সাপ্তাহিকী





Li Hongbo gallery exhibit from joanna goddard on Vimeo.


And to my hero. That’s who I chase. Now when I was 15 years old, I had a very important person in my life come to me and say “who’s your hero?” And I said, “I don’t know, I gotta think about that. Give me a couple of weeks.” I come back two weeks later, this person comes up and says “who’s your hero?” I said, “I thought about it. You know who it is? It’s me in 10 years.” So I turned 25. Ten years later, that same person comes to me and says, “So, are you a hero?” And I was like, “not even close. No, no, no.” She said, “Why?” I said, “Because my hero’s me at 35.” So you see every day, every week, every month and every year of my life, my hero’s always 10 years away. I’m never gonna be my hero. I’m not gonna attain that. I know I’m not, and that’s just fine with me because that keeps me with somebody to keep on chasing.
      ---Matthew McConaughey, Oscar 2014 Speech for Best Actor



একদিন হঠাৎ বায়ু চড়ে গিয়ে ‘হাউ টু রাইট মিস্ট্রি নভেলস্‌’ সার্চ দিয়েছিলাম গুগলে। তাতে শুরুতেই যে লিংকটা বেরোল তাতে দেখলাম একজন খুব রসিকতা করে লিখেছে, ‘আর ইউ আ উওম্যান? দেন কনসিডার হাফ দ্য জব ডান। হে হে হে।’ এমন গা জ্বলে গিয়েছিল যে কী বলব। তবে কথাটা যে খুব অযৌক্তিক, তেমনটাও বলা যায় না। এই লিংকটা পড়ে সে কথাটা মনে পড়ে গেল।   

হলই বা উইন্টার অলিম্পিকস, অলিম্পিকস তো বটে। সোচি অলিম্পিকস থেকে কয়েকটি দৃশ্য।

অ্যামেরিকাকে অ্যামেরিকানদের পরেই কারা ভালোবাসে বলুন দেখি? ঠিকই আন্দাজ করেছেন।

যখন ক্যালকুলাস ছিল না, তখনও হার্ভার্ড ইউনিভার্সিটি ছিল।


কোন ডাইনোসর পুষতে কেমন, কার খাইখরচ কত, বন্ধুদের ইমপ্রেস করতে কোন ধরণের ডাইনোসর ভালো---জানতে হলে ক্লিক করতেই হবে।

Old Man and The Sea. (সৌজন্যঃ সুগত)

সব ছোটবেলার গল্পই ভালো, কোনও কোনওটা লেখার গুণে বেশি ভালো। সে রকম একটা ভালো ছোটবেলার ভালো গল্প পড়ুন। 

আমি এতদিন ভেবেই কূল পেতাম না, আমার জোকস শুনে কেউ হাসে না কেন। আমি তো নিজে বলতে গেলেই হেসে গড়াগড়ি খাই। এতদিনে পরিষ্কার হল।   


প্রতিভা। সিরিয়াসলি।

এই মোমবাতি যিনি আবিষ্কার করেছেন তিনি আমার থেকেও হিসেবি বলতে হবে। কুডোস। 


নালিশ করলে বালিশ পাবে কথাটা নির্ঘাত এদের জন্যই বানানো হয়েছিল।

এবার থেকে আপনারা সবাই আমাকে কুন্তলা বন্দ্যোপাধ্যায়ের বদলে Katelyn Bailerey বলে ডাকতে পারেন। কারণ জন ট্রাভোল্টা সেই বলেই ডাকছেন। আপনাকে উনি কী বলে ডাকছেন প্লিজ বলুন।

এ সপ্তাহে গানের বদলে নাচ। আমি যদি সব ভুলে এদের মতো নাচতে পারতাম, কী ভালোই না হত।        


Comments

  1. Seonaidh Bailerey

    ha ha..Banerjee ta Bailerey kore dichhe..

    ReplyDelete
    Replies
    1. bhaggo bhalo Bisleri boleni :P

      Delete
    2. সৌমেশ বিসলেরি। হুম্‌ম্‌। মন্দ না কিন্তু শুনতে।

      Delete
  2. Ore baba. Oi solar system er map tay Saturn obdhi pouchhe haal chhere dilam. :(

    Ar oi Hollywood dance mashup ta daroon! Ekla bari chhilam boley ota chaliye boshar ghore ektu neche niyechhi. Ki bhalo mood lifter! :D

    ReplyDelete
    Replies
    1. ম্যাশ আপটা আমার এত ভালো লেগেছে যে গানের বদলে ওইটাই চালিয়ে দিলাম, বিম্ববতী। তোমারও ভালো লেগেছে জেনে ভালো লাগল।

      Delete
  3. ebarer sabkota link darun laglo ...dinosaur pet guide durdanto..:) amar toh pratham dutor madhye akta holei habe ... mind blowing thing er madhye 4 nota pore sanghatik abak hoyechi ...
    ICHHADANA r blog khub bhalo laglo ...Madhupurer barnona ta ki sundar ,amar chotobelay jaoa Rikhiyar katha mone holo.accha 'shiro gadi' ki khela ?ar 'buri basanti' ??
    tabe sabcheye pachanda hoyeche 'If the moon were only 1 pixel' -just darun ,ami je katobar click korlam !! O ar amar nam berolo-Travis Mertin..:) - Tinni

    ReplyDelete
    Replies
    1. যাক, এবার তিন্নির বদলে মাঝে মাঝে তোকে ট্রেভিস বলে ডাকব। সোলার সিস্টেমের লিংকটা ভালো না?

      Delete
  4. :-) :-) :-) .... Ki bolbo bujhe uthte parchhina. :-)

    ReplyDelete
    Replies
    1. হাহা, কিছু বলতে হবে না ইচ্ছাডানা, ওটা 'মাই প্লেজার' যাকে বলে।

      Delete
  5. আমি সৌরজগতের ম্যাপটা পুরো দেখলাম। আঙুল টন্‌টন্‌ করছে।

    ReplyDelete
    Replies
    1. আমার বনবন করছিল। মাথা।

      Delete

Post a Comment