শনিরবি


এ বারের শনিরবিতে গত কয়েকদিনে তোলা কিছু ছবি রইল। বাড়ি যাওয়ার আগে চতুর্থীর রাতে সি. আর. পার্কে কয়েকটা ঠাকুর দেখেছিলাম। সেগুলোর থেকে কয়েকটা ছবি রইল, আর রিষড়ার বাড়িতে তোলা দুটো ছবি।

মেলা গ্রাউন্ডের মাদুর্গা। মায়ের বিভঙ্গ খেয়াল করুন। আর বিম্ববতী যেমন বলেছিল, মা ত্রিশূল বেঁধাচ্ছেন অসুরের বুকে কিন্তু তাকিয়ে আছেন সিংহের দিকে।

তমলুকে ঠাকুর দেখতে গিয়ে তমাল গাছ দেখেছিলেন মা। সেই গাছের একটা পাতা কুড়িয়ে এনেছিলেন আমাকে দেখাবেন বলে। মায়ের ব্যাগে থেকে পাতার দশা কিছু কাহিল হয়ে পড়েছে। এখন সে শুয়ে আছে একটা মোটা বইয়ের ভেতর। কিছুদিন বাদে পাতার অংশটুকু চলে গিয়ে শুধু তার শিরা উপশিরার কঙ্কালটা পড়ে থাকবে। এই প্রক্রিয়াটার খটমট ইংরিজি নামটা মা বলেছিলেন, আমি ভুলে গেছি।



Comments

  1. বিভঙ্গ বলে বিভঙ্গ! মা, লক্ষী, সরস্বতী সবাই কে তো পুজোর পরে chiropractor এর কাছে যেতে হবে, কি কান্ড।

    ReplyDelete
    Replies
    1. তবে আর বলছি কী, কাকলি?

      Delete
  2. Hya re toder parar Thakur to sanghatik..sabai nachte nachte swargo theke elen mone hocche..pagri ar ghagra ta just durdanto ! !chabigulo khub bhalo..toke khub bhalo lagche..Tinni

    ReplyDelete
    Replies
    1. তবে? অসুর ঠ্যাঙান বলে কি মাদুর্গার নাচের শখ হয় না?

      Delete
  3. Toke dekhe ato bhalo lage... Sei school er Kuntala ar akhonkar kuntalar modhye cheharagoto dik diye just kono farak ami khuje pai na... just kono farak.... majhkhane etogulo bochor chole geche bojha jai na..Thank you thank you Delhir thakur dekhali bole.. - Mousumi Bhattacharya..

    ReplyDelete
    Replies
    1. হাহা মৌসুমী, মাথায় লাল ফিতে বেঁধে লাফাতে লাফাতে মাঠে নেমে গেলেই হবে বলছিস? তোর স্কুলের চেহারাটাও আমার মনের ভেতর এক্কেবারে জ্বলজ্বল করছে।

      Delete
  4. Replies
    1. হ্যাঁ, হ্যাঁ অর্ণব, এটাই।

      Delete
  5. অসুরের মাথায় তো মন্দার বোসের মতন পাগড়ি দেখছি। সিংহের দিকে তাকানোর কারণ আছে। সিংহটার যুদ্ধে মন নেই, পালাই-পালাই ভাব। ইন ফ্যাক্ট অসুর ছাড়া সবাই সিংহের দিকেই তাকিয়ে। আপনার ছবিটা সুন্দর হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুগত।

      Delete
  6. Protham thakur ta kothakar? Mela grounde sudhu Ma durgaei noi, Ta(n) r meyerao sanghatik bibonge da(n)riye royechhey je!

    ReplyDelete
    Replies
    1. রুণা, প্রথম ঠাকুরটার প্যান্ডেল মনে নেই। এ তল্লাটেরই কোনও একটা হবে।

      Delete
  7. সবার বিভঙ্গ দেখেই হেসে ফেললাম.. আশা করি কেউ পাপ দেবেন না.. :) পুজোর সব ছবিগুলোই ভালো..

    ReplyDelete
    Replies
    1. আমি শিওর দেবেন না, ঊর্মি। ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

      Delete

Post a Comment