Is it possible?
"Many of us think we need to be tensed or stressed to get things done. That may not be true. As an experiment, ask yourself: Is it possible to do everything I need to do today with more ease and relaxed awareness? You may be surprised that you can be a productive person without being overwhelmed."
Really needed to hear this today. Thank you. :)
ReplyDeleteহ্যাঁ বিম্ববতী। ঘামতে ঘামতে কাজ করলে কাজ এক্সট্রা ভালো হওয়ার কোনও কারণ নেই। আমিও মনে রাখতে পারি না। কিন্তু অন্য কেউ বললে সেটা অ্যাপ্রিশিয়েট করি। তোমার যদি কাজে লাগে কথাটা তাহলে নাথিং লাইক ইট।
Deleteআমি তো relax থাকতে গিয়ে সব কাজই পরে করলেই হবে ভাবি, তাই শেষে সেই tensed আর stressed হয়েই কাজ টা করা হয়, ভালোভাবে হোক বা খারাপ , তখন অবান্তর এর আরেকটা quote মনে হয়.. done is better than perfect.. হাহা..
ReplyDeleteহায়েস্ট ফাইভ, ঊর্মি। আমারও তোরই কেস। ওই কোটটা কাজের কি না বল?
Deleteআমার তো খুব পছন্দের quote. :)
Deleteএটার দরকার ছিল
ReplyDeleteআমার তো হরদম দরকার।
Deleteঅযথা টেনশন করা বা স্ট্রেস নেওয়ার বেপারে একটা জিনিস মনে এলো।
ReplyDeleteট্রেন লেট করলে, ট্রেন এর ভেতর বসে সবাই বার বার ঘড়ি দেখে, উফ-উফ করতে থাকে, আর প্রচইন্ড টেনশন করে উপন্যাস লিখে ফেলার মতো 'কি হবে' ভাবতে থাকে হাজার গন্ডা।
অনেকদিন আগে একবার হটাৎ আবিষ্কার করেছিলাম যে বেপারটা চূড়ান্ত বোকামো। এমন তো নয়, যে দেরি যাতে না হয় তার জন্যে কিছু করার আছে। ট্রেন থেকে নেমে লাইন ধরে তো কেউ দৌড়োবে না। রাস্তায় জ্যাম দেখে কাউকে গাড়ি থেকে লাগেজ নিয়ে নেমে গিয়ে দৌড়তেও দেখিনি। বাহন গন্তব্ব্যে পৌঁছনো অবধি কিছু করার নেই।
তারপর থেকে আমি ঘড়ি দেখা ছেড়ে দিয়েছি এরকম পরিস্থিতি তে (কারেকশন: "প্রায়" ছেড়ে দিয়েছি)। ট্রেন হোক, বাস হোক, এয়ারপোর্ট যাবার সময়ের গাড়ি হোক, যাই হোক - এমন যেকোনো জিনিস, যেখান থেকে নেমে পরে দেরি হাওয়া আটকানো যাবে না। পৌঁছে অবস্থা বুঝে সময় দেখে যা করার করবো, আগে থেকে হাজার গন্ডা ভাবলে অপসন তো বেড়ে যায় না - সাধারণত দেরি হবার পর কি করা যায় সেরার জন্যে দু-তিনটের বেশি অপসন থাকে না, যতই ভাব না কেন।
চমৎকার গল্প, চমৎকার স্ট্র্যাটেজি, রাজর্ষি। ঘড়ি ঘোরালো ব্যাপার। আপনি তার কবল থেকে অনেকটা মুক্ত হতে পেরেছেন জেনে ইমপ্রেসড হলাম।
Delete