দ্য লাস্ট সাপার




কমনসেন্সকে বেশি চাপাচাপি করলে সে বলবে, “সত্যি কথাটা হচ্ছে, এই খাওয়াই শেষ খাওয়া জানলে আমি ভয়ের চোটে দাঁতে কুটোটি কেটে দুটো করতে পারব না। কাজেই আমার লাস্ট মিল জানতে চাওয়ার কোনও মানেই হয় না।”

বলাই বাহুল্য, কমনসেন্স কিস্যু জানে না। কাজেই তাকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। ওপরের চার্টটায় বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটির কল্পনার লাস্ট মিলের কথা লেখা আছে। সিম্পল থেকে ফ্যান্সি, লো ক্যালরি থেকে হাই ক্যালরি। অত ক্ষমতা আর অমন নাক থাকা সত্ত্বেও ক্লিওপেট্রা শেষ খাওয়া হিসেবে সামান্য ফল খেতে চেয়েছিলেন, আবার সারাজীবন অনাড়ম্বর জীবনযাপন করেও অ্যাব্রাহাম লিঙ্কনের শেষ খাওয়ার লিস্ট দেখলে মাথা ঘুরে যাবে। রাজকুমারী ডায়ানা মরণকালে খেতে চেয়েছিলেন অমলেট, কার্ট কোবেনের বাসনা ছিল শুধু এক ক্যান রুট বিয়ার।

আমার ব্যক্তিগত পছন্দ মিলেছে বেশি প্রেসিডেন্ট কেনেডির সঙ্গে। কেনেডি ব্রেকফাস্ট খেতে চেয়েছিলেন বলেই হয়তো। ভেবেচিন্তে দেখলাম, আমিও শেষ মিল হিসেবে ব্রেকফাস্টই খেতে চাই। আমার ফেভারিট ব্রেকফাস্ট। এক কাপ চা আর টোস্ট। মাখন মার্মালেড কিচ্ছু না, জাস্ট শুকনো মুচমুচে একপিস টোস্ট। আর হ্যাঁ, চা পাতা দেওয়ার আগে জলটা যেন রোলিং বয়েল হয় সেটা খেয়াল রাখলে যারপরনাই বাধিত হব।

আপনার শেষ খাওয়ার বাসনা কী?

     

Comments

  1. Dhnowa otha gobindobhog chaal. Tatey ek chamoch ghee. Aloo seddho. Sidey ekta dim seddho ar ekta knachalonka.

    ReplyDelete
    Replies
    1. খিদে পেয়ে গেল। স্যাড।

      Delete
  2. phulko luchi, kalo jeere diye (holud chara) aloor tarkari aar ekta gorom rossogolla.

    ReplyDelete
    Replies
    1. আহা, কী মনোরম ইচ্ছে শম্পা। এই ইচ্ছেটা অবশ্য আমার থেকেও আমার মায়ের সঙ্গে বেশি মিলেছে। গরম রসগোল্লা খাওয়ার জন্য আমার ধারণা আমার মা অনেক কিছু করতে পারেন।

      Delete
  3. Starter hishebe Sheek Kabab, tarpor ek plate Mutton Biriyani, Chicken Chaap....aar shesh paate Firni...tarpor ek khili Benarasi Paan......

    ReplyDelete
    Replies
    1. মারাত্মক মেনু দেখছি তো তোমার শ্রমণ। শেষপাতে পানের ছোঁয়াটুকু দিয়ে নিজেকে যথার্থ রসিক প্রমাণ করলে। ভেরি গুড।

      Delete
  4. Aaahh..erokom khele tobe na nishchinte bolte parbo "Moron re tnuhu momo shyamosomaan " !

    ReplyDelete
    Replies
    1. হাহা, এক্কেরে হক কথা শ্রমণ।

      Delete
  5. Amar barir pasher Madhumita restaurant er chicken hakka chowmein ar chilli chicken.

    ReplyDelete
    Replies
    1. হাহা রাকা, রেস্টোর‍্যান্টের নাম শুনেই বুঝতে পারছি চাউমিন দারুণ খেতে। খুবই ভালো পছন্দ তোমার।

      Delete
    2. Tomake Madhumita niye ekta golpo boli. Amra shobshomoy phone kore order ditam ar ora barite diye jeto, school er bondhu bandhob ra Ashle ba barite ranna na thakle Madhumita ke phone jeto. Ekdin baba phone koreche, jiggasha koreche "hello Madhumita?" Uttor eseche "hyan" baba duto chowmein order diyeche ar O pash theke darun chechamechi, gaaligalaj. Baba taratari phone kete bhabche byaparta ki holo, Tarpor phonebook check kore dekhe amader protibeshi Madhumita ke phone kore diyechilo. Bhaggish bojheni ke phone ta korechilo. Hehehe

      Delete
    3. হাহাহাহাহাহা, সিরিয়াসলি জোরে জোরে মাথা নেড়ে হাসছি রাকা। বেচারা কাকু। আরও বেচারা মধুমিতা দেবী। মহিলার কাছে নিশ্চয় মাঝে মাঝেই রোল চাউমিনের অর্ডার যেত। রেগে গিয়ে "নাম পাল্টাও" বলে দোকানকে যে উকিলের চিঠি পাঠাননি, সেই অনেক।

      Delete
  6. পৃথবীর শ্রেষ্ঠ কফি।

    ReplyDelete
    Replies
    1. বাঃ, বেশ মিনিম্যালিস্টিক ইচ্ছে তো।

      Delete
    2. Prithibir best coffee khete hole ami ekta suggestion dite pari. Rome jete hobe, Caffe Sant Eustachio. Shei espresso khele ekdom fitting end to the last supper.

      Delete
    3. টুকে নিলাম রাকা। যদি কখনও কাজে লাগে। থ্যাংক ইউ।

      Delete
  7. gorom bhaat, ghee, begun bhaja ar jhal jhal pnathar mangsho...ummmm abar chello kabar thakleo mondo hoy na! ar ektu biriyani!..mane sesh khawa jokhon bhalo shob kichui khawa uchit, tai na?

    ReplyDelete
    Replies
    1. সেটা ঠিকই বলেছ পৌষালি, মনস্থির করাই সমস্যা। তোমার দুটো মেনুই লা-জবাব, যদিও আমার ব্যক্তিগতভাবে প্রথমটা বেশি মনে ধরেছে।

      Delete
  8. Nolen guRer sondesh. Aar mihidana. Porerta na diley ami jotro totro chiney potka phatatey pari :)

    ReplyDelete
    Replies
    1. এই তো মিষ্টিপ্রিয় সোমনাথের যোগ্য মেনু। নলেন গুড়ের সন্দেশ, আহা, ভাবতেই কেমন দৌড়ে বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। কমলা মিষ্টান্নের থরে থরে সন্দেশভরা ট্রেগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।

      মিহিদানা আর পটকা ফাটানোর ইচ্ছে, দুটোতেই হাই ফাইভ, সোমনাথ।

      Delete
  9. কালোজিরে ফোড়ন দেওয়া পাতলা মুসুর ডাল, কাঠি আলুভাজা, গন্ধরাজ লেবু আর ছোট্ট এক বাটি মাপা ধোঁয়া ওঠা বাসমতী চালের ভাত৷ তার সঙ্গে পাতলা কাচের গ্লাস ভরা ঠাণ্ডা জল যাতে অনেকগুলো ঘুমের বড়ি মেশানো থাকবে৷ ( এর পরেই তো বেহালায় 'জাগিও না আমায় জাগিও না ' ধুন বাজার কথা কি না!)

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা, আমি তোমার কমেন্টের শুরুটা পড়ে দারুণ খুশি হয়ে উঠছিলাম অদিতি, তারপর কাঁচের গ্লাসে বড়িটড়ি পড়ে সব কেমন গুলিয়ে গেল। মুসুরডাল আর কাঠি আলুভাজা, ম্যারেজ মেড ইন হেভেন, তাই না?

      Delete
  10. Onek khabar dabar er naam mone elo...kintu je khawa ta "last" khachchi jene khabo ke jane adou khete parbo kina! Nijer naker jol chokher jol i khete hobe mone holo..jotoi kharap laguk ! Aro onek chinta vabna jutlo....sesh mesh mone holo ekta golapi ronger "burir chu"l pelei bhalo lagbe bodh hoy! ki jani!
    :)

    ReplyDelete
    Replies
    1. আরে তোরও তো দারুণ মিনিম্যালিস্টিক পছন্দ দেখছি সাহানা। গুড গুড।

      Delete
  11. aaami onek bhablam sesh obdhi mone holo "EK GLASS CHAY"..ekdom delhi er ekgada dudh deoa, konkone shiter sokaler cha:)

    ReplyDelete
    Replies
    1. এইটা খুব ভালো পছন্দ করেছিস।

      Delete

Post a Comment