দিন ও জীবন


এই সব কাটাঘুড়ি দিনরাতগুলোয় যখন জীবন শুধুই অতীত নয়তো ভবিষ্যৎ, নিচের কথাগুলো বারবার মনে করার।

How we spend our days is, of course, how we spend our lives. What we do with this hour, and that one, is what we are doing. A schedule defends from chaos and whim. It is a net for catching days. It is a scaffolding on which a worker can stand and labor with both hands at sections of time. A schedule is a mock-up of reason and order—willed, faked, and so brought into being; it is a peace and a haven set into the wreck of time; it is a lifeboat on which you find yourself, decades later, still living. Each day is the same, so you remember the series afterward as a blurred and powerful pattern.

Annie Dillard, The Writing Life

Comments

  1. একটু বোকা বোকা লাগছে স্বীকার করতে, কিন্তু আমি এখনো কনফিউস হয়ে আছি, যে উদ্ধৃত লেখাটা "reason and order" কে সাপোর্ট করছে, নাকি "present and whim" কে ইউলোজাইস করছে, কোনটা ।

    অনেকদিন ভাবতাম অতীত বা ভবিষ্যতের ভাবনা নিয়ে সময় কাটানো মানে হচ্ছে বর্তমানকে হারানো - কিন্তু আজকাল মনে হয়, যে কল্পনা করে খরচ করা যেকোনো মুহূর্তই একটুও নষ্ট নয়, কারণ কল্পনা এবং অনুভূতি সবথেকে অমূল্য।

    আবার সকলের জন্যেই হয়তো এটা কিছু মাত্রায় প্রযোজ্য - যে কখনো কখনো সম্পূর্ণ অজানা মানুষের সাথে কাটানো ক্ষণিক সময় সহজেই দারুন আনন্দময় হয়ে ওঠে, কারণ সেখানে না থাকে স্মৃতির ভার, না থাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি, ফলে সরল তাৎক্ষণিক উচ্ছাস ছাড়া অন্য কিছুর স্থান নেই সেখানে।

    আর বহুকাল আগের পড়া একটা orkut-এর "today's fortune" মনে এলো: The young have aspirations that never come to pass, the old have reminiscences of what never happened.

    ReplyDelete
    Replies
    1. (জানি, orkut 'middle-aged'দের সম্পূর্ণ উপেখ্যা করে গেছে ওই quote-টায়। পুরো অন্যায়ভাবে!)

      Delete
    2. রিজন-কে কতটা করছে জানি না, তবে অর্ডার আর শেডিউল-কে করছে। হুইম-কে তোল্লাই একেবারেই দিচ্ছে না বলেই ধারণা। মানে যে রকম হুইমে আজ পড়তে বসতে ইচ্ছে করছে না বলে বইমুখো হলাম না, সেই রকম হুইম। আসলে কী বলুন তো, যার যেটা না থাকে তার সেটা জরুরি মনে হয়। ওই নাসিরুদ্দিন না বীরবল কার যেন গল্পটা। আমার অর্ডার এত কম আর কল্পনা এত বেশি, যে আমার এই কোটটা জরুরি মনে হয়েছে। অন্য কারও নাও হতে পারে।

      Delete
  2. কাটা ঘুড়ি দিনরাত কথাটা দারুণ মনে ধরলো। এইসব দিনরাত গুলোর জন্য একটা লাগসই বিশেষণ খুঁজে পেলাম এতদিনে।

    ReplyDelete

Post a Comment