২০২১ -এর পড়া/ না-পড়া


ঋণস্বীকারঃ বুকটিউবে ঘুরতে থাকা বর্ষশেষের বিবিধ ট্যাগ।


ক’টা বই পড়েছেন?

পনেরোটা। হাসিরই ব্যাপার, কান্নারও হতে পারে প্রব্যাবলি। তবে মাসে একটার বেশি যে পড়েছি তাতেই আমি ধন্য। কম পড়লেও, এ বছরের পড়া নিয়ে বেশি দুঃখিত হতে পারছি না, কারণ নিচে বলছি।


এমন কোনও বই ধরেছেন যা শেষ করেননি বলে আফসোস আছে এবং পরের বছর নির্ঘাত শেষ করবেন?

অগুন্তি। কত ভালো ভালো বই যে মন বসাতে পারিনি বলে ফেলে রেখেছি। দুটোর কথা মনে পড়ছে বিশেষ করে। এক, জর্জ সন্ডার্সের “A Swim in a Pond in the Rain: In Which Four Russians Give a Master Class on Writing, Reading, and Life” আর Tove Ditlevsen-এর তিন পর্বের আত্মজীবনী, ‘দ্য কোপেনহেগেন ট্রিলজিঃ চাইল্ডহুড, ইউথ, ডিপেন্ডেন্সি’। 

(প্রথম বইটার নাম অবিশ্বাস্য রকম দীর্ঘ বলে রোম্যান হরফে লিখলাম, অতগুলো শব্দ বাংরেজিতে পড়তে অসুবিধে হতে পারে ভেবে, আর দ্বিতীয় লেখকের নামের উচ্চারণ নিয়ে ঝামেলায় পড়ব বলে রোম্যান হরফ বাছলাম। এত কথা বললাম পাছে আপনাদের কেউ ভেবে বসেন যে কুন্তলা কিছুমাত্র না ভেবে যখন ইচ্ছে যেমন হরফে লিখে গেছে।)


দীর্ঘতম কী বই পড়েছেন এবং কোন বইয়ের পেছনে দীর্ঘতম সময় ব্যয় করেছেন?

দুটো একই বই। রবার্ট গ্যালব্রেথের স্ট্রাইক সিরিজের পঞ্চম উপন্যাস ট্রাবলড ব্লাড। ন’শোর ওপর পাতার বই, দিন কুড়ি লেগেছিল।


স্বস্তিসীমার বাইরে পড়া বই?

নরক সংকেত। থ্রিলারও পোষায় না, ঐতিহাসিকও না। নরক সংকেত, ঐতিহাসিক পটভূমিকায় বাঁধা থ্রিলার। পরিণতি যা হওয়ার হয়েছে। আরও অনেক কারণ আছে পরিণতির, কিন্তু এ দুটোও ম্যাটার করেছে নির্ঘাত।


ক’টা বই পুনর্পাঠ করেছেন??

একটাও না।


এ বছর পড়া এমন একটা নতুন বই, যা পুনর্পাঠ করবেন।?

অ্যানি আর্নোর সিম্পল প্যাশন।


প্রিয়তম ছোট গল্প বা নভেলা?

ছোট গল্প তো মনে নেই। অধিকাংশই ওয়েবজিনে পড়েছি, যেগুলো গুনিনি, বাই দ্য ওয়ে। সিম্পল প্যাশন মোটে আশি না কত পাতার বই, কাজেই নির্ঘাত নভেলা, কাজেই সিম্পল প্যাশন আমার এ বছরের প্রিয়তম নভেলা।

এ বছর পড়া আরও একটা ছোট বই, উপন্যাস/নাসিকা বলতে পারব না, আমাকে যাকে বলে ভাবিয়েছে, তা হল জ্যোতিরিন্দ্র নন্দীর ‘মীরার দুপুর’। বইটা নিয়ে বিস্তারে লেখার ইচ্ছে আছে।


মাস অ্যাপিলওয়ালা এমন কী বই পড়েছেন যা সবাইকে পড়তে উদ্বুদ্ধ করবেন।?

মাস টাস গোলমেলে শব্দ, শুনলেই সবাই লাফিয়ে ধরে নেবে ক্লাস নয় নির্ঘাত। হাস্যকর, কিন্তু বাস্তব। সায়ম বন্দ্যোপাধ্যায়ের পুরাণপুরুষ প্রাইজটাইজ পেয়ে ক্লাস প্রমাণ করেছে কাজেই সায়ম চটবেন না ধরে নিয়ে ওই বইটা পড়তে বলব মাসকে। তাঁরা মাস বলে নয়, বইটা ক্লাস বলে।


একটা ভালোলাগা বই, যা সবাইকে পড়তে বলার আগে মাথা চুলকোবেন?

মাথা চুলকোব না, কারণ অলরেডি সবাইকে হেঁকেডেকে বলে ফেলেছি বইটা পড়ার কথা। কিন্তু খেলতে নেমেছি যখন তখন নিয়ম মেনে বলছি যে ফরাসি লেখক অ্যানি আর্নোর সিম্পল প্যাশন পড়তে বলার আগে দু'বার ভাবলেও ভাবা যেতে পারত। এক, বইয়ের ঘরানা পরিচিতিতে বড় বড় করে লেখা আছে, রোম্যান্স নভেল। শুনে কিছু লোক ছিটকে গেলেও যেতে পারেন (আমিই যেতাম হয়তো, যদি আগে পরিচিতি পড়া থাকত)। এই গোত্রবিচার যাঁরা করেছেন তাঁরা নির্ঘাত রোম্যান্স বানান জানেন না। রোম্যান্সের র নেই এ বইতে। আছে রগরগে, দগদগে সত্যি। আছে প্রেমের অবসেশন, আত্মবিস্মৃতি এবং সবশেষে হাতে পেন্সিল। যা হয়ে থাকে আরকি। 


এ বছরের পড়ার খারাপ ব্যাপার কী?

পড়িনি, সেটা। এমন নয় যে একটা বই নিয়ে ঘেঁতিয়েছি। দীর্ঘ সময় কিছু না পড়ে থেকেছি। বোকামো হয়েছে। পড়লে এক, পড়া হত। দুই, ওই সময়ে নষ্টামো কম হত।


ভালো ব্যাপার?

এ বছর পড়া পনেরোটার মধ্যে ছ’টাই নতুন পড়া বাংলা বই। এ ঘটনা শেষ ছ’বছরে ঘটেনি। তাছাড়াও এ বছর পড়া বেশ কয়েকটা বই সারাজীবনের মতো প্রিয় বা মনে রাখা বইয়ের তালিকায় ঢুকে গেছে বলেই আমার বিশ্বাস।


২০২২ -এর পড়াসংক্রান্ত রেজলিউশন?

পনেরোটার বেশি বই পড়ব। ছ’টার বেশি বাংলা বই পড়ব। টানা অনেকদিন না পড়ে থাকব না। চেষ্টা করব রোজ পড়ার।


Comments

  1. Prothomei notun bochhorer subhechchha janai apnake ebong apnar paribar ke.

    Apnar proshno-uttor dekhe amar ektu monta kharap hoye gelo. Amar joto din jachche kaajer baire onno bhalo boi porar proti concentration ektu kome jachche. Recently ekta boi kinlam Memoirs of Dr haimoboti Sen. Unobingsho shotoker mohilader abasthan samporke khub sundar ekti dalil. Kintu beshi mon diye porte parchhi na. Ashakori ei samasya amar dur hobe.
    Aapni bhalo thakun. Aaro boi porun. Bhalo boi er sandhan din amader.

    ReplyDelete
    Replies
    1. নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার দিক থেকেও, সুস্মিতা। সবাই মিলে খুব ভালো থাকুন গোটা বছর এবং জীবন জুড়ে।

      বইপড়ার ধৈর্য, ক্ষমতা, আমারও হুড়হুড়িয়ে কমেছে। ও নিয়ে ভাববেন না। উপদেশ দিচ্ছি, রাগ করবেন না, কিন্তু একটা ব্যাপার করে দেখতে পারেন। এমন বই পড়ুন যেগুলো আগে পড়তে ভালো লেগেছিল। ট্রায়েড অ্যান্ড টেস্টেড। কী পড়তে ভালো লাগবে সেটা আন্দাজ করে পড়তে না বসে। আমার এটা ঘটে বলে বললাম। আমার সামহাউ ধারণা আছে যে আমার কী ভালো লাগা উচিত। তারপর সেই রকমের বই নিয়ে বসে ৫০ শতাংশ কেসে খারাপ লাগে, বা নাতিশীতোষ্ণ।

      আপনার ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে এই টোটকা। তবু বললাম। আবারও অনেক শুভেচ্ছা ভালোলাগা ভালোবাসা। এখনও মজা লাগে ভেবে কতবছর আগে আপনার সঙ্গে মুখোমুখি দেখা হয়েছিল কয়েক ঘণ্টার জন্য, তারপর অদেখায় কত ঘনিষ্ঠ হয়েছি দুজনে।

      Delete
    2. Apnar boi pora niye suggestion ta mone rakhbo. Tabe je boitir kotha bollam boiti porar proti akorshon amar kom nei. ektana boste parchhi na. Chena boi, bhalolagar boi abar kore porte amar khubb bhalolaage ebong sei niye amai barite kotha o shunte hoi. Eti cinema ba TV show, OTT series er khetreo projojyo. Ek jinis barbar pori ba dekhi.

      Aar satti kotobochhor aager ek sandhyete koek ghantar alaap. Kibhabe ghurte ghurte je aapnar blog porte esechhilam seta aar ekhon mone nei. Kintu adekhai koto alapcharita hoyechhe. Beshirbhag bishoyei sohomot poshon korechhi. AApni Abantar lekha chaliye jan. Erokom adekha bondhutto boro mulyoban.

      Delete
    3. ভীষণ, ভীষণ মূল্যবান, সুস্মিতা। ধরাছোঁয়ার আলাপের থেকে কম না। অন্যরকম; কম না।

      ভালোলাগা বই/সিরিজ/টিভিতে ফিরে যাওয়ার আপনার সুঅভ্যেসটা জীবনে গ্রহণ করার করব। সর্বদাই নতুন শিকারের সন্ধানে থাকার বিশ্রী অভ্যেসটা কমিয়ে।

      আর আপনি কিছু মনে করবেন না, প্লিজ। আমার মন্তব্য পড়ে মনে হচ্ছে হয়তো যে Memoirs of Dr haimoboti Sen বইটাক আপনার অ-ভালোলাগার প্রতিপন্ন করতে চাইছি, একেবারেই সে রকম নয়। অন গড ফাদার মাদার। আমারই আগ্রহ জাগছে বইটার কথা জেনে। হয়তো পড়বও জোগাড় করে।

      Delete
  2. Happy New Year Kuntala.. Khub bhalo thakben..

    Aami goto bochor - count hisebe prochur boi poRechi.. 145... nijeri hasi pacche..

    prochur re-read korechi.. storytel e onek bangla boi er audio khub bhalobese shunechi..

    Copenhagen trilogy ta poRechi.. kono ekta mid year challenge er part chilo.. bhalo legechilo.. unfortunately khub bhalo kore mone poRche na..

    Chronicle of a Corpse Bearer
    Travels with Charley: In Search of America
    ভেবলির ডায়রি
    Jungle Nama: A Story of the Sunderban
    Zakir Hussain: A Life in Music
    The Power of One
    Hamnet
    Truck de India!: A Hitchhiker's Guide to Hindustan
    Project Hail Mary
    The Invention of Hugo Cabret
    Gratitude
    বিন্দুবিসর্গ
    The Hiding Place: The Triumphant True Story of Corrie Ten Boom
    জলতরঙ্গ

    ei boigulo khub bhalo legeche.. konotai difficult read noy.. aapni nishchoi onekguloi already poRechen

    khub bhalo thakben

    Indrani

    ReplyDelete
    Replies
    1. হ্যাপি নিউ ইয়াআআআআআর, ইন্দ্রাণী!

      করেছেন কী???? ১৪৫!!!! এই টুপি খুলে কোমর ঝোঁকালাম। ইয়ার্কি নয়, সত্যিই খুবই ইম্প্রেসিভ। আপনার পড়া ভালোলাগা বইয়ের লিস্টের কিছু পড়া, কিছু অপড়া। অপড়াগুলো পড়ার সন্ধানে থাকব।

      আপনিও ভীষণ ভালো থাকুন, অনেক বই পড়ুন নতুন বছরে।

      Delete
  3. Ei post tay ki moja pelam prothomei..Tomar bideshi boi pora niye post gulo besir bhag ami lekhok ba boi konotar e naam age sune thakina.. khub kom.. ebar Tove Ditlevsen dekhe moja pelam, pora na holeo boi er naam , author er somporke songkhipto tika emonki naam er uccharon tao motamuti jani.. haha.. ami bodhoy 5 ta notun porlam including narak sangket, tar modhye ekta bacchader :P ar 2 to half .. ki khillir porjaye niye gechi boi pora ta .. Happy new year.. khub bhalo theko.

    ReplyDelete
    Replies
    1. তুইও লটবহর, লোকলস্কর নিয়ে খুব, খুব ভালো থাকিস, ঊর্মি। অনেক ভালোবাসা আর আদর আর কোলাকুলি নিস। ডিটলেভসন বোধহয় তোদের ওদিককারই লোক, না?

      একটা বিষয়ে ঝাণ্ডা উড়িয়ে তোর বিপক্ষে, বই পড়া ইজ নেভার খিল্লি। যা খুশি পড়বি, বুক ফুলিয়ে পড়বি।

      খুব ভালো থাকিস। বছরভর কথা হবে তোর সঙ্গে।

      Delete
  4. নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো। বই পড়া অনেক কমে গেছে , তবে এমন নয় যে আমার কাছে গল্পের বই নেই । তবে বেশ কিছু জায়গা ঘুরেছি, সেগুলোর ভিডিও-লগ নিয়েই একটু পড়েছিলাম । ইউটুবে আপলোড করলে অবশ্যই জানাবো ।

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয় নিশ্চয়, হংসরাজ। আমি খুবই আগ্রহ নিয়ে রইলাম। নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা পাঠালাম।

      Delete
    2. শেষ পর্যন্ত কাজটা শেষ করেছি , অন্তত প্রথম অংশটা । লিংক দিলাম, সময় করে একটু...

      https://youtu.be/gBiNC_Wjz3E

      Delete
    3. আরে দারুণ হয়েছে, হংসরাজ। খুব ভালো লাগল দেখতে লখনৌএর রাস্তাঘাট, খাবারদাবার। চ্যানেলটা নজরে রাখব এবার থেকে ঠিক। থ্যাংক ইউ।

      Delete
    4. আরো ভালো করার চেষ্টা করবো লখনৌ এর পরে অন্য জায়গা গুলো । :-)

      Delete
    5. অলরেডি খুব ভালো হয়েছে, সত্যিই।

      Delete
  5. https://www.amazon.in/SATYAJIT-SAKSHATKAR-Collection-Interviews-Sakkhatkar/dp/8183746195/ref=asc_df_8183746195/?tag=googleshopdes-21&linkCode=df0&hvadid=396986961279&hvpos=&hvnetw=g&hvrand=5661105875849620215&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=c&hvdvcmdl=&hvlocint=20464&hvlocphy=9302184&hvtargid=pla-872395814340&psc=1&ext_vrnc=hi

    Kuntala ei boi ta ki aapnaar already poRa hoye geche.. aami aaj e abishkar korlam boita.. order korchi

    Indrani

    ReplyDelete
    Replies
    1. আরে এ তো চমৎকার বই, ইন্দ্রাণী। একেবারেই পড়া নেই। আমিও করছি অর্ডার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete
  6. খুব পছন্দের তোমার বছর শেষের বই পড়া না পড়ার হিসেব।
    সিম্পল প্যাশন অ্যাড করে ফেললাম audible এ - ধন্যবাদ!
    পড়া বই আবার পড়া এ বছর আমারও একটা বড় পাওয়া।
    লিস্ট এ আছে - দেখি নাই ফিরে , মাধুকরী, গান্ধর্বী , এবং নারায়ণ সান্যালের কিছু উপন্যাস। বড্ডো ভালো লাগলো ফিরে পড়তে সবগুলোই।
    নতুন জনরে এবং অপ্রত্যাশিত ভাবে ভালো লাগলো - Klara and the Sun - ইশিগুরোর উপন্যাস। এছাড়া ওবামার লিস্ট অনুয়ায়ী Damon Galgut এর টি Promise - সাউথ আফ্রিকায় বর্ণবিদ্বেষ ও ম্যান্ডেলা পরবর্তী সময়ের পটভূমিকায়।

    goodreads এ গিয়ে দেখলাম , ২০ টা মতো বই পড়েছি, তুমি লিখলে বলে year এন্ড রিভিউ টা করে ফেললাম :)

    ReplyDelete
    Replies
    1. আরে, গুড জব, কাকলি। এতগুলো ভালো বই রিরিড করেছ জেনে ইম্প্রেসড হলাম। আমিও পড়ব ফিরে, এ বছর কিছু বই। তোমাদের দেখে অনুপ্রাণিত হলাম। প্রমিস -এর নাম আমিও শুনছি খুব। পড়ব তো।

      Delete
  7. আপনার নানান বই বিষয়ক post এ প্রায়ই booktube কথাটা পাই। সেটা কি ঠিক জানি না, কিন্তু আগে কোনোদিন খুঁজে ওঠা হয়নি। এটা goodreads type কি? online সিধুজেঠু YouTube এর যেখানে পাঠালেন, সেটা এতটাই আলাদা মনে হল যে ঠিক sure হতে পারলাম না, যদিও খুব খুঁটিয়ে দেখেছি দাবি করতে পারি না

    ReplyDelete
    Replies
    1. ওহ, বুকটিউব একটা জটিল ব্যাপার, তাতে অধিকাংশই ফ্যান্টাসি এবং ইয়ং অ্যাডাল্ট পড়ুয়াদের দাপাদাপি। আমি আমার কয়েকটা পছন্দের চ্যানেলের লিংক নিচে দিচ্ছি, দেখতে পারেন।

      Better Than Food
      https://www.youtube.com/c/BetterThanFoodBookReviews

      Insert Literary Pun Here
      https://www.youtube.com/c/InsertLiteraryPunHere

      The Bookchemist
      https://www.youtube.com/c/TheBookchemist

      Eric Karl Anderson
      https://www.youtube.com/c/EricKarlAnderson

      Britta Böhler
      https://www.youtube.com/c/BrittaB%C3%B6hlerTheSecondShelf

      Jen Campbell
      https://www.youtube.com/user/jenvcampbell

      SavidgeReads
      https://www.youtube.com/user/SavidgeReads

      অনেকক্ষেত্রেই এঁদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মেলে। এঁদের সাজেশন ফলো করে বহু ভালোলাগা বই পড়েছি। দেখতে পারেন।

      Delete

Post a Comment