বেয়াল্লিশ


বাবা সেদিন কাকে যেন ফোনে বলছিলেন, আরে বাচ্চা ছেলে! ফিফটি নাইন! ভাবতে পারেন?

যাই, তিন্নির পাঠানো কেক খাই।




Comments

  1. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কুন্তলাদি। খুব ভালো থাকুন।

    ReplyDelete
  2. Many many happy returns of the day Kuntala.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  3. Maane 38 aar ki...
    Bhaalo theko....moja koro

    ReplyDelete
    Replies
    1. তাও বটে। থ্যাংক ইউ।

      Delete
  4. Happy happy birthday! Ekhono tumi kochi-i.

    ReplyDelete
    Replies
    1. Naam ta kano elo na aager comment e ke jaane.

      Delete
    2. 😄থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বিম্ববতী। কচি শব্দটা কী সুন্দর না? আরও অনেক অনুষঙ্গ মনে পড়তে পারত, কিন্তু তোমার কমেন্ট পড়ে কচি সংসদ মনে পড়ল, আর ভাবলাম অমন একখানা সংসদের সভ্য হতে পারলে কী মজাই না হত।

      Delete
  5. জন্মদিনের অনেক শুভেচ্ছা। মাত্র বেয়াল্লিশ..!!

    ReplyDelete
    Replies
    1. সেই তো, বলুন দেখি? শুভেচ্ছার জন্য অনেক থ্যাংক ইউ।

      Delete
  6. Happy birthday Kuntala! Khub bhalo theko ar tomar chanachur er bottle jeno shara bochor bhora thake. :-)

    ReplyDelete
    Replies
    1. এইটা একঘর শুভেচ্ছা, শর্মিলা। একটু আগেই বোতলের প্রায় তলানিতে পৌঁছে থামলাম। পাছে বিকেলে আবার খেতে ইচ্ছে করে। খুব ভালো লাগল তোমার কাছ থেকে শুভেচ্ছা পেয়ে, শর্মিলা। থ্যাংক ইউ।

      Delete
  7. জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে। এমনই লিখতে থাকুন!

    অন্য কিছু না বলে শুধু লেখার কথাই বললাম কারণ অবান্তর ওই ২০১৫ থেকে আমার কাছে অভ্যেস। আপনার থেকে বয়সে আমি অনেকটাই ছোট। এই 'ভার্চুয়াল' চেনা ছাড়া আর কোনভাবেই চেনাশোনা নেই (থাকার কথাও নয়), তবুও আমার মনোজগতে আপনার অবাধ আনাগোনা! স্ট্রেসড, ডিপ্রেসড লাগলে অবান্তর খুলি। কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে অবান্তর খুলে ওই রিলেটেড পোস্ট খুঁজে পড়ি–এই জন্য নয় যে আপনার মতের সঙ্গে আমার মত মিলবে, বরং এই জন্য যে, কত দিক থেকে এবং কত সূক্ষ্মভাবে একটা বিষয়কে ভাবা যেতে পারে।

    আপনি অজান্তেই আমার অনেক উপকার করে চলেছেন! লিখলে অনেকটাই লিখতে হবে!

    খুব খুব খুব ভালো থাকুন আপনি।

    ReplyDelete
    Replies
    1. কী মন ভালো করা মন্তব্য! থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভাবনা যেনতেনপ্রকারেণ অ্যাভয়েড করি, সেই আমার পোস্টে যে আপনি ভাবনার প্রমাণ পেয়েছেন এতে আমি উচ্ছ্বসিত।

      জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য কৃতজ্ঞতা। আপনিও খুব ভালো থাকবেন।

      Delete
  8. জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো !

    যাক, ফিফটি নাইন বাচ্চা হলে আমি এখনো প্রাইমারি স্কুলেই পড়ি, নিশ্চিন্ত হাওয়া গেলো।

    আর আমি ভেবেছিলাম আগের ভিসিটের পর আজ এসে একটা-দুটো নতুন পোস্ট দেখবো হয়তো, এসে তো দেখছি এর মধ্যেই পাঁচ-পাঁচটা নতুন পোস্ট !

    ReplyDelete
    Replies
    1. শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ, রাজর্ষি। দেখা যাক ঘনঘন পোস্ট করার তাগিদ কতদিন থাকে।

      Delete
  9. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কুন্তলা, দুদিন দেরি হয়ে গেল জানাতে। আপনার বয়সটা তো আমার অত্যন্ত প্রিয় একটা সংখ্যা!

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও ভরসা আছে এ বছরটার ওপর। সবটার না হলেও, অন্তত খানিকটার মানে উদ্ধার করে ফেলতে পারব আশা রেখেছি।

      Delete
  10. শুভ জন্মদিন কুন্তলাদি। খানিক দেরি হল, সে ঠিক আছে😊

    ReplyDelete
    Replies
    1. একদম, সুদীপ। অনেক ধন্যবাদ।

      Delete
  11. Jonmodiner bilombito subhechchha Kuntala apnake. Bhalo thakun, khushi thakun.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুস্মিতা। খুব ভালো লাগল।

      Delete
  12. Onektai deri holo wish korte.. Happy Birthday.. Khub khub bhalo thakben,, aapnar lekhar haat keyboard e tortor korte cholte thakuk,,

    Indrani

    ReplyDelete
    Replies
    1. কিছুই দেরি হয়নি, ইন্দ্রাণী। অনেক থ্যাংক ইউ, শুভেচ্ছার জন্য। আপনিও খুব ভালো থাকুন।

      Delete
  13. শুভ জন্মদিন দিদি।খুব ভাল থাকুন

    ReplyDelete
  14. এহ এক সপ্তাহ দেরী করে ফেলেছি। তেমন কছু না অবশ্য ন দিন, বাচ্ছাই বলা যায় কী বলো? সুদ সমেত শুভেচ্ছা রইল। আরো অনেক লেখা হোক, আনন্দে কাটুক।
    - প্রদীপ্ত

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete
    2. Belated happy birthday.

      Delete
    3. থ্যাংক ইউ, হীরক।

      Delete

Post a Comment