সাপ্তাহিকী
আলোকচিত্রীঃ Akos Major
A truth that's told with bad intent/ Beats all the lies you can invent.
---William Blake, Auguries
of Innocence
আপনি কি আমার মায়ের
মতো, মিউজিয়ামের একদিক দিয়ে ঢুকে তিন মিনিটের মধ্যে অন্যদিক দিয়ে বেরিয়ে আসেন?
নাকি আমার বাবার মতো, প্রতিটি ছবির সামনে তাঁবু খাটিয়ে বসেন?
টাইমস রোম্যান কেন টাইমস ইন্ডিয়ান নয়? জর্জিয়া কেন আটলান্টা নয়?
আজকাল আর কেউ ভালো,
সত্যবাদী, সাহসী হতে চায় না। সকলেই ‘পজিটিভ’ হতে চায়। বি পজিটিভ। তবে খেয়াল
রাখবেন, পজিটিভিটি বেশি হয়ে গেলে সেটা আদতে নেগেটিভ হতে পারে।
কুকুরবেড়াল পোষায়
আমার আগ্রহ নেই। একটা সিংহ পাই তো পুষি।
ঘুমোন ঘুমোন। ভুলেও ঘুমে কার্পণ্য করবেন না।
শীত পড়ছে। হাওয়ায়
টান। সকলেই গায়ে মুখে পন্ডস মাখতে শুরু করেছেন নিশ্চয়। বোতলের গায়ে স্পষ্ট বড় বড়
করে লেখা ‘ফর এক্সটারনাল ইউজ ওনলি’। আপনি অক্ষরে অক্ষরে সে কথা মেনে চলছেন। গায়ে
মাখছেন, চামচে করে গলায় ঢালছেন না। নাকি ঢালছেন?
হিন্দি সিনেমা দেখে
বড় হয়েছে অথচ কখনও নায়কনায়িকার একে অপরের দিকে দৌড়ে আসা ভেঙিয়ে বন্ধুদের সঙ্গে স্লো মোশনে দৌড়োয়নি, এমন লোক কি আছে কোথাও?
ম্যান্টিস চিংড়ি খালি চোখে ক্যান্সার দেখতে পায়। তাদের চোখের নকল করে বিজ্ঞানী ক্যামেরা বানাচ্ছেন।
সাপ্তাহিকীতে
এই গানটা সম্ভবত আগেও এসেছে। আবারও রইল।
Singha posha ta besh,, kemon sofa hisebe use kora jabe, pithe uthe ghora jabe, abar besh Sighabahini feel tao asbe... Bhogobaner doya te ghum ta amar besh bhaloi re.... kintu sob kota uposorgoi toh ache dekhchi ja ja lekha ache..Tahole aro ghumote hobe bolchis???Ta besh bhaloi holo.. Mousumi Bhattacharya...
ReplyDeleteবাঃ মৌসুমী, আমি বেশ মানসচক্ষে দেখতে পাচ্ছি তুই সিংহের পিঠে চড়ে এঘরওঘর ঘুরছিস, টুকটুককে শাসন করছিস। আরে ঘুম কখনওই বেশি হওয়া সম্ভব নয়, তুই নিশ্চিন্তে আরও ঘুমো।
Deleteযা এখন আর পৃথিবীতে নেই তাকে দেখতেই তো মিউজিয়ামে যাওয়া; তাই তাঁবু খাটাবার আইডিয়াটা বেশ লাগল। তোমার বাবাকেও।
ReplyDeleteমৌসুমীর সিংহকে সোফা বানাবার আইডিয়াটাও বেশ। তবে পালনের খরচও তো আছে। তাই ভানু বন্দ্যো-র প্রেস্ক্রিপশন্টাও মনে রাখতে হবে। সা(ছা)ইর্যা দিলেই হাতি ভ্যানিস্। আমি একটা প্যাঁচা পুষতে চেয়েছিলাম। ৩৬০ ডিগ্রীতে ঘাড় ঘোরাবার ব্যাপারটা দারুণ।
রিষড়ার বাড়ির ছাদে ঘুরতে ঘুরতে এই বারেই একটা প্যাঁচা দেখলাম, মালবিকা। পাশের বাড়ির চিলেকোঠার ছাদে এসে বসেছিল। খুবই ইন্টারেস্টিং প্রাণী, দেখলেই সম্ভ্রম জাগে।
DeleteVery useful set of links as usual!
ReplyDeleteInterpreter link ta pode bhari bhalo laaglo. Amar ek colleague Chomsky-r chhatro ebong linguist. Tenar kolyane oi universal grammar bostu-ta niye besh kichhu alochona korar shujog gohtechhilo ebong protyek bar-i kyamon jyano ekta discomfort kaaj korechhilo. Kokhono articulate korte pari ni. As a biologist, oi innate ability jinish taake support kora khub kothin hoye pode. Kintu proper counter-argument deoa shokto hoye dandai jokhon linguist ra claim kore je there are no exceptions to the rule and hence the claim of universality is valid. Article ta pode tai khub-i bhalo laaglo je alternate view point ta nieo kaaj korar lok achhe ebong there seems to be some empirical support to it.
Onek dhonyobad!
Shuteertho
সুতীর্থ, আমি এই বিষয়টা সম্পর্কে কিছুই জানতাম না। আপনার মন্তব্য পড়ে জানতে ইচ্ছে করছে। কাজেই ধন্যবাদটা আমার তরফ থেকে আপনাকেই রইল।
Delete