সাপ্তাহিকী



পৃথিবীর বৃহত্তম জীবন্ত জিনিস। নীল তিমির থেকে কত গুণ বড় তা হিসেব কষার উৎসাহ নেই। তবে এটুকু বলতে পারি চার বর্গ মাইল জুড়ে জিনিসটা থাকে। 

আমার চেনার মধ্যে একজনের এক মহিলা বস্‌ শনিরবিবার কিংবা ছুটির দিন কিংবা অফিসটাইমের বাইরে ইমেলের উত্তর দিতেন না। স্কাইপ মিটিং-এ রাজি হতেন না। মহিলাকে নিয়ে সবাই হাসাহাসি করত। বলত, অদ্ভুত। আমি বলতাম তাহলে পৃথিবীর সবারই অদ্ভুত হওয়া উচিত। ঘটনাচক্রে, মহিলা ফরাসি।



Brett pulled his tank top up over his head and stared at himself in the full-length mirror. He pushed down his jeans, then his boxers, and imagined the moment when Jennifer saw him nude for the first time. His feet were average-sized, and there was hair on his toes that he should probably take care of before tonight. He liked his legs just fine, but his thighs were wide and embarrassingly muscular. He tried standing at an angle, a twist at his waist. Some improvement. In that position, it was easier to see his ass and notice that it was not as pert as it had been at 22. He clenched both cheeks, hoping that tightened its look. He sucked in his tummy and pulled his pecs up high, trying to present them like pastries in a bakery window. Would she like him? Were the goods good enough? He pouted his lips and ran his hands over his thighs, masking their expanse. Maybe.

“… a 6-year-old girl and a male fetus were killed in the same car crash, the settlement for the fetus was calculated to be up to 84 percent higher than the girl’s, according to court records.”

এ রকম উইন্ডো সিট পাই তো বর্তে যাই। 

এ সব ব্যক্তিত্বচিহ্নিতকরণের খেলা অনেকটা রাশিফলের মতো। যা-ই বলুক না কেন, মনে হবে মিলে গেছে। বা এমন কিছু বলবেই, যেটা মিলবে। তবু টাইমপাসের জন্য খেলা। এটা ওই এবিসিডি খেলাটার একটা উন্নততর সংস্করণ। এরাও তাই তাই বলেছে যা বাকি সবাই বলে। আমি অন্তর্মুখী, ইমপালসিভ, প্রকৃতিপ্রেমী, মুখচোরা, ভীতু এবং লিডারশিপের উল্টো যা যা গুণ হয়, হতে পারে, হওয়া সম্ভব, সব আমার মধ্যে বিদ্যমান। কিন্তু এরা আরেকটা কথা বলেছে, যেটা অন্য খেলা বলেনি। ইন ফ্যাক্ট, এরা বলেছে পারসেন্টেজের হিসেবে আমি ওইটাই সবথেকে বেশি, বাকি সব বৈশিষ্ট্যের তুলনায়। আমি একমত। আমার মাথার ভেতরটা যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনিও একমত হতেন। 



Comments

  1. amar elo Mediator (INFP-t)
    ebarer saptahiki besh hoyeche :)
    Happy Diwali ebong kalipujo
    --PB

    ReplyDelete
    Replies
    1. তোমাকেও, প্রদীপ্ত।

      Delete

Post a Comment