সাপ্তাহিকী






Money dignifies what is frivolous if unpaid for.
                                               ---Virginia Woolf, A Room of One's Own



পাই খেতে আমার খুব খারাপ লাগে, বাড়িতে বানানোর চানস্‌ কম। তবু ভিডিওটা দেখতে মজা লেগেছে।

সবসময় যে সাইজ ম্যাটার করে তেমনটা নয়।

পাঁচশো পঞ্চাশটি ফ্রি অডিও-বই।


শ্রেষ্ঠ অভিনেত্রীরা যে জামা পরে প্রাইজ নিতে মঞ্চে উঠেছিলেন।

Baader-Meinhof Phenomenon. আমিও জানতাম না ব্যাপারটা কী। সেদিন জানার পর থেকে অন্তত পাঁচটা লেখায় এই ফেনোমেননের নামটা পড়লাম।

সাইকেল চালানো যে এত কিউট হতে পারে, কেউ জানত?

এ সপ্তাহের গান। মোহিত চৌহান আমার এ যুগের অন্যতম প্রিয় গায়ক, আপনার?

Comments

  1. Ami mohit chauhan er gola ekdom-ipochhondo kori na.

    ReplyDelete
    Replies
    1. এই যা, এটা মিললো না।

      Delete
  2. Amar o Mohit Chauhan er golaye gaan khub bhalo lagey ... oi grainy quality ta ar kono gaayoker golaye neyi. Unplugged oshadharon lagey shuntey. :)

    ReplyDelete
    Replies
    1. আমারও খুব ভালো লাগে মোহিত চৌহানের গান, শর্মিলা। এত দরদ দিয়ে গান ভদ্রলোক। তাছাড়া সব ধরণের গান গাইতে পারেন। একেবারে রোম্যান্টিক প্রেমের গান, আবার রকস্টার জাতীয় সিনেমার অ্যাংস্ট-পূর্ণ বিলাপ, সবই ওঁর গলায় ভালো খোলে।

      Delete
  3. amaro Mohit Chauhan darun lage.
    tinni

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, হাই ফাইভ।

      Delete
  4. এটা আপনার ওয়ান অফ দ্য বেস্ট সাপ্তাহিকী।প্রতিটি লিঙ্কের কথা আলাদা করে না বললে অন্যায় হবে, তাই কোনওটার কথাই বলছিনা।

    ReplyDelete
    Replies
    1. আরে তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete

Post a Comment