সাপ্তাহিকী
রেডি হওয়ার সময় মনে পড়ে না। সেমিনারের দরজা ঠেলে কালো আর ধূসর, নিউট্রাল আর প্রফেশনাল সমুদ্রে পা দিয়ে আমার মনে পড়ে রং নির্বাচনে আবারও ভুল হয়ে গেল। আমাকে দেখে বেশিরভাগেরই নিশ্চয় এই কথাটাই মনে হয়। কপাল ভালো তাঁরা মনের কথা মনেই রাখেন। হাতে গোনা কেউ দৌড়ে এসে বলে, হয়তো ইয়ার্কি করেই, আই লাআআআভ ইন্ডিয়ান ক্লোথস। শুনে আমি খুশি হই। হাঁফ ছেড়ে ভাবি, যাক বাবা, হাল্লারাজা সেজে এসে তেমন ক্ষতিও হয়নি তার মানে।
ছবিতে আমার সঙ্গে আমার বন্ধু মাথিয়াস।
ছবিতে আমার সঙ্গে আমার বন্ধু মাথিয়াস।
*****
Traits don't change, states of mind do.
― Elizabeth Strout, Olive Kitteridge
Why do anything? (নিউ ইয়র্ক টাইমস)
আমি এঁকে “ফিমেল শিন্ডলার” বলব না। আমি বরং এঁকে আইরিন সেন্ডলার বলেই জানব যিনি আড়াই হাজার ইহুদি বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলেন।
ছবি
আমার হাসি পেয়েছিল। আপনাদেরও পায় কি না দেখতে পারেন।
ভিডিও
Moteo hallaraja na. Sundar kurti
ReplyDeleteযাক। থ্যাংক ইউ, প্রিয়াঙ্কা।
Deletetomar dress ta really sundor,khub e bhalo..cherry rong misti,,
ReplyDeleteoi mathias bhadroloker suit tao jodio darun..
prosenjit
মাথিয়াস ভয়ানক টিপটপ, প্রসেনজিৎ। মাথার চুল থেকে জুতোর ডগা পর্যন্ত ওর যত্ন দেখার মতো।
DeleteBah ,ki sundar chobi
ReplyDeleteধন্যবাদ, ধন্যবাদ।
DeleteThe first question to him should have been: How is the weather there ?
ReplyDeleteকাকে? কেন?
DeleteI think 'Anonymous' means your friend Matthias is so tall..
ReplyDeleteওহ। আরে মাথিয়াস এমন কিছু লম্বা নয়। মানে লম্বা, কিন্তু ওর থেকে লম্বা লোক আমার বাড়িতেই আছে। তবে মাথিয়াস নানারকম ক্যালকুলেশন করে ক্যামেরার সামনে দাঁড়ায়। যাতে যতখানি সম্ভব লম্বা, রোগা, হ্যান্ডসাম দেখায় (এগুলো ও অলরেডিই, কিন্তু যাতে আরও বেশি দেখায় সেজন্য)। দিল্লিতে কিন্তু সকালবেলা বেশ শীত শীত, রণদীপ। গুরুগ্রামের কী খবর?
DeleteArre Dekhechhen, Ami nijey Sheet er kotha bolte jachhilam. Gurgaon teo thanda bhabh porchhe. Sokale ar Sondhe belay. Bishesh kore rattirer dike terrace e darate ar durer 'Diwali' lights gulo dekhte besh lagey :D
Deleteএবার দিওয়ালির ছুটিটা জাস্ট মাঠে মারা গেল।
Delete:| I'm sure you'll have a great Diwali in Delhi and hope you get loads of dry fruits from your office! :)
Deleteহাহা, আমারও তাই আশা। অফিস পার্টির নেমন্তন্ন এসে গেছে, কাজেই কাজু পেস্তাটা মোটামুটি আসছে বলে ধরেই নেওয়া যায়।
DeleteDibyo lagchhey kurtite. amar office e ami roj rongberong pori ar dhusor, sada, kaloder majhe dwiper moton jege thaki.
ReplyDeleteprocrastination byaparta besh bhalo laglo. sotyi e to why do anything at all?
Rabindranath er ei golpota kodin dhorei sunchhi.
Irene Sendler er news ta ebarer best. Ar amio ekmot female shindler keno? Onake onar nijer identity tai deoaya uchit.
tara der chetona ta bujhlam na.
Indian ra introvert dekhe ektu khush hoye gelam je ami out of norm noi.
ar smart ass ta pore amar o hasi peyechhey
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চুপকথা, এমন মনোযোগ দিয়ে সব লিংক পড়ার জন্য। ইন্ট্রোভারশনটাই যে নর্ম (আমার তো ধারণা যে সব দেশকে এক্সট্রোভার্ট দেখাচ্ছে সে সব দেশেও) সেটা আমি এতদিনে বুঝেছি। সেমিনারে দেখবে, বেশিরভাগই চুপ করে থাকে, একজন দু'জনই গাঁক গাঁক করে চেঁচায়।
DeleteTomar bondhu bhodrolok ke Ami ek jholok dekhe museum er wax statue bhebechilam... :) tomar Jama ta khub bhalo ...
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ, ঊর্মি।
DeleteTor Amar juto r pochondo ek :) . tui o ekhono Bata :). Khub bhalo lagche toke jhokjhoke.
ReplyDeleteহাঁটা মানে বাটা, সাহানা।
Delete