36 Things I Do Not Want To Do Before I Die



১। ম্যারাথন দৌড়তে

২। এরোপ্লেন থেকে ঝাঁপ দিতে

৩। সিনেমায় নামতে

৪। টেড টক দিতে (ইন ফ্যাক্ট, কোনও রকম পাবলিক স্পিকিং করতে) 

৫। আয়ান র‍্যান্ডের বই পড়তে

৬। মদগাঁজাসিগারেট ধরতে

৭। চা ছাড়তে

৮। ডলফিনদের সঙ্গে সাঁতার কাটতে

৯। গণ-বেড়াতে যেতে

১০। লিডারশিপ/ওয়েলনেস মার্কা ট্রেনিং-এ গোল হয়ে বসে মনের কথা বলতে

১১। অষ্টমীর রাতে কলকাতায় ঠাকুর দেখতে বেরোতে

১২। অর্চিষ্মানকে ছেড়ে থাকতে

১৩। বিগ বসের বাড়িতে পা রাখতে

১৪। যুদ্ধের মধ্যে পড়তে

১৫। এভারেস্ট চড়তে

১৬। চিটফান্ডে বিনিয়োগ করতে

১৭। অর্ণব গোস্বামীর অটোগ্রাফ নিতে

১৮। বাবা/মাতা/সংঘ/মিশনের পাল্লায় পড়তে

১৯। প্রেমে প্রত্যাখ্যাত হতে

২০। ট্যাটু আঁকতে

২১। যাঁরা বলেন নারীবাদের দরকার কী, একেবারে মানববাদ হলেই তো ভালো হয়, তাঁদের সঙ্গে কথা বাড়াতে

২২। খ্যাপা ষাঁড়ের সামনে হাজার হাজার লোকের সঙ্গে দৌড়তে

২৩। হাজার হাজার লোকের সঙ্গে পাকা টমেটো গায়ে মাখতে

২৪। একলা ঘরে ভূতের সিনেমা দেখতে

২৫। ভূতুড়ে বাড়িতে রাত কাটাতে

২৬। রাজনীতিতে নামতে

২৭। শুক্কুরবার শুক্কুরবার সন্তোষী মা-র ব্রত রাখতে

২৮। টিকিট কেটে (সত্যি বলতে কি, ফ্রিতেও) বক্সিং ম্যাচ দেখতে

২৯। আইসল্যান্ড না দেখেই মরে যেতে

৩০। অলিম্পিক/ওয়ার্ল্ড কাপ ইত্যাদি সশরীরে দেখতে যেতে

৩১। মহাশূন্যে ভাসতে

৩২। ‘এক্সট্রিম পিকনিক’ করতে 
উৎস গুগল ইমেজেস

৩৩। সালসা/জুম্বা নাচতে

৩৪। বাঘ কিংবা অন্য কারও গলায় মালা দিতে

৩৫। কলকাতা সি আই ডি-র সব সিজনের সব এপিসোডের ডিভিডি না কিনেই মরে যেতে

৩৬। পরের বছর সাঁইত্রিশজনিত লিস্ট বানানোর আইডিয়া মাথায় এলে পত্রপাঠ সেটাকে কুলোর বাতাস দিতে। ছত্রিশেরটা বানাতে গিয়ে কেমন গলদঘর্ম হয়েছিলাম সে কথা ভুলতে।


Comments

  1. ১, ২, ১৫, ২৪, ২৫, ৩১ হাইলি করতে উৎসাহী, যদিও সবকটা করে ওঠা যাবে বলে মনে হয় না। আর ৪ নম্বর , মানে পাবলিক স্পিকিং মাঝেসাঝেই করতে হয়, উপায় নেই। :-( যদিও করতে তেমন ভালোবাসি না। ভালো কথা, " a girl is a half formed thing" পড়তে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। পড়তে শুরু করেছি, এবং খুবই ভালো লাগছে।

    ReplyDelete
    Replies
    1. আরে হাফ ফর্মড থিং পড়ছেন, সন্ময়, খুব ভালো লাগল শুনে। অসামান্য লাগবে দেখবেন।

      Delete
  2. মোটামুটি মিলেছে, তবে ted talk দিতে আমার ভাল‌ই লাগবে।

    ReplyDelete
    Replies
    1. ছাত্র পড়িয়ে বক্তৃতা দেওয়ার ভয় কেটে গেছে আপনার।

      Delete
  3. bah bah.. aamaar satheo pray sob e mileche.. khali mod gnaja ayn rand aagei hoye geche.. aar aapni bondhu bole archisman er point eo omil janalam... :) :)

    baki 33ta point e high five...

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, ইন্দ্রাণী। খুব ভালো লাগল মন্তব্য পেয়ে।

      Delete
  4. কেলেঙ্কারী একেবারে! আপনি যে ভেবে ভেবে ৩৬টা বের করেছেন এই জন্যেই তো আপনার একটা হাই ফাইভ পাওয়া উচিত ! নতুন বছর সুস্থ অবস্থায় আনন্দে কাটুক :)

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, অন্বেষা।

      Delete
  5. Shubho Jonmo din Kuntala :)
    List ta besh baniechho, etogulo bhebe bar korte kirokom somoy laglo janio. - Bratati.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ব্রততী। কাল রাতে শেষ করে শোব ভেবেছিলাম, আজ ঘুম থেকে উঠে আবার ঘণ্টাখানেক লড়তে হয়েছে।

      Delete
  6. গণ-বেড়াতে যেতে
    চিটফান্ডে বিনিয়োগ করতে
    বাবা/মাতা/সংঘ/মিশনের পাল্লায় পড়তে
    শুক্কুরবার শুক্কুরবার সন্তোষী মা-র ব্রত রাখতে
    ‘এক্সট্রিম পিকনিক’ করতে
    সালসা/জুম্বা নাচতে....

    high five

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, প্রসেনজিৎ।

      Delete
  7. Happy birthday K. May the force be with you :)

    ReplyDelete
    Replies
    1. সেম টু ইউ, শম্পা। তুমিও মহানন্দে থাক, বই পড় আর পড়াও।

      Delete
  8. ২৯। আইসল্যান্ড না দেখেই মরে যেতে

    Highest-Five!

    ReplyDelete
    Replies
    1. হাহা, হায়েস্ট ফাইভ, কাকলি।

      Delete
  9. এঃ হে, বলাই হয়নি, জন্মদিনের শুভেচ্ছা!

    ReplyDelete
  10. darun :D
    prochur haslam, r amar saathe pray sobkotai milechhe

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, অরিজিত।

      Delete
  11. Arre tumio December born ei odhomer moton! Belated happy birthday! Tomar na chaoar songey onekguloei milechhe. Sudhu bhut ar CID baad. Dutoer byaparei kono idea nei!

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, রুণা। তোমাকেও মাসতুতো জন্মদিনের শুভেচ্ছা জানাই।

      Delete
  12. হ্যাপি বার্থডে কুন্তলা। কাজিরাঙা থেকে লিখছি, কাল সকালবেলায় হাতির পিঠে চাপার প্ল্যান। দাঁতাল হাতি হলে জিজ্ঞেস করব ওর নাম পবন কি না।
    এই বছর আপনার জীবনের সবচেয়ে ভালো বছর হোক।

    ReplyDelete
    Replies
    1. আরে দারুণ ব্যাপার তো! কেমন ঘুরলেন জানার অপেক্ষায় রইলাম। জন্মদিনের শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগল। থ্যাংক ইউ, দেবাশিস।

      Delete
  13. comments pore janlam...jioh kaka,,amio December e janmo...

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. ডিসেম্বর জন্মদিনে হাই ফাইভ, প্রসেনজিৎ।

      Delete

Post a Comment