সাপ্তাহিকী
রবীন্দ্রনাথের মৃত্যুতে দেশবিদেশের কত-না জনের কতরকমের প্রতিক্রিয়ার খবর জানি আমরা। কিন্তু সবই কি আর জানি? আমারও একটা প্রতিক্রিয়া হয়েছিল তখন সেই ন’বছর বয়সে, আর আজ ভেবে দেখলে সন্দেহ হয় যে সেটাকে বেশ মৌলিক বলাই চলে, হয়তো একেবারে অদ্বিতীয়।
ইস্কুলে তখনও ভর্তি হইনি, তবু স্কুলপাঠ্য একখানা বই হাতে নিয়ে বসে আছি জানলার ধারে। সবে শুরু হয়েছে দুপুর। বাড়িতে একটা থমথমে ভাব, কেননা পাশের ঘরে বাবা কয়েকদিন ধরে শুয়ে, জ্বর হয়েছে। মেঘ-মেঘ দিনটা, কখনো মেঘ আসে কখনো কেটে যায়, আর মাঝে মাঝে বইয়ের পাতা ওলটাই আমি। এমন সময়ে সমবয়সী এক বন্ধু এসে দাঁড়ায় জানলার বাইরে, পেয়ারাগাছের পাশে। জিজ্ঞেস করে আমাকেঃ ‘জানিস তো খবর?’ ‘কী খবর?’ রবীন্দ্রনাথ আর নেই। ইনস্টিটিউটের রেডিয়োতে বলেছে।‘
শুনে চুপ করে থাকি অল্পক্ষণ। আর তারপর ক্ষিপ্র হাতে পাতা উলটিয়ে বার করি বইয়ের সেই জায়গাটা যেখানে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। সামনেই ছিল দোয়াত। কলমটা তাতে ডুবিয়ে নিয়ে, বইটির মুদ্রিত রবীন্দ্রনাথ ঠাকুর নামটার ঠিক আগে আমি বসিয়ে দিই নিটোল একটা চন্দ্রবিন্দু। ব্যস, আমার দায়িত্ব শেষ।
--- শঙ্খ ঘোষ, বইয়ের সঙ্গে সর্দারি (‘বইয়ের ঘর’ বই থেকে)
জামাইষষ্ঠী কাছাকাছি এলেই প্রতি বছর আমাদের স্টেশনের বুড়ো বটগাছের গায়ে কারা যেন রসিকতা করে আঁকাবাঁকা অক্ষরে লিখে বোর্ড টাঙিয়ে দিয়ে যেত, ‘এখানে জামাই ভাড়া পাওয়া যায়’। জাপানে বন্ধু ভাড়া পাওয়া যাওয়ার ব্যাপারটা জেনে মনে পড়ে গেল।
চা বানানোর এগারোটা নিয়ম। সবক’টা নিয়মই অলঙ্ঘ্যনীয়, তবে আমার মতে লাস্টেরটা সবথেকে বেশি অলঙ্ঘ্যনীয়। Lastly, tea—unless one is drinking it in the Russian style—should be drunk without sugar. I know very well that I am in a minority here. But still, how can you call yourself a true tea lover if you destroy the flavour of your tea by putting sugar in it? It would be equally reasonable to put in pepper or salt. Tea is meant to be bitter, just as beer is meant to be bitter. If you sweeten it, you are no longer tasting the tea, you are merely tasting the sugar; you could make a very similar drink by dissolving sugar in plain hot water.
আপনার জীবনে ড্রামার প্রয়োজন কতখানি? আমার ‘ভেরি লো’।
সিদ্ধান্তটা খুবই শক্ত। অগাধ টাকা দিয়ে কী করা যায়? ইয়াট কেনা যায়, কিংবা একক্লাস ছোট ছোট ছেলেমেয়েদের কলেজে পাঠানোর ব্যবস্থা করা যায়। Marty Burbank আর তাঁর স্ত্রী কী সিদ্ধান্ত নিলেন?
Yesss. Amio cha khai dudh chini chhara, the more the bitterness the better. Partly owing to health issue, partly karon oi cha r modhye aje baje jinis (dudh, chini etc) dile cha'r flavour r ma bon hoye jaye.
ReplyDeleteNeed for drama is 'high' in my life, seta janar jonno quiz na nileo cholto jodio. Ami gyan paapi.
হাহা, পাপের কী আছে, কুহেলি। দুধ চিনি ছাড়া চায়ে হাই ফাইভ।
Deleteamio dudh chini chhara cha khai.. r bubble tent er review http://www.amazon.com/HolleywebTM-Inflatable-Bubble-Outdoor-Camping/dp/B00PR3BJYQ/ref=pd_sim_sbs_200_5?ie=UTF8&dpID=51gNJsR2QQL&dpSrc=sims&preST=_AC_UL160_SR136%2C16
ReplyDeleteহাহা, কিনবে ভাবছ নাকি, চুপকথা?
DeleteNah tomar deoya link ta r tolay Amazon link ta chhilo bole dekhte gechhilam. Tarpor reviewgulo eto mojar laglo je share korlam. :)
DeleteNotun bochor er shubheccha o bhalobasha niyo Kuntala. Ektu deri hoye gelo karon Bangalore giyechilam 1 week er jonne ... ekdom out of touch chilam. Archisman babu ar Abantor er jonne o roilo onek shubheccha.
ReplyDeleteKhub bhalo theko.
তোমরাও খুব ভালো থেক, শর্মিলা। ব্যাংগালোর বেড়াতে গিয়েছিলে বুঝি?
Deletebesh moja pelam ebare saptahiki pore :) -PB
ReplyDeleteথ্যাংক ইউ, প্রদীপ্ত।
Delete