New York Times By the Book tag




নিউ ইয়র্ক টাইমস্‌-এর বুক রিভিউ কলামের একটা নিয়মিত ফিচার হচ্ছে লেখকের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের অংশ হিসেবে লেখককে কয়েকটা প্রশ্ন করা হয়। সেই সব প্রশ্নের মধ্য থেকে বেছে বুকটিউবার মারি বার্গ এই নিচের প্রশ্নপত্রটি বানিয়েছেন। আমি তার উত্তর দিলাম। আপনারাও ইচ্ছে করলে দিতে পারেন। 

*****

1. What book is on your night stand now?

আমার নাইটস্ট্যান্ড নেই, একখানা টেবিল আছে। সেটার ওপর আমার কারেন্টলি রিডিং বইগুলো থাকে। আপাতত সেখানে জে. জি. ফ্যারেল-এর 'সিজ অফ কৃষ্ণপুর' আর রানী চন্দর 'পথে ঘাটে' দেখতে পাচ্ছি। 

2. What was the last truly great book you read?

এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব সোজা, কারণ লাস্ট যে বইটা আমি পড়লাম সেটা এমা ডনাহিউ-র 'রুম', এবং আমার মতে বইখানা সত্যিই গ্রেট। এ বিষয়ে আর বলছি না, এপ্রিল মাসের বইয়ের পোস্টে বলব। 

3. If you could meet any writer – dead or alive – who would it be? And what would you want to know?

এই প্রশ্নটা মাস ছয়েক আগে করলে আমি হয় বলতাম আগাথা ক্রিস্টি নয় সত্যজিৎ রায়, কিন্তু এখন বলছি কারও সঙ্গে দেখা করতে চাই না। বড় লোকেরা দূর থেকেই বড়। দেখাই যখন করব না তখন তো কিছু জানতে চাওয়ার প্রশ্ন ওঠে না। 

4. What books might we be surprised to find on your shelves?

অন্যের সারপ্রাইজ প্রেডিক্ট করা শক্ত। তবু আন্দাজে বলছি, ভগবদগীতা, চমস্কি, শক্তি চট্টোপাধ্যায়?

5. How do you organize your personal library.

বিষয় অনুযায়ী। গোয়েন্দা, কবিতা, প্রবন্ধ। এক লেখকের সব বই একজায়গায় রাখি। 

6. What book have you always meant to read and haven’t gotten around yet? Anything you feel embarrassed never to have read?

হুতোম প্যাঁচার মহাভারতখানা এখনও পড়িনি, পড়া উচিত। তবে সে নিয়ে লজ্জা পাচ্ছি না। জীবনে লজ্জা পাওয়ার মতো এত জিনিস আছে যে তার ওপর বই পড়া না-পড়া নিয়ে লজ্জা পেতে হলেই হয়েছে। 

7. Disappointing, overrated, just not good: what book did you feel you are supposed to like but didn’t? Do you remember the last book you put down without finishing?

আয়ান র‍্যান্ডের ফাউন্টেনহেড।  হুমায়ুন আহমেদের যে’কটা পড়েছি সবক’টা। 

সম্প্রতি কয়েকটা বই মাঝপথে পড়তে পড়তে নামিয়ে রেখেছি, সেগুলোর নাম বলছি না। কারণ সেগুলো আমি আবার তুলে নিয়ে শেষ করব। এখানে বোধহয় সেরকম বইয়ের কথা জানতে চাওয়া হচ্ছে যেগুলো আমি একবার নামিয়ে রেখেছি এবং ভবিষ্যতে আর তুলব না। তাহলে আমার উত্তর হচ্ছে ড্যান ব্রাউনের 'ইনফার্নো'। 

8. What kind of stories are you drawn to? Any you stay clear of?

রহস্য গল্পের দিকে আকর্ষিত হই। সাংসারিক প্যাঁচাল এড়িয়ে চলি। 

9. If you could require the president to read one book, what would it be?

আমি যেচে কাউকেই কোনও বই পড়তে বলতে চাই না, প্রেসিডেন্টকে তো না-ই। 

10. What do you plan to read next?

যে বইগুলো অর্ধেক পড়ে নামিয়ে রেখেছি সেগুলো। অর্থাৎ মারিও ভার্গাস লোসার ‘দ্য ওয়র অফ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড’, ট্রুম্যান কাপোটের 'ইন কোল্ড ব্লাড' আর মণীন্দ্র গুপ্তের 'অক্ষয় মালবেরি'। 


Comments

  1. এখানে বোধহয় সেরকম বইয়ের কথা জানতে চাওয়া হচ্ছে যেগুলো আমি একবার নামিয়ে রেখেছি এবং ভবিষ্যতে আর তুলব না। তাহলে আমার উত্তর হচ্ছে ড্যান ব্রাউনের 'ইনফার্নো'। - high five!
    রহস্য গল্পের দিকে আকর্ষিত হই। সাংসারিক প্যাঁচাল এড়িয়ে চলি। - highest of fives!

    ReplyDelete
    Replies
    1. হাহা, হায়েস্ট ফাইভ, কুহেলি।

      Delete
  2. 1. What book is on your night stand now?

    The Alienist by Caleb Carr.

    2. What was the last truly great book you read?

    Protector of the small quartet by Tamora Pierce

    3. If you could meet any writer – dead or alive – who would it be? And what would you want to know?
    বড় লোকেরা দূর থেকেই বড়। দেখাই যখন করব না তখন তো কিছু জানতে চাওয়ার প্রশ্ন ওঠে না।

    4. What books might we be surprised to find on your shelves?

    Persepolis, Silent Night, Secret to Speed racing

    5. How do you organize your personal library.

    No organization at all.

    6. What book have you always meant to read and haven’t gotten around yet? Anything you feel embarrassed never to have read?

    War & Peace.

    7. Disappointing, overrated, just not good: what book did you feel you are supposed to like but didn’t? Do you remember the last book you put down without finishing?

    Throne of Ice & fire.



    8. What kind of stories are you drawn to? Any you stay clear of?

    Fantasy, mystery,

    9. If you could require the president to read one book, what would it be?

    আমি যেচে কাউকেই কোনও বই পড়তে বলতে চাই না, প্রেসিডেন্টকে তো না-ই।

    10. What do you plan to read next?

    Mr. Mercedes

    ReplyDelete
  3. By the way, Archisman er jaundice sere gele ei restaurant ta try kore dekho. amar ek porichito food historian curate korechhen menu ta. amar dharona byaparta tomar pochhondo hobe. Tasallibaqsh -- April 16, 2016 at Sushant Lok, Phase I, Gurgaon. North-east inspired cuisine.

    ReplyDelete
  4. আরে আরে, এলিয়েনিস্ট পড়ছ, চুপকথা! প্লিজ জানিও কেমন লাগল। প্রোটেকটর অফ... পড়ার ইচ্ছে রইল খুব।

    আর তোমার সাজেস্ট করা দোকানটাও খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেখি যাব সময় করে একদিন। থ্যাংক ইউ।

    ReplyDelete
  5. Baah.. daarun.. "akshay mulberry" naam shunei porte icche korche.. Room aar Inferno r byapare aami sompourno ekmot.. aamaro majh pothe theme gechi kintu pore shesh korbo ei list e besh boi jome jaacche... amader dujonkei best of luck...

    aami bhabchi ei list er na pora boigulo next porbo - https://www.buzzfeed.com/lincolnthompson/41-super-suspenseful-novels-you-wont-be-able-to-put-down#.yf6doERaV

    ReplyDelete
    Replies
    1. বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, ইন্দ্রাণী। অক্ষয় মালবেরি নামটা যত ভালো, বইটা তার থেকেও ভালো। ওই যে রুবানশপ বলে একটা বাংলা অনলাইন বইয়ের দোকান বলেছিলাম, ওখানে আছে, চাইলে কিনে নিতে পারেন। আমি ওখান থেকেই কিনেছি।

      লিস্টের ওই 'বার্ড বক্স' বইটা আমি কিনব কিনব করেও কিপটেমো করে কিনছি না, এবার কিনে ফেলতেই হবে।

      Delete
  6. What book is on your night stand now?

    'চিরসখা' - নবকুমার বসু (সমরেশ বসু-র biography বলতে পারো , অসাধারণ একটি বই)
    In Defense of a Liberal Education - Fareed Zakaria ( Fresh perspective in a science/tech driven world)
    '

    2. What was the last truly great book you read

    Atypical Girl Geek - Katherine Hitchcock chronicles her experiences of a dynamic 35 year career as a programmer for IBM

    3. If you could meet any writer – dead or alive – who would it be? And what would you want to know?

    বিভূতিভুষন বন্দ্যোপাধ্যায় - পুঁইমাচার মত আরো কয়েকটি ছোট গল্প লিখতে অনুরোধ করতাম

    4. What books might we be surprised to find on your shelves?

    সব রকম ই পড়ি - রহস্য গল্প তেমন না। তোমার ব্লগ থেকে নির্বাসন দিয়ে দেবে না তো?

    5. How do you organize your personal library.

    তোমার মতই, বিষয় অনুযায়ী।


    8. What kind of stories are you drawn to? Any you stay clear of?

    নন fiction - একটু analytical সাবজেক্ট হলে ভালো, তবে খুব শক্ত subject এড়িয়ে চলি।

    9. If you could require the president to read one book, what would it be?

    প্রেসিডেন্ট আমার থেকে অনেক বেশি well read :)

    10. What do you plan to read next?

    এক নম্বরের বই দুটো শেষ করাই এখনকার টার্গেট।চিরসখা প্রায় এপিক সাইজ এর।

    ReplyDelete
    Replies
    1. 7. Disappointing, overrated, just not good: what book did you feel you are supposed to like but didn’t? Do you remember the last book you put down without finishing?

      সুনীল এর শেষের দিকের উপন্যাস গুলো, special mention - এক নারী দুই তরবারি - ভয়াবহ! এই সুনীল ই যে ইতিহাসের স্বপ্নভঙ্গ লিখেছিলেন বিশ্বাস করতে পারতাম না!

      Delete
    2. হাহা, আরে আমি নির্বাসন দেওয়ার কে, কাকলি। রহস্য পড়া লোকের সংখ্যাই বেশি, পড়ে না এমন একজনকে (আমি নিশ্চিত আরও অনেকে আছেন) জেনে ভালো লাগল। চিরসখা দেশে ধারাবাহিক বেরিয়েছিল না? ওখানে খাপছাড়াভাবে পড়েছিলাম।

      Delete
  7. Ei matro Aliensit sesh kore uthlam. Darun golpo ta. psychological thriller hisebe besh bhalo r onyorokom. Onyo jeta bhalo laglo seta holo age ami oi Greenwich village ei thaktam. Rasta gulo, jayga gulo khub porichito.Tader 100 bochhor ager look gulo kolpona korte besh bhalo lagchhilo. R ekhon ami oi metro north er hudson line er pashei thaki r regularly oi traintai chori. Dekhe moja laglo je ota ektuo paltay ni goto eksho bochhore.

    ReplyDelete
    Replies
    1. তাই বুঝি, চুপকথা? আমরা ভাবি একশো বছর না জানি কি ভয়ানক ব্যাপার, তারপর এইসব উদাহরণ দেখলে বোঝা যায় কিছুই না।

      Delete
    2. hmm downtown ta kintu ekdom palte gechhey.. Age tenement chhilo r ekhon ekta studio r dam okhane pray $1 million.

      Delete
  8. 1. What book is on your night stand now?

    টিনটিন-এর প্রথম খণ্ড যাতে তিনটে গল্প আছে, আর মৈত্রেয় জাতক।

    2. What was the last truly great book you read?

    All Quiet on the Western Front.

    3. If you could meet any writer – dead or alive – who would it be? And what would you want to know?

    সত্যজিৎ রায়, তবে কোনও একটা প্রশ্ন ভেবে বলা খুব শক্ত।

    4. What books might we be surprised to find on your shelves?

    গোটা দুয়েক ড্যান ব্রাউন।

    5. How do you organize your personal library.

    বিষয় অনুযায়ী, কিন্তু উচ্চতা মিলিয়ে। এক লেখকের সব বই একজায়গায় রাখি, যদি না বইয়ের উচ্চতায় ভয়ানক তফাৎ হয়ে যায়।

    6. What book have you always meant to read and haven’t gotten around yet? Anything you feel embarrassed never to have read?

    রাজশেখর বসুর মহাভারত। তাছাড়া প্রচুর রবীন্দ্রনাথ। ইন ফ্যাক্ট, বাংলা সাহিত্যটাই সেভাবে পড়া হয়নি।

    7. Disappointing, overrated, just not good: what book did you feel you are supposed to like but didn’t? Do you remember the last book you put down without finishing?

    লর্ড অফ দ্য রিংস। দ্য সং অফ আইস এন্ড ফায়ার। ডারউইনের অরিজিন অফ স্পিশিস।

    8. What kind of stories are you drawn to? Any you stay clear of?

    রহস্য গল্পের দিকে আকর্ষিত হই। তাছাড়া কল্পবিজ্ঞান আর হাসির গল্পও পছন্দ। সাংসারিক প্যাঁচাল এড়িয়ে চলি, তবে ব্যতিক্রম আছে।

    9. If you could require the president to read one book, what would it be?

    এটা মিলেছে। আমার খালি ভয় করে তার পছন্দ আমার সঙ্গে মিলবেনা, আর সে আমায় আড়ালে গালাগালি দেবে।

    10. What do you plan to read next?

    কয়েকটা আগাথা ক্রিস্টি জমে আছে, তাছাড়া অলীক মানুষ, আর এডগার এলান পো-এর অনেক গল্প। আইস এন্ড ফায়ার সিরিজটা আবার ধরতে পারি, কিন্তু জানিনা ধরব কিনা।

    ReplyDelete

Post a Comment