ফেলুদা ট্যাগ


আমার নাম্বারিং-এ গোলমাল ছিল, কুন্তল ফ্রম প্ল্যানেট আর্থ ধরিয়ে দিয়েছেন। সেটা শুধরে নিলে নিচের পোস্টের পয়েন্টসংখ্যা দাঁড়াচ্ছিল উনিশ। তাই আমি কুন্তল-এর  থেকেই আইডিয়া নিয়ে আরেকটা পয়েন্ট জুড়ে দিয়ে সেটাকে কুড়ি করে দিলাম।



বহুদিন আমার পৃথিবীর দ্বিতীয় ফেভারিট গোয়েন্দা এবং প্রথম ফেভারিট কাল্পনিক চরিত্রকে নিয়ে কথাবার্তা বলা হয়নি। শুভকাজে দেরি করে লাভ নেই। বলাই বাহুল্য, এই কুড়িটা বিষয়ে আপনার মত জানাটাই এই পোস্টের প্রধান উদ্দেশ্য।

১। প্রিয় বইঃ বাদশাহী আংটি

২। অপ্রিয় বইঃ শেষের দিকের বেশ কয়েকটাই অপছন্দের, তবে অম্বর সেন অন্তর্ধান রহস্য মনে রাখার মতো খারাপ লাগে।

৩। প্রিয় সিনেমাঃ (এখানে ফেলুদার গল্প নিয়ে বানানো সব সিনেমা ধরা হচ্ছে। এবং টেলিফিল্ম ধরা হচ্ছে না।)  সোনার কেল্লা

৪। অপ্রিয় সিনেমাঃ কৈলাসে কেলেঙ্কারি

৫। প্রিয় লাইন (বইয়ের): ড্যাং না ক্যাং না গ্যাং?

৬। প্রিয় লাইন (সিনেমার): মন্দার বোসের সব ডায়লগ। সেগুলো বাদ দিয়ে "ভালো লাগছে না রে তোপসে, ভালো লাগছে না।"

৭। ফেলুদার ভূমিকায় প্রিয় অভিনেতাঃ সৌমিত্র। তবে বলে রাখা ভালো, আমার কিন্তু ফেলুদা হিসেবে সব্যসাচীকেও খারাপ লাগে না। বরং আমার মতে শুরুর দিকের টেলিফিল্মগুলোতে সব্যসাচীর চেহারা সৌমিত্রের তুলনায় আমার কল্পনার ফেলুদার অনেক বেশি কাছাকাছি ছিল। সৌমিত্র দাঁওটা মেরেছেন পরিচালকের বদান্যতায়। আবীরকেও আমার খারাপ লাগে না। তবে দুজন বয়স্ক অভিনেতার পর হঠাৎ এত ছোকরা ফেলুদাকে (যেটা বইয়ের ফেলুদার বয়সের অনেক বেশি কাছাকাছি) দেখে সামান্য অস্বস্তি হয়।

৮। তোপসের ভূমিকায় প্রিয় অভিনেতা (সিনেমার): সিদ্ধার্থ চ্যাটার্জী। সোনার কেল্লায় যিনি তোপসে সেজেছিলেন।

৯। এর পরে যুক্তিপূর্ণ পারম্পর্য রক্ষা করে যে পয়েন্টটা আসার কথা, লজ্জার মাথা খেয়ে সেটা আর আনলাম না।

১০। ফেলুদার কোন বই প্রথম পড়েছিলাম/ কীভাবে ফেলুদাকে আবিষ্কার করেছিলামঃ প্রথম পড়া ফেলুদার বইয়ের নাম মনে নেই। ফেলুদাকে আবিষ্কার কীভাবে করেছিলাম সেও ভুলে গেছি। ক্লাস থ্রি নাগাদ পাড়ার পাঠাগারে সদস্যপদ জুটেছিল, তখনই পড়তে শুরু করি।

১১। মগনলাল মেঘরাজ না মন্দার বোসঃ মন্দার বোস।

১২। হেলমুট উঙ্গার না মার্কাস গডউইনঃ হেলমুট উঙ্গার।

১৩। অর্জুনের নাইফ থ্রোয়িং না মরুভূমিতে উটের দৌড়ঃ অর্জুনের নাইফ থ্রোয়িং। উট ভালো, কামু আরও ভালো।

বোনাস কুইজঃ  মগনলালের কাছে কাজ করতে আসার আগে অর্জুন কোন জায়গার রাজার সার্কাসে খেলা দেখাত?

১৪। ঘুরঘুটিয়া না গোঁসাইপুরঃ গোঁসাইপুর। শতাব্দীতে থেকে পালকি চড়া আর ইলেকট্রিসিটি বাদ দেওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।  

১৫। ফেলুদার বই বা সিনেমায় একটা চরিত্র হতে পেলে আপনি কোনটা হতেনঃ তোপসে।

১৬। ফেলুদার কোন গুণটা সবথেকে নিজের মধ্যে চাইঃ ওই বয়সে ওর মতো বুদ্ধি খুব কম লোকের হয়। আর  ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়া ভালো ক্রিকেট জানে, প্রায় একশো রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, একটু একটু হিপনোটিজম্জানে, ডান হাত আর বাঁ হাত দুহাতেই লিখতে জানে, আর যখন স্কুলে পড়ত তখনই ওর মেমারি এত ভালো ছিল যে দুবার রিডিং পড়েই পুরো 'দেবতার গ্রাস' মুখস্থ করেছিল।

খাটুনির ক্ষমতা।

বোনাস কুইজঃ লাইনগুলো কোন গল্পের?

১৭। ফেলুদার গোয়েন্দাগিরির পটভূমি হিসেবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ - লখনৌ, গ্যাংটক, জয়সলমির, কাশী, পুরী, দার্জিলিং, লন্ডনঃ দার্জিলিং।

১৮। ফেলুদার কী আছে যা আর অন্য কোনও বাঙালি গোয়েন্দার নেইঃ সত্যজিৎ রায় যদিও ফেলুদাকে সর্বার্থেই কৈশোরোপযোগী করে তুলতে চেয়েছিলেন এবং সেজন্যই নাকি তিনি ফেলুদার চতুষ্পার্শে কোনও মহিলার ছায়া পড়তে দেননি, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, ফেলুদার মতো আবেদন বাঙালি আর কোনও ছেলে গোয়েন্দার নেই।

১৯। ফেলুদার কী নেই যা অন্য বাঙালি গোয়েন্দার আছেঃ  বাঙালি ক'টা গোয়েন্দাই বা পড়েছি, তবে যেটুকু পড়েছি তাতে এই প্রশ্নটার উত্তরে বলতে ইচ্ছে করছে, নারীবিদ্বেষ।

২০। এর পর ফেলুদার কোন গল্প নিয়ে সিনেমা হলে ভালো হয়ঃ হত্যাপুরী। আমার মতে ফেলুদার অন্যতম শ্রেষ্ঠ গল্প। তাছাড়া সিনেমার সঙ্গে সঙ্গে সমুদ্রও দেখা হয়ে যাবে, সেটা উপরি লাভ। 


Comments

  1. as usual sundor,transperent lekha.. tobe 10 no point ta jaa taa!! R Look hisebe Abir k best lage.. Baadshahi angti te Blue kurta pora Abir k anekta chhotobelar kolpona r sathe mil pelam. 19 no point tay amar motamot bhinno, as Byomkesh k ami Feluda r eettus khani opor e sthan diyechhi.. :Papiya

    ReplyDelete
    Replies
    1. ব্যোমকেশকে ফেলুদার ওপরে অনেকেই স্থান দেন, পাপিয়া। আফটার অল, ব্যোমকেশ হল সাহিত্য, আর ফেলুদা কিশোর অ্যাডভেঞ্চার।

      Delete
  2. বহু-বহুদিন বাদে প্রবেশ এই ব্লগে - বাঙালির একমাত্র 'ম্যাচো' ডিটেকটিভ নিয়ে কিছু পড়তে এবং বলতে কার-ই না ইচ্ছা করে !!
    ১) রয়েল বেঙ্গল রহস্য, তারপর ছিন্নমস্তার অভিশাপ
    ২ ও ৪) একাধিক
    ৫) 'গিনবো ?'
    ৬) একাধিক - বিশেষ করে জটায়ুর: "এতেও ভরসা নেই বলছেন ?" "এ জনমে আর হইলো না:" মন্দার বোসের: "পেরুর কথা মনে পড়ে যায় !!"
    ৮) সৌমিত্র, তারপর সৌমিত্র, এবং সৌমিত্র
    ১১) রয়েল বেঙ্গল রহস্য
    ১২) অবশ্যই "মগনলাল মেঘরাজ"
    ১৩) কোনটাই নয়
    ১৫) ঘুরঘুটিয়া
    ১৭) মেমারি
    ১৮) জয়সলমীর
    ১৯) ফেলুদার মধ্যে "কি নেই" সেটা বলা সহজ হবে !!
    ২০) "ছিন্নমস্তার অভিশাপ" - actually সোনার কেল্লা-র সাফল্যের পর ভেবেছিলাম উনি ওটাই করবেন।

    ReplyDelete
    Replies
    1. বিষয় নম্বর সাতটা মিস করে গিয়েছিলাম, কুন্তল। ঠিক করে দিচ্ছি, ধন্যবাদ।

      একমাত্র মাচো গোয়েন্দা আর বলা যাবে না, কুন্তল। অঞ্জন দত্তর নতুন ব্যোমকেশ দেখেছেন? যেখানে যিশু ব্যোমকেশ সেজেছেন? মাফিয়াদের লজ্জা দেবেন মাচোনেস-এ। গিনবো সংলাপটা আমারও খুব প্রিয়। ফেলুদার মধ্যে কী কী নেই জানার আগ্রহ হচ্ছে বেশ।

      বহু-বহুদিন বাদে অবান্তরে পা রাখার জন্য কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ।

      Delete
    2. হা:হা: - না দেখা হয়ে ওঠেনি এখনও - তবে ব্যোমকেশ কিন্তু "গোয়েন্দা" ছিলো না - তাই "ম্যাচো গোয়েন্দা" বলতে সবেধন নীলমণি ওই একজনই !!

      বাঙালী গোয়েন্দা হিসাবে ফেলুদা প্রায় কমপ্লিট - তবে সেন্টিমেন্ট ভাবটা লেখক ইচ্ছা করেই তেমন দেখান নি - আর অবশ্যই 'প্রেম' ব্যাপারটাও তিনি সযত্নে এড়িয়ে গেছেন - তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত - "অবান্তর" পড়ার ইচ্ছা রইলো... next time দেশে গিয়ে অবশ্যই...

      Delete
  3. ১। প্রিয় বইঃ সোনার কেল্লা

    ২। অপ্রিয় বইঃ ভূস্বর্গ ভয়ঙ্কর

    ৩। প্রিয় সিনেমাঃ (এখানে ফেলুদার গল্প নিয়ে বানানো সব সিনেমা ধরা হচ্ছে। এবং টেলিফিল্ম ধরা হচ্ছে না।) সোনার কেল্লা

    ৪। অপ্রিয় সিনেমাঃ একটাও না

    ৫। প্রিয় লাইন (বইয়ের): বেঙ্গুর!

    ৬। প্রিয় লাইন (সিনেমার): আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে

    ৭। ফেলুদার ভূমিকায় প্রিয় অভিনেতাঃ সৌমিত্র।

    ৮। তোপসের ভূমিকায় প্রিয় অভিনেতা (সিনেমার): সিদ্ধার্থ চ্যাটার্জী।

    ৯। এর পরে যুক্তিপূর্ণ পারম্পর্য রক্ষা করে যে পয়েন্টটা আসার কথা, লজ্জার মাথা খেয়ে সেটা আর আনলাম না।

    ১০। ফেলুদার কোন বই প্রথম পড়েছিলাম/ কীভাবে ফেলুদাকে আবিষ্কার করেছিলামঃ বোম্বাইয়ের বোম্বেটে

    ১১। মগনলাল মেঘরাজ না মন্দার বোসঃ মগনলাল মেঘরাজ

    ১২। হেলমুট উঙ্গার না মার্কাস গডউইনঃ হেলমুট উঙ্গার

    ১৩। অর্জুনের নাইফ থ্রোয়িং না মরুভূমিতে উটের দৌড়ঃ অফ কোর্স উটের দৌড়। শিপ... গুড... বাট... টকিং... ইমপসিবল। বোনাস কুইজে ডাহা ফেল

    ১৪। ঘুরঘুটিয়া না গোঁসাইপুরঃ গোঁসাইপুর

    ১৫। ফেলুদার বই বা সিনেমায় একটা চরিত্র হতে পেলে আপনি কোনটা হতেনঃ সিধুজ্যাঠা। কিন্তু অত জ্ঞান আমার নেই

    ১৬। ফেলুদার কোন গুণটা সবথেকে নিজের মধ্যে চাইঃ পর্যবেক্ষণ ক্ষমতা। বোনাস কুইজের উত্তর কি বাদশাহী আংটি?

    ১৭। ফেলুদার গোয়েন্দাগিরির পটভূমি হিসেবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ - লখনৌ, গ্যাংটক, জয়সলমির, কাশী, পুরী, দার্জিলিং, লন্ডনঃ লখনৌ

    ১৮। ফেলুদার কী আছে যা আর অন্য কোনও বাঙালি গোয়েন্দার নেইঃ আপনার সাথে একমত, আবেদন

    ১৯। ফেলুদার কী নেই যা অন্য বাঙালি গোয়েন্দার আছেঃ মাথায় আসছে না

    ২০। এর পর ফেলুদার কোন গল্প নিয়ে সিনেমা হলে ভালো হয়ঃ ছিন্নমস্তার অভিশাপ। এটা তো বোধহয় এখনও সিনেমা হয়নি, তাই না?

    ReplyDelete
  4. Arre, tomar ar amar priyo feludar golpo ebong villain dutoi miley gachhe dekhchhi! Amar dharona Abir ke jodi Ray senior direct korten, seta sorbokaler sreshtho Feluda hoto.

    ReplyDelete
  5. 1. 1. Gorosthane Sabdhan 2. Chhinnomostar Obhishap 3. Joto Kando Kathmandu te.
    2. Ambar sen, Apsara theatre, golokdham rohosyo, erom aro onek kotai. jegulote feluda baire berate gache seigulo amar sobcheye beshi bhalo lage except Gorosthane.
    3. Sonar Kella. Joy Baba o bhalo.
    4. Sandeep Ray r kono feludai amar bhalo lage na.
    5,6. Line amar kichui serom mone thake na, tobe movie te Kamu ar Santosh Dutta r sob dialogue e priyo. Boi te Lalmohan Ganguly.
    7,8,9. Soumitra. Sidhhartho. Abir keo amar bhalo lage, kano bujhtei parcho. Ar Jatayu ta sotti chepe jawai bhalo.
    10. Onek kosteo mone ante parlam na.
    11. Mondar Bose
    12. Helmut.
    13. knife throwing.
    14. konotai na.
    15. Topse. Feluda r girlfriend baniye dileo apotti nei
    16. Adventurous life. no routine. bou bacchar hangama nei. jhara hat pa.
    17. Gangtok. Gangtok. Gangtok.
    18. Perfect balance. Bangali hote jake dhuti pore rabi thakur aorate hoy na.
    19. nothing
    20. Chhinnomosta ba Hotyapuri. Tobe topse ta ke change korle bhalo hoy.

    ReplyDelete
  6. ১। প্রিয় বইঃ ছিন্নমস্তার অভিশাপ

    ২। অপ্রিয় বইঃ অনেক আছে

    ৩। প্রিয় সিনেমাঃ (এখানে ফেলুদার গল্প নিয়ে বানানো সব সিনেমা ধরা হচ্ছে। এবং টেলিফিল্ম ধরাহচ্ছে না।) বোম্বাইয়ের বোম্বেটে

    ৪। অপ্রিয় সিনেমাঃ বাদশাহী আংটি

    ৫। প্রিয় লাইন (বইয়ের): হাঁয়েস

    ৬। প্রিয় লাইন (সিনেমার): শুধু ঘুঘুই দেখেছ মগনবাবু, ফাঁদ তো দেখনি, তোমার সাধের বাবাজীবনের আঁশ ছাড়ানো হচ্ছে কোতোয়ালিতে... ...আসুন ইন্সপেক্টর তেওয়ারি...

    ৭। ফেলুদার ভূমিকায় প্রিয় অভিনেতাঃ সব্যসাচী চক্রবর্তী

    ৮। তোপসের ভূমিকায় প্রিয় অভিনেতা (সিনেমার): পরমব্রত চট্টোপাধ্যায়

    ৯। এর পরে যুক্তিপূর্ণ পারম্পর্য রক্ষা করে যে পয়েন্টটা আসার কথা, লজ্জার মাথা খেয়ে সেটা আরআনলাম না। জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্ত কে নিয়ে কোনও কথা হবে না, তবে বিভুবাবু আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদি চিত্রনাট্যের একটু সাহায্য পেতেন!

    ১০। ফেলুদার কোন বই প্রথম পড়েছিলাম/ কীভাবে ফেলুদাকে আবিষ্কার করেছিলামঃ ক্লাস থ্রী, যত কাণ্ড কাঠমান্ডুতে, ফেলুদার গোয়েন্দাগিরি আর কৈলাস চৌধুরীর পাথর। কোনটা আগে পরেছিলাম মনে নেই। যত কাণ্ড কাঠমান্ডুতে আর এক ডজন গপ্পো একসঙ্গে পেয়েছিলাম।

    ১১। মগনলাল মেঘরাজ না মন্দার বোসঃ মন্দার বোস।একমত

    ১২। হেলমুট উঙ্গার না মার্কাস গডউইনঃ হেলমুট উঙ্গার।একমত

    ১৩। অর্জুনের নাইফ থ্রোয়িং না মরুভূমিতে উটের দৌড়ঃ মরুভূমিতে উটের দৌড় (সঙ্গে ট্রেন আছে বলে এটা আমার বেশি প্রিয়)

    বোনাস কুইজঃ মগনলালের কাছে কাজ করতে আসার আগে অর্জুন কোন জায়গার রাজার সার্কাসেখেলা দেখাত? মনে নেই

    ১৪। ঘুরঘুটিয়া না গোঁসাইপুরঃ ঘুরঘুটিয়া (আবার ট্রেন জার্নি)
    ১৫। ফেলুদার বই বা সিনেমায় একটা চরিত্র হতে পেলে আপনি কোনটা হতেনঃ ছিন্নমস্তার অভিশাপ-এর হাজারিবাগের মহেশ বাবুর ছোটছেলে প্রীতিন্দ্র

    ১৬। ফেলুদার কোন গুণটা সবথেকে নিজের মধ্যে চাইঃ যেকোনো অবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া

    বোনাস কুইজঃ লাইনগুলো কোন গল্পের?
    কৈলাস চৌধুরীর পাথর (?)

    ১৭। ফেলুদার গোয়েন্দাগিরির পটভূমি হিসেবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ – রাজস্থান

    ১৮। ফেলুদার কী আছে যা আর অন্য কোনও বাঙালি গোয়েন্দার নেইঃ ফেলুদার লেখকের প্রাঞ্জল ভাষা, নিখুঁত তথ্য সরবরাহ

    ১৯। ফেলুদার কী নেই যা অন্য বাঙালি গোয়েন্দার আছেঃ অ্যাডাল্ট কেস হিস্ট্রি, যেগুলো তোপসে লিখে যায় নি

    ২০। এর পর ফেলুদার কোন গল্প নিয়ে সিনেমা হলে ভালো হয়ঃ হত্যাপুরী। সহমত

    ReplyDelete
  7. 1.gorsthan e sabdhan
    2.robertson er ruby
    3.joy baba felunath
    4.nah
    5.armadillor dim er dalna
    6.aar liquid?..sref Horlicks
    7.soumitra babu
    8.sahamat,sonar kellar topse
    9.sei ar ki
    10.darjeeling jomjomat/jato kando Kathmandu te(thik mone nei)
    11.mandar bose
    12.markas ke mone porche na
    13.knife throwing...harbanspur er maharaja???...
    14.dutoi
    15.pass
    16.reguler bayam
    17.darjeeling(shahar ta khub priyo)
    18.sahamat,abedon
    19.pass
    20.je kono

    prosenjit

    ReplyDelete
  8. ১। প্রিয় বইঃ Ekadhik (Jai Baba Felunath, Sonar Kella, Hatyapuri)

    ২। অপ্রিয় বইঃ Porer sob boigulo (Nayan Rahasya bade)

    ৩। প্রিয় সিনেমাঃ (এখানে ফেলুদার গল্প নিয়ে বানানো সব সিনেমা ধরা হচ্ছে। এবং টেলিফিল্ম ধরাহচ্ছে না।) সোনার কেল্লা Ekmot

    ৪। অপ্রিয় সিনেমাঃ Latest gulo dekhini tai bolte parlam na

    ৫। প্রিয় লাইন (বইয়ের): Ginbo?

    ৬। প্রিয় লাইন (সিনেমার): Motamuti sobei

    ৭। ফেলুদার ভূমিকায় প্রিয় অভিনেতাঃ Soumitro. Onake chhara kauke dekhini tai motamot ta thik nao hote pare.

    ৮। তোপসের ভূমিকায় প্রিয় অভিনেতা (সিনেমার): Ekmot

    ৯। এর পরে যুক্তিপূর্ণ পারম্পর্য রক্ষা করে যে পয়েন্টটা আসার কথা, লজ্জার মাথা খেয়ে সেটা আরআনলাম না। hehe

    ১০। ফেলুদার কোন বই প্রথম পড়েছিলাম/ কীভাবে ফেলুদাকে আবিষ্কার করেছিলামঃ Bombaier Bombate-Gasainpur saogorom

    ১১। মগনলাল মেঘরাজ না মন্দার বোসঃ Maganlal Meghraaj

    ১২। হেলমুট উঙ্গার না মার্কাস গডউইনঃ Marcus Godwin

    ১৩। অর্জুনের নাইফ থ্রোয়িং না মরুভূমিতে উটের দৌড়ঃ Knife throwing

    বোনাস কুইজঃ মগনলালের কাছে কাজ করতে আসার আগে অর্জুন কোন জায়গার রাজার সার্কাসেখেলা দেখাত?

    ১৪। ঘুরঘুটিয়া না গোঁসাইপুরঃ গোঁসাইপুর। এ শতাব্দীতে থেকে পালকি চড়া আর ইলেকট্রিসিটি বাদদেওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। Ekmot

    ১৫। ফেলুদার বই বা সিনেমায় একটা চরিত্র হতে পেলে আপনি কোনটা হতেনঃ তোপসে।

    ১৬। ফেলুদার কোন গুণটা সবথেকে নিজের মধ্যে চাইঃ ওই বয়সে ওর মতো বুদ্ধি খুব কম লোকেরহয়। আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়া ও ভালোক্রিকেট জানে, প্রায় একশো রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, একটু একটু হিপনোটিজম্জানে, ডান হাত আর বাঁ হাত দুহাতেই লিখতে জানে, আর ও যখন স্কুলে পড়ত তখনই ওর মেমারিএত ভালো ছিল যে দুবার রিডিং পড়েই পুরো 'দেবতার গ্রাস' মুখস্থ করেছিল।

    Punctuality

    বোনাস কুইজঃ লাইনগুলো কোন গল্পের?Feludar goyendagiri

    ১৭। ফেলুদার গোয়েন্দাগিরির পটভূমি হিসেবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ - লখনৌ,গ্যাংটক, জয়সলমির, কাশী, পুরী, দার্জিলিং, লন্ডনঃ Jaisalmer (Feluda otake Bangalir must visit place kore diyeche!)

    ১৮। ফেলুদার কী আছে যা আর অন্য কোনও বাঙালি গোয়েন্দার নেইঃ Kupmundakata

    ১৯। ফেলুদার কী নেই যা অন্য বাঙালি গোয়েন্দার আছেঃ No comment
    ২০। এর পর ফেলুদার কোন গল্প নিয়ে সিনেমা হলে ভালো হয়ঃ হত্যাপুরী, Chhinnomostar Obhisaap!

    ReplyDelete
  9. ১। প্রিয় বইঃ বাদশাহী আংটি

    ২। অপ্রিয় বইঃ হয়ত অম্বর সেন অন্তর্ধান রহস্যই বাছব।

    ৩। প্রিয় সিনেমাঃ সোনার কেল্লা

    ৪। অপ্রিয় সিনেমাঃ কৈলাসে কেলেঙ্কারি

    ৫। প্রিয় লাইন (বইয়ের): "ব্রিটানিয়া না দেখে ব্রিটানিকা দেখলে আরও নিশ্চিন্ত হতাম।"

    ৬। প্রিয় লাইন (সিনেমার): "আপনি হিন্দিটা চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে।" আর "আছে! আছে! আমাদের টেলিপ্যাথির জোর আছে!"

    ৭। ফেলুদার ভূমিকায় প্রিয় অভিনেতাঃ অভিনয়ের দিক দিয়ে সৌমিত্র। বইয়ের ফেলুদার সঙ্গে মিল হিসেবে আবীরকে আমারও খারাপ লাগেনি।

    ৮। তোপসের ভূমিকায় প্রিয় অভিনেতা (সিনেমার): সোনার কেল্লার সিদ্ধার্থ চ্যাটার্জী।

    ৯। বলাই বাহুল্য ।

    ১০। এটা আমারও মনে নেই। তবে এটা মনে আছে যে প্রথম সোনার কেল্লা দেখতে বসার আগে অবধি জানতামনা সেটা একটা ফেলুদার গল্প, তখন আমার কয়েকটা ফেলুদা পড়া হয়ে গেছে।

    ১১। মগনলাল মেঘরাজ না মন্দার বোসঃ মন্দার বোস।

    ১২। হেলমুট উঙ্গার না মার্কাস গডউইনঃ হেলমুট উঙ্গার। ও আবার ফটোগ্রাফার।

    ১৩। অর্জুনের নাইফ থ্রোয়িং না মরুভূমিতে উটের দৌড়ঃ উটের দৌড়

    বোনাস কুইজঃ হরবংশ পুরের রাজা

    ১৪। ঘুরঘুটিয়া না গোঁসাইপুরঃ গোঁসাইপুর।

    ১৫। ফেলুদার বই বা সিনেমায় একটা চরিত্র হতে পেলে আপনি কোনটা হতেনঃতোপসে।

    ১৬। ফেলুদার কোন গুণটা সবথেকে নিজের মধ্যে চাইঃ আমি উচ্চতাটা পেলেই বর্তে যেতাম। :(

    বোনাস কুইজঃ লাইনগুলো কোন গল্পের? (এটা কি হল?)

    ১৭। ফেলুদার গোয়েন্দাগিরির পটভূমি হিসেবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ -লখনৌ, গ্যাংটক, জয়সলমির, কাশী, পুরী, দার্জিলিং, লন্ডনঃ দার্জিলিং। যদিও আমি এর মধ্যে শুধু লখনৌ, কাশী আর পুরী গেছি।

    ১৮। ফেলুদার কী আছে যা আর অন্য কোনও বাঙালি গোয়েন্দার নেইঃ এইরে, বাঙালী গোয়েন্দা বলতে তো ব্যোমকেশ ছাড়া আর কারুর নামই মনে পড়ছেনা। কাকাবাবু, কিকিরা, কর্নেল এদেরকেও ধরতে হবে নাকি? অর্জুন আছে অবশ্য। আমার মনে হয় জেনারেল নলেজ।

    ১৯। ফেলুদার কী নেই যা অন্য বাঙালি গোয়েন্দার আছেঃ হয়ত পারিবারিক পিছুটান। ব্যোমকেশ তো বিয়ে করে সংসারী হল, অর্জুনের মায়ের কথা শোনা যায়। মিতিন মাসির কথা নাহয় আর নাই বললাম। ফেলুদার সঙ্গে তোপসে ছাড়া বাড়ির আর কারুর কোনও কথাবার্তা চোখে পড়েনা প্রথম দুয়েকটা গল্প বাদে।

    ২০। এর পর ফেলুদার কোন গল্প নিয়ে সিনেমা হলে ভালো হয়ঃ গ্যাং। অনেক তো জটায়ু দেখলাম, এবার জটায়ু ছাড়াই নাহয় দেখা যাক।

    ReplyDelete
    Replies
    1. সরি, বোনাস কুইজটা ধরতে পারিনি। আমি আন্দাজ করছি লাইনগুলো বাদশাহী আংটির।

      Delete
  10. 'ব্যোমকেশ সাহিত্য আর ফেলুদা কিশোর এডভেঞ্চার ' ? ? ?

    ReplyDelete
  11. আলু পোস্ত ব্লগে আলু পোস্ত ছবি থকলে সাহিত্য হতে বাধা নেই কোন sngaay. মনে হয়.

    ReplyDelete
    Replies
    1. আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

      Delete

Post a Comment