana - ekta honest assessment thaka uchit. Ami je actually kotota kharap ba adoteo bhalo kina eta besh porishkar hoye jabe. Keu kichhu bolle tokhon bigyan-shommoto uttor dite parbo, "na bhai, bolle to hobe na! Ami 30% pocha kintu 15% saintly aar bakita sref paji!"
    2) Basics of everything - Ranna banna, gari/scooter/maye cycle chalano, dhor-tokta-maar-perek - ekta 101 type curriculum

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

    hahaha eliye pora, sheesh dewa, nijer mone gaan gawa (according to amar bor, ami naki kondin #tumpa namok beesh-gaantir theke kom se kom 20-25 bar "Mithun da, nachun na!" geye/bole gechhi! (ki lojja-jonok- kintu eta likheo ami abar oitai gaichhi/bolchhi!)

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?

    Janla'r pashe!

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

    Oil painting - amar khub khub khub shekhar ichhe, kintu keno jani na hoye uthchhe na. Ami motamuti sketch korte pari aar aage water colour tao motamuti partam, shegulo'o khub ekta bhalo pari na aajkal.
    Convincingly gul dewa - mane besh Ghonada level er gul aar ki!

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

    Amar shomporke lokey etto bhabe naki? Chinta'r bishoy!

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

    Bangal/Ghoti - ke better? Jani na, janteo chai na! Dui dik'i bhalo hotey pare na?
    Ottyonto frustrating aar irritating!

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না

    Pishima-marka shonabe bodhoy, kintu ei overly casual sexuality byaparta ekhono hojom hoye na...
    Arnab Goswami-marka proshno

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে

    Social distancing?

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    ye... kono montro tontro aachhe naki ektu roga howar? ba ektu lomba howar?
    Dukkher shomoy hashi pawar?

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

    Onek onek kichhu

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?

    Onek kichhu :-P

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)

    ota ekhono hoye, ekadhik bar hoye - amar ebong amar hairdresser er doshei hoye - tobe kina "ghungrale" chul bole du-din badey oi thor-bori-khara, khara-bori-thor hoye jaye!

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি?

    kichhui na - ekhono onarai amake shamle cholechhen!

    ReplyDelete
    Replies
    1. হাহা, "ধুর ছাই" টা একদম ঠিক, কেকা। জানালার পাশে বসার উত্তরটা নিচে যদিও আরও এসেছে, কিন্তু তোমারটা প্রথম পড়েছিলাম আর পড়েই আফসোস করছিলাম ইস এমন সুন্দর উত্তরটা মাথায় আসেনি কেন আমার।

      আরে ওপরে দেখলে তো সুগত গিটার শেখার ইচ্ছে পূর্ণ করতে শুরু করেছেন, তুমিও ওয়াটার কালারে ঝাঁপিয়ে পড়। বাঙাল-ঘটির তর্কটায় আমিও জানপ্রাণ দিয়ে নেমেছি অনেকবার তবে তর্কটা একেবারে অবান্তর কি না সে বিষয়ে তোমার সঙ্গে একমত নাও হতে পারি 😝

      সোশ্যাল ডিস্ট্যানসিং -এর আমিও ফ্যান।

      খেলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।

      Delete
  3. ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

    aami somadhi folok ekebarei chai na.. tobe sedin agnostic khushwant e dekhlam uni bolchen je unmakrked mass grave system hole manush saar howar kaaje asbe.. ei mati theke asha aar matitei miliye jawa byaparta aamaar ektu pochondo hoyeche

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

    ei re.. ke jaane!!.. aami toh poRechi ek jinish aar kaaj kori onyo jinish e.. mone hoy byaboharik sikkha beshi hole, theory ja sikhlam kyano sikhchi tah janle bhalo hoto

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

    oti oboshyo e shuye poRa.. tobe aami eta onyer samneo kori.. khaate shuye shuye boi poRte poRte khawa.. (eta mone hoy chuRanto osobhyota)

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?

    Janla'r pashe!

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

    likhte pari na.. etai main dukkho.. sob cheye boro dukkho

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

    jani na.

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

    ei sob liberal vs nationalist. kokhono kokhono feminism etc..

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না

    otyodhik social media, otyodhik natuke news channel (onyo kichu temon bhebe pelam na)

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে

    work from home.

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    odrishyo hoye aaRi pata.. khub nichu nojorer ambition.. kintu mone hoy solid entertaining hoto

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

    onek kichui.. beauty products definitely

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?

    Onek kichhu. bishesh kore sujir halua.. khub kharap lagto chotobelay.. khabo na bolar sahos dekhiyeo ghaaR nichu kore kheyechi doodh.

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)

    nanarokom. tobe aamake khub bother kore na eta.. class 6 e ekbar lomba mota dui binuni kete boys cut kore diyechilo maa.. taate school er peon theke headmistress obdhi bohu comments shunte hoyechilo

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি?

    nothing.. uporontu biye na kore baba maa ke oshesh dukkho diyechi.

    Indrani

    ReplyDelete
    Replies
    1. লাস্টের উত্তরটা থেকে শুরু করি, আপনি সংখ্যাগুরুর থেকে অন্যরকম একটা জীবন বেছে নিয়েছেন, ইন্দ্রাণী। আমার শ্রদ্ধা নেবেন।

      ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আমি এখনও তেমন কোনও সিদ্ধান্তে আসতে পারিনি, তবে বাধ্যতামূলক অফিস যাওয়ার ব্যাপারটা যে পরীক্ষা করে দেখার সময় এসেছে সে ব্যাপারে নিঃসংশয়।

      খাটে শুয়ে শুয়ে খেতে খেতে বই পড়া তো অন্য লেভেলের মাল্টিটাস্কিং! আমি ইম্প্রেসড। জানালার পাশে উত্তরটা নিয়েও। আমার মাথাতেই আসেনি। কিন্তু এখন মনে হচ্ছে আমিও ওটাই চাই।

      খেলতে নামার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ।

      Delete
  4. মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

    ekmot

    ReplyDelete
  5. ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?

    Kichhui noi. Samadhifolok bananor i darkar nei.

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

    Anek kichhu. Tathakothito porashonar baire je jibon aachhe seta jothesto kothin.
    Chhele-meye ubhoi kei equally barir kaaj seriously shekhano. E bishoye aami USA te jothesto asubidher sammukhin hoyechhilam. Sadyojato bachcha, amar c-section, kono boro karor uposthiti nei, dujoner kaaj....puro lyaje-gobore abastha hoyechhilo. Karon aamra dujonei barir kaaje jothesto apatu chhilam.
    Sokol prokar kaajke somman kora. Kono kaaj boro-chhoto hoina. Jekono kaaj-i sincerely korle, khatle sekhane unnoti kora sambhob.


    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

    Lyad khaoa---

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?

    Karo pashe noi. Window seat pele khub bhalo hoi.

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

    Cycling aar kono ekta Bharatiyo classical dance.

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

    Jaanina loke kirokom dharona poshon kore amar proti...

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

    Thik mone porchhe na...

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না

    Otyonto kutsit gaaligalaj er samajer mulsrote byabohar....Ebong sei byaboharkarir tarjonyo atmogorima

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে

    Nanarokom notun jeebika r uposthiti ebong tar samajer mulsrote grohonjogyota

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    Charpashe sabai jemon pro-active...orokom jodi ektu hote partam.

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

    serokom kichhu mone porchhe na.

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?

    Besh kichhu khabar. Philippines e besh koekbar oi parsthitir sammukhin hote hoyechhe.

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)

    Aami khub ekta care korini konodin.

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি?

    Kono upokar ki adou korechhi?

    ReplyDelete
    Replies
    1. ওই বাড়ির কাজ শেখানোর ব্যাপারটা ভীষণ জরুরি একটা কথা বললেন, সুস্মিতা। আমারও বেশ কিছু বেসিক ব্যাপার সামলাতে হিমশিম লাগে, যেটা হওয়া উচিত ছিল না। সবথেকে বিশ্রী ব্যাপার হচ্ছে, আমার মা ওই কাজগুলো/ ব্যালেন্সটা বাঁ হাতে করতে পারতেন, আমি কেন পারি না আজীবন মাকে দেখেও সেটা রহস্য। বা মা সব করে দিতেন বলেই কি এইরকম কুঁড়ের বাদশা হয়েছি? কে জানে।

      গালাগালিটা আরেকটা মোক্ষম পর্যবেক্ষণ। আজকাল তিন লাইন গালাগালি শূন্য কথা কেউ টানা বলতে পারলে তাকে মনে মনে আমি মেডেল দিই। ইয়ার্কি করছি না। এই ট্রেন্ডটা জাস্ট জঘন্য।

      আমি নিশ্চিত আপনি আপনার বাবামায়ের বিবিধ এবং প্রভূত উপকার করেছেন এবং আপনি যে যথেষ্ট অ্যাকটিভ, এর থেকে বেশি না হলেও যে একটুও কম পড়বে না, সে নিয়েও।

      খুব ভালো লাগল আপনার উত্তরগুলো পড়তে। থ্যাংক ইউ।

      Delete
    2. Aapnar oi barir kaaj nan janar karonta amar khetreo ek. Amader Maa ra eto expert chhilen je aamra porashona ta ektu korei one hoto tader uddhar korechhi...

      Aami pro-active noi rather aami wishful thinker...anek kichhu korar kotha bhabi kintu kaajer somoye aar sesab hoye othe na.

      Delete
  6. চমৎকার টপিক। আর ইয়ে আপনাকে এরপর থেকে কুন্তলা বলেই ডাকবো। এদ্দিন ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেননা।
    আমার উত্তর গুলোও দিই।
    ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?
    -যদি ফ্যান্টাসাইজ করতে হয় তবে সমাধিফলক এ কি লেখা থাকবে তার থেকেও গুরুত্বপূর্ণ হল কোথায় থাকবো। আমায় হয় পুড়িয়ে ছাই করে দিক সমতলে মরলে আর পাহাড়ে মরলে, রোদ পড়বে এমন কোনো জায়গায়, ফুলের আর এমনি পর্ণমোচী গাছের নীচে পুঁতে দিলে বেশ ভালো লাগবে ভাবতে।
    আসলে অত ভাবিইনা।

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত
    - যদি সত্যিই মানুষ সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করতে হয় তবে অবশ্যই অবশ্যই এই চাই সেই চাই করে না, ভালোবাসায়, মায়ায় বাঁচতে শেখানো উচিত।কিছু ভালো জিনিস ছোটবেলা থেকে এমন ভাবে ঢুকিয়ে দিক যাতে অন্যকে দেখে নিজের ভালো থাকা বিচার করে বাঁচতে না হয় তাকে।
    আর আমাদের দেশে আরেকটা জিনিস অবশ্যই শেখানো উচিত, সিভিক সেন্স। থুতু জিনিসটা অমন রাস্তাঘাটে ফেলার না।

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?
    - আপনার মতোই। শিরদাঁড়া এলিয়ে বসি, আর অদ্ভুত ভঙ্গীতে বসি বা শুই।


    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?
    - বাড়ির লোক বা ঘনিষ্ঠ বন্ধু থাকলে তার পাশেই আর একা থাকলে কারোর পাশে বসতে চাইনা।

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত
    - বুদ্ধিদীপ্ত ও স্মার্টলি ভাবে কাজ করা আর নিজের ইমোশন কন্ট্রোল রাখা।


    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়
    - কি জানি।খারাপ গুলো সবই সত্যি, ভালো গুলো(যদি থেকেও থাকে) সবই ভুল।

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি
    - সোশ্যাল মিডিয়ায় থাকা ভালো না খারাপ।

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না
    - স্বল্পস্থায়ী স্মৃতি, অদ্ভুত নির্লিপ্ততা যতদিন সোশ্যাল মিডিয়া চায় ততদিন কোনোকিছু নিয়ে কথা বলা । মানুষের কিছুতেই আর কিছু দাগ কাটে না দু চারদিন ফেসবুক/টুইটারে তর্ক করা বাদে।

    ReplyDelete
  7. যাহ পুরোটা লেখার আগেই পাব্লিশ বাটনে হাত পড়ে গেলো। যাকগে। ওইটুকুই থাক।

    ReplyDelete
    Replies
    1. কোনও অসুবিধে নেই।

      কিন্তু আমি এই কান ধরছি প্রদীপ্ত, তুমি প্লিজ ডাকাডাকি যেমন চালাচ্ছ তেমন চালাও, না হলে আমাকেও তোমাকে আপনি বলে ডাকা শুরু করতে হবে, সেটা মারাত্মক বিশ্রী ব্যাপার হবে। আমি জোশের বশে ওইরকম লিখেছি, আসলে আমি অত কিছু মাইন্ড করি না। লোকটাকে যদি পছন্দ হয় সে কী বলে ডাকছে ম্যাটার করে না। আর তোমাকে আমি দারুণ পছন্দ করি, কাজেই 'কুন্তলাদি' আর 'তুমি' দুটোই মাথায় করে রাখি।

      পাহাড়ি গাছের তলায় পুঁতে দেওয়ার আইডিয়াটা শুনতে সত্যি ভালো। থুতু না ফেলা ভারতবর্ষ আমারও স্বপ্নের দেশ। সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ তর্কটারও কোনও সমাধান নেই।

      থ্যাংক ইউ, খেলতে নামার জন্য। আর প্লিজ, তুমিতে ফেরত চল, এই আমি হাতজোড় করছি।

      Delete
    2. আহা অত খারাপ লাগাতে হবে না। তুমি থেকে আপনি চালাতে আমিই পারতাম কদিন কে জানে। এদিকে রেগুলার অবান্তরে ঢুঁ মারি, কমেন্টও করি প্রায়ই, মনে করে করে অমন করা খুবই শক্ত হতো আমার জন্যও।

      Delete
  8. Replies
    1. লেখক ঠিক চিহ্নিত করেছেন কাজেই পঞ্চাশ নম্বর পেয়েছেন। গল্পটা অনুকূল।

      Delete
  9. খুব ভালো লাগছে আপনি এতদিন পর আবার এরকম পোস্ট করছেন দেখে, এটা দেখে আপনার শেষের কবিতার পোস্ট-টাও খুঁজে বের করে পড়ে আসলাম। একমত।

    ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই-
    সমাধিফলক তো বানানো হোক চাইনা, তবে মরার পর আমার দেহ নিয়ে কি করা হবে সেটা বাড়ির লোকের উপরই ছেড়ে দিয়েছি।
    মেডিক্যাল রিসার্চের কাজেও উৎসর্গ করা যায়, তবে সে বিষয়ে বাড়ির লোকের প্রতিক্রিয়া কী হবে এখনো জানিনা।

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত-
    ইঁদুর-দৌড়ে জিতলেও সে ইঁদুরই থাকবে, কাজেই মানুষ হয়ে উঠতে আর যা যা শেখানো দরকার, সেগুলি সবই একটা স্কুলের দায়িত্বের মধ্যে পড়ে।

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়-
    নির্ভর করে, তবে বেশিরভাগ সময়েই যেটা ঘটে - ৫ মিনিটের জন্যে ঘুমিয়ে নেওয়া, বসে বসেই।

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?
    অফকোর্স জানলার পাশে, আর তার উপর যদি পাশের সিট-টা আপনার উত্তর মত হয় তবে তো আর কথাই নেই।

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত-
    সূচিকর্ম- আমি যে একেবারে জানিনা তা নয় তবে দিদার মত জানিনা।
    গান- প্রধানত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত।
    কিন্তু কোনোটাই হবেনা আর, প্রথমটা ধর্য্যে কুলোবে না আর দ্বিতীয়টা শেখার বয়স নেই আর।

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়-
    লোকের ধারণা আমি কি করে বলি? সামনে কি সত্যি করে কেউ বলবে নাকি 'তুমি খুব খারাপ' ! তবে, আমার ধারণা লোকে আমাকে অহংকারী ভাবে একটু, সেটা সম্ভবত যখন-তখন, যেখানে-সেখানে স্মল-টকে অংশগ্রহণের অক্ষমতার জন্যে।

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি-
    সেম, তবে বাচ্চার জন্যে নয়, নিজের জন্যে। স্কুলে ছোটবেলায় বাবা ভর্তি করেছিলেন, কিন্তু নিজের জ্ঞান-বুদ্ধি হওয়ার পর ভর্তি হওয়ার সুযোগ থাকলে সত্যিই বাংলা মিডিয়ামে পড়তাম কিনা।

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না-
    টুইট্যারে বাক্-বিতণ্ডা

    বোনাস কুইজঃ সবাই বলেই দিয়েছে :(

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে-
    আপনার-টাও বলা যায়, কারণ অনেক সময়ই সঠিক সম্মোধনের অভাবে ভুল কিছু সম্মোধন করে বসলে অনেকে বেশ রেগে যান। তার চেয়ে এটা আমার বেশ পছন্দ, তবে আরেকটু জনপ্রিয়তা পেলে আমি আরেকটু খুশি হতাম।
    ওহ্ আর একটা বিষয়, আমি লক্ষ্য করছিলাম, মানে আমার ভুল ধারণাও হতে পারে, তবে আমার মনে হয় আপনি এই সম্মোধনের গেরো-তেই আমার সাথে ভাববাচ্যে কথা বলেন। আপনি আমায় নির্দ্বিধায় 'তুমি' বলতে পারেন, আমি বয়সে অবান্তরের প্রায় দ্বিগুণ আর আপনার প্রায় অর্ধেক।

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম-
    যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারা, মানে আমি বলতে চাইছি অনেকটা গুপি-বাঘার মত।

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে?
    - সে অনেক কিছুই আছে, তবে মূলত এই সাজসজ্জা-জাতীয়ই।

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি-
    অনেক জায়গাতেই আমি অনেক খাবার লাফালাফি করে অর্ডার দিয়ে পরে খারাপ লাগা সত্বেও খেতে হয়েছে, বাকিদের কাছে ইমেজ বলেও তো একটা ব্যাপার আছে নাকি। অনেক ঠেকে ঠেকে এখন এক্সপেরিমেন্ট এড়িয়ে চলি।

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি-
    সে একটা বয়স অবধি ছিল- সবচেয়ে ছোট করে আগাগোড়া কেটে দেওয়া হত।

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি-
    এখনো কিছু করিনি, তবে আপনি যেটা করেছেন, ঠিক সেটা করার চেষ্টাতেই আছি।

    ReplyDelete
  10. আধিরা, ধন্যবাদ আমারই দেওয়ার কথা, কারণ এইরকম পোস্ট ফের করার সাম্প্রতিকতম অনুপ্রেরণাটা তোমার কাছ থেকেই এসেছে। ভাববাচ্য পরিহার করলাম।

    "ইঁদুর-দৌড়ে জিতলেও সে ইঁদুরই থাকবে, কাজেই মানুষ হয়ে উঠতে আর যা যা শেখানো দরকার, সেগুলি সবই একটা স্কুলের দায়িত্বের মধ্যে পড়ে।" হায়েস্ট ফাইভ।

    কিন্তু হিন্দুস্তানি মার্গসংগীত শেখার বয়স নেই-টাতে একমত হলাম না।

    খেলার অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং খেলায় অংশগ্রহণ করার জন্য তো বটেই, অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
    Replies
    1. সে যারা ভালো গান জানেন, তারা ওরকম বলেন। যাদের গান গাওয়ার প্রবল ইচ্ছে, কিন্তু গলা ছাড়লে কাক পালাবে তাদের দুঃখটা আপনি বুঝবেন না মশাই।
      আপনার গলায় একটি গান শোনার ইচ্ছেপ্রকাশ করলাম।

      Delete
    2. হাহা, আমি এখন গলা ছাড়লেও কাক পালাবে, কাজেই।

      Delete
  11. ১। মরার পর  সমাধিফলকে কী লেখা দেখতে চাই?
    Amar jonno samadhifalak hote pare etai prothom ekhon mathay elo.. tobe ekhane majhe majhe giye dekhi koto rokom somadhi.. fuler gach.. showpiece.. pathorer khelna.. sob sajano thake somadhi te.. ei shok prokasher songe bhalobasa meshano ta bhalo lage dekhte... likhe jabo dehodan korar kotha tarpor amar morar por ja khusi hok ge.. tobe dewale chobi tangiye plastic er ful er mala jeno Na jhole.. bhut hoye bhoy dekhabo...

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত

    Theory er theke practical gyan besi imporrant seta jana dorkar sob subject e.. ar jara syllabus banacche sobar age tader evaluation. tara char dewaler modhye theke boi mukhosto kore pash kora lok hole hobena...

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?

    Je ami nijer songe somoy katate besh bhaloi pari ebong bhalobasi o.


    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?
    Kothin. Je kom kotha bole.. ochena keu jodi hoy tobe akriti te roga hobe.


    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত


    Onek kichu. Khub e sohoj 2 to jinis kichudin age obdhi chilo. Bari mamarbari sober pashe pukur chilo tao Swimming janina.. jole dub dite pari.. ar cycle chalano. Hasir kotha ta holo ami ei koyek mas age cycle sikhlam.. amar chele sikhe jawar o 2 mas pore.. :D .. swimming ta hobe ki ar... :(



    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়
    Eita ami thik janina... nanarokom loker songe nanarokom bhabe mishi to.. haha..


    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি


    Ami torko korte khub pochondo kori.. ajkal seta khub limited loker modhye niye esechi.. tai sob torko korei bhaloi lage besh.. hasyokor mone porchena.. hobe hoyto college e nari purush niye kichu ..


    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না
    Tomar ta ekdom thik. Amar sobaike tui bola kimba apni uthe jawa ekkebare pochondo na. Ar social media er besi probhab.


    বোনাস কুইজঃ লাইনটা চিনতে পারছেন? Hyan kintu sobai bole diyechen.


    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে


    Besh kichu kaj online ba from home howa.


    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    Etao janina.

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে
    Ami ad dekhe kichu kine felbo bhanina usually.. ekta kotha mone porlo ei sutre.. school e amader class er ekjon ekbar ekta shampoo kine bolechilo ami omuk ad dekhe kinechi setay model er mukh dekha jeto chule eto mirror glaze hoto chule.. tar naam ta bollam na ekhane. sei dekhe koyekjon eto hesehilam.. amra tar chuler samne mukh niye giye bolechilam koi amader mukh dekha jacche na to... Shampoo ta sunsilk bodhoy ar Susmita Sen model thik mone nei..

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?
    Chotobelay hote pare onek kichu.. shishuniketan e tiffin e kichu khabona bolte partam na.. eta khub koster kaj chilo.. result e lekha thakto "শিশুর খাওয়া অপছন্দ " .. pore ekhon obdhi sob jaygay lojja bhule khete parbona bolar chesta kori.. amar khawa niye moha jhamela chotobela thekei..

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)
    Boye sevabe beraini.. ekbar ekta parlour e gechilam steps katbo bole.. asol lok chilo na.. tar assistant amar chul khabla khabla kore kisob katchilo... bujhte pere take majhpothe thamiye chokher jol chepe barite asi.. tar 10 min por ar ekta parlour e giye thik moto kete esechilam.. :)


    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি? (তাঁরা বারংবার আমার মাথা ন্যাড়া করে দেওয়া সত্ত্বেও)

    Kicchu na.. tomar motoi hobe otai thik kaj  bodhoy.. :)

    ReplyDelete
    Replies
    1. "শিশুর খাওয়া অপছন্দ" পড়ে যা হাসছি। তুই তার মানে স্কুলে শিশুনিকেতন থেকে? সাইকেল শিখেছিস জেনে মারাত্মক খুশি হলাম। সাঁতার হবে না মানে? হয়ে গেছে ধরে নিয়ে জলে নেমে পড়।

      শ্যাম্পুর গল্পটা হাসারই মতো, যদিও নামটা জানার মারাত্মক কৌতূহল হচ্ছে, তবে এখানে না লিখে ঠিকই করেছিস, মনে করে রাখলাম, পরে কোনওদিন দেখা হলে জেনে নেব।

      দেহদানের ব্যাপারটা তুই বললি, আরও দুয়েকজন বলেছেন বোধহয় ওপরে। খুবই ভালো এবং জরুরি কাজ।

      কুইজে নামার জন্য অসংখ্য থ্যাংক ইউ।

      Delete
  12. ১। মরার পর সমাধিফলকে কী লেখা দেখতে চাই?
    আমার এক বন্ধুকে বললাম টার্ম ইন্স্যুরেন্স করিয়ে রাখ। সে বলল আমি মরার পরে আমার টাকা বারভূতে খাবে তাতে আমার কি লাভ হবে।
    মরার পরে ঘটা যে কোন ব্যাপার নিয়ে আমিও এখন একই মত পোষণ করছি।

    ২। আমার মতে এমন একটা শিক্ষা যা স্কুলে শেখানো উচিত
    ছেলেদের - মেয়েদের সাথে কিভাবে মিশতে হবে। কিভাবে রেসপেক্ট দিতে হবে। Categorically। Explicitly।

    Boys স্কুলে পড়েছি তাই মেয়েদের স্কুলে কি হয় না সেটা ঠিক জানি না। জানলে বলতাম। মাইয়া এখন সবে ক্লাস 1, আরেকটু বড় হলে ব্যাপারটা পরিষ্কার হবে হয়তো।

    ৩। আশেপাশে কেউ না থাকলে আমার মধ্যে সবথেকে চোখে পড়ার মতো কী পরিবর্তন দেখা যায়?
    মাথার মধ্যে চলা গুনগুন গান রীতিমত জোরে গাইতে শুরু করা। সেই ক্লাস ফাইভে এর জন্যে গার্জেন কল হয়েছিল। তাতে জনসমক্ষে কন্ট্রোল বেড়েছে, কিন্তু পাবলিক গেলেই গলা দিয়ে সুর বেরিয়ে আসা বদলায়নি।

    পুন: আমি কিন্তু মোটেই ভালো গাইনা।

    ৪। দশঘণ্টার ফ্লাইটে কার পাশে বসতে চাই?
    মাইয়া ছাড়া আর কারুর কথা ভাবতেই পারিনা। সে থাকলে আর কিছু লাগার কথা মাথাতেই আসবে না।

    ধরেই নিচ্ছি খাবার দাবার দেবে সময়মত। পেটে টান পড়লে দুজনেরই মুশকিল।

    ৫। দুটো কেরামতি যা আমার জানা নেই বলে আমি দুঃখিত

    খুব অন্যায় জানেন তো। ভারতবর্ষের মত পুরুষতান্ত্রিক এবং ক্রিকেটপ্রিয় দেশে ক্রিকেট সহ্য করতে না পারা। খেলতে তো পারিই না, কেউ দেখলেও মাথায় পোকার কিলবিলিয়ে ওঠে।

    ভদ্রতা করে চুপ থাকাটা দুনবরেই আছে। এবার দুটো মিলিয়ে নিলে আপনি বুঝবেন সমস্যা কি গভীর।

    ৬। আমার সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা যেটা সত্যি নয়

    আমি অভদ্র। ঠোঁটকাটা।
    দোষের মধ্যে এই যে আমি প্রিয়াপ্রিয় নির্বিশেষে সত্যি বলতে ভালোবাসি।

    ৭। জীবনে হাস্যকরতম/ অর্থহীনতম/অবান্তরতম তর্ক যাতে একাধিকবার ভিড়েছি

    আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি না।

    ৮। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না
    তান্ডব নিয়ে তান্ডব এবং এই জাতীয় গোলমাল।

    ৯। যা ক্রমশঃ সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে
    সাধারণ মানুষের পয়সা খরচ করে পরিবেশ বাঁচানোর চেষ্টা। EV, Solar, Cycle এইসব।

    ১০। যে ম্যাজিকটা জানলে খুশি হতাম

    আমার অভদ্রতা, থুড়ি সত্যবাদিতায় যারা খচে যায় তাদের interaction টা ভুলিয়ে দেয়া। ভাগ্যিস জানি না, wand ঘোরাতে ঘোরাতে হাত খুলে আসতো।

    ১১। এমন একটা অ্যাড যা আমাকে বস্তুটি কেনা থেকে বিরত করেছে

    বাহ্যিক সৌন্দর্য্য বর্ধক যা কিছু সব এতে পড়বে।

    ১২। স্রেফ "খাব না" বলে ওঠার সাহস দেখাতে পারিনি বলে সবথেকে খারাপ জিনিস কী খেয়েছি?
    নিজে রান্না করি, তাই রাঁধুনির সম্মান রাখতে যে কোন জিনিস পরিবেশন হলে আমি সেটা চেখে দেখি। খারাপ লাগলে খাবো না বলতে আমার বাধেনি। আমার রান্না লোকে খারাপ বললে আমার খারাপ লাগেনা। শ্বাশুড়ি মা বিয়ের পরে প্রথমবার খাওয়াতে বসে চমৎকৃত হয়েছিলেন। সে গপ্পটা আরেকদিন হবে।

    ১৩। সবথেকে খারাপ চুলের ছাঁট কী বয়ে বেড়িয়েছি? (এটার প্রতিবাদ করার সাহস দেখিয়ে লাভ হত না)

    ওই বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি। ক্লাস 11 থেকে লোকে আমায় ভয় দেখাচ্ছে, "যা টাক পড়ে গেল।" তখন বলতাম "What goes of your father?" আমি বাংলায় বলতাম, এটা এভাবেআমার এক প্রফেসর বলতেন। এখন আর কেউ কিছু বলেনা। সামনে থেকে দেখলে টাক এখনো পড়েনি। তাই নরসুন্দরকে এখনো আমার প্রথম এবং শেষ instruction থাকে "ছোটা কর দো"। ঠিক যেমন ছোটবেলায় আমার দাদু (বাংলায়) বলতেন।

    ১৪। বাবামা-র সবথেকে বড় উপকার কী করেছি? (তাঁরা কখনো আমার মাথা ন্যাড়া না করে দেওয়া সত্ত্বেও)

    বাড়ির মধ্যে একজন নির্লজ্জ সত্যবাদী থাকলে আশেপাশে সবার উপকার হয়। তবে গরিবের কথা, বাসী না হলে তো হয়না। বহুবার শুনেছি, "ঠিকই বলেছিলি......"
    বাবামার আলাদা করে উপকার কিছু করেছি বলে জানা নেই। মেয়েকে তাঁরা 'সুদ' বলেন আর সঙ্গলাভে খুব আনন্দ পান। তখন আমার ঠাকুমার কথা মনে পড়ে, আর আমিও আনন্দ পাই। এই আনন্দের দেয়ানেয়াটুকু ছাড়া কারুর উপকার করার আমাদের সাধ্য কি!?


    ReplyDelete
    Replies
    1. আপনার বন্ধুর এবং এখন আপনারও, মৃত্যুপরবর্তী দর্শনটা কিন্তু ভেবে দেখার মতো। ওভাবেই ভাবা উচিত বলে আমারও মনে হয় কিন্তু অধিকাংশ উচিত কাজের মতো এটাও আমি করে উঠতে পারি না। জোরে গান গেয়ে ফেলে গার্জেন কলের ব্যাপারটা পড়ে হাসছি। খুবই অন্যায় কারণে গার্জেন কল।

      আপনি পরিবেশ সচেতনতার কথা বললেন দেখে ভালো লাগল। এটা এখনও এত মারাত্মক রকমের কম, দেশে বিদেশে, পৃথিবীর সর্বত্র, ভাবা যায় না। এবং এই যে ব্যক্তিগত স্তরে সচেতনতার বিষয়টা তুললেন, তাতে আরও ভালো লাগল। প্রচুর সচেতন লোক দেখেছি, নিজের সুবিধের জন্য তিন নম্বর গাড়িটা কিনে এনে কর্পোরেটদের ক্লাইমেট সচেতনতা বাড়ানোর দাবিতে সোচ্চার।

      আপনার অপ্রিয় সত্যবাদিতার চরিত্রকে শ্রদ্ধা করি। কারণ বেশিরভাগ লোক আমার মতো হয়। নিজে সত্যি এড়িয়ে চলে এবং যারা সত্যি বলে তাদের ভয় পায়। আর সর্বক্ষণ ভয় পেয়ে থাকাটা যেহেতু অস্বস্তিজনক, ক্রমে ব্যাপারটা অপছন্দে পর্যবসিত হয়। আর আমার ধারণা নিজেকে অন্যের কাছে পছন্দসই করে তোলা এবং রাখার আকাঙ্ক্ষাটা প্রায় নাওয়াখাওয়া যৌনাচারের মতোই বেসিক। এটা যাঁরা অতিক্রম করতে পারেন তাঁরা নিঃসন্দেহে অন্যরকম।

      Delete

Post a Comment