সাপ্তাহিকী
How much better is silence; the coffee cup, the table. How much better to sit by myself like the solitary sea-bird that opens its wings on the stake. Let me sit here for ever with bare things, this coffee cup, this knife, this fork, things in themselves, myself being myself.---Virginia Woolf, The Waves
একজন চলচ্চিত্রনির্মাতা নিজের ফোন ইচ্ছে করে চুরি করিয়ে তারপর অ্যাপের সাহায্যে সেই ফোন/চোরকে ফলো করে একখানা সিনেমা বানিয়েছেন। অনেক চেষ্টা করেও আমি মন থেকে এই ভাবনাটা ঝেড়ে ফেলতে পারছি না যে এখানে চলচ্চিত্রনির্মাতার নীতিবোধটা বেশি প্রশ্নযোগ্য।
আমাদের দৃষ্টির একটা স্পিড লিমিট আছে জানতেন? মানে কোনও বস্তু যদি সেই লিমিটের বেশি জোরে ছোটে তাহলে আপনি সেই বস্তুটিকে স্থির দেখবেন।
পৃথিবীর সবথেকে বড় পিরামিড কোন দেশে খুঁজে পাওয়া গেছে বলুন দেখি। ঠিকই ধরেছেন, দেশটার নাম ম দিয়েই শুরু বটে। কিন্তু মিশর নয়। মেক্সিকো।
লেক মাথেসন। ভোর থেকে সন্ধ্যে, গ্রীষ্ম থেকে শীত।
Strategy on the part of the good writer of prose consists of choosing his means for stepping close to poetry but never stepping into it. নিৎশের মতে।
নিউ ইয়র্ক টাইমস-এর মতে দুহাজার ষোলোর সেরা দশটি রহস্য উপন্যাস। এর মধ্যে ক্লেয়ার ম্যাকিনটশের ‘আই লেট ইউ গো’ পড়ার ইচ্ছে আছে খুব।
বারাক ওবামার এই ফেয়ারওয়েলের বাজারে বারাক ওবামার লাখ লাখ ছবি, ক্যান্ডিড কিংবা ইন্টারনেটে ঘুরছে। কিন্তু এই ‘প্রেসিডেন্ট’এর গোটাটা এই সবে ক্যামেরাবন্দী করা গেল এতদিনে।
Comments
Post a Comment