বুককেস



উৎস গুগল ইমেজেস

আজকের লিস্ট আমার ফেভারিট ফার্নিচারকে নিয়ে। বলা উচিত ফার্নিচারের বাসিন্দাদের নিয়ে। আমার লিস্ট আমি বলব, আপনারা আপনাদেরটা বলবেন। আশা করা যায়, এই বলাবলির মধ্যে দিয়ে দু’দলের বুককেসেই নতুন নতুন বাসিন্দার সম্ভাবনা বাড়বে।

আমার বুককেসের বাসিন্দাদের মধ্যে---  

প্রাচীনতমঃ পথের পাঁচালী। মা অফিসফেরতা কিনে এনেছিলেন। আমি তখনও পড়তে শিখিনি, কিন্তু শেখার পর আর যাতে সময় নষ্ট না হয়, সে জন্য।

নবীনতমঃ আমার শেষতম কেনা বই এখনও বুককেসে জায়গা পায়নি, কাজেই অর্চিষ্মানের কেনা বইয়ের নামই করতে হবে। দ্য ক্যালকাটা ক্রোমোজোম আর বিস্টলি টেলস্‌ ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার।     

সবথেকে বেশিবার পড়াঃ সুকুমার সমগ্র।

সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ বেশ কতগুলো। নতুন কেনা বইদুটো তো আছেই, তাছাড়া হিল্যারি ম্যান্টেলের উল্‌ফ্‌ হল আর ব্রিং আপ দ্য বডিস্‌ বইদুটোর কথা মনে পড়ছে।

সবথেকে দামিঃ ছবি দেখে উত্তেজিত হয়ে ন্যাশনাল জিওগ্র্যাফিকের একটা কফিটেবল বুক কিনে ফেলেহিলাম, সেইটা।

সবথেকে সস্তাঃ হর্ষবর্ধন গোবর্ধনের গল্প নিয়ে পাঁচটি চটি বই, সেই পাঁচটি চটি বইয়ের একটি বাক্স। বাক্সের মাপ আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি। মূল্য কুড়ি টাকা মাত্র। হাজারখানেক বছর আগে বইমেলা থেকে বাবামা কিনে দিয়েছিলেন।

প্রিয়তমঃ সুকুমার সমগ্র। পরশুরাম রচনাবলী।

মিসটেক মিসটেকঃ দ্য মংক হু সোল্ড হিস ফেরারি। তড়িঘড়ি বলি, বইটি কেনা নয়, উপহার পাওয়া।

ওভাররেটেডঃ দ্য ফাউন্টেনহেড।

আন্ডাররেটেডঃ  আ কনফেড্যারেসি অফ ডানসেস্‌। আমার মতে পৃথিবীর সব 'হান্ড্রেড বুকস্‌ টু রিড বিফোর ইউ ডাই' লিস্টের প্রথমে এই বইটার নাম থাকলে সেটা একটুও বাড়াবাড়ি হবে না। 

এবার আপনাদের পালা। নিন, শুরু করুন। 


Comments

  1. প্রাচীনতমঃ “বানর রাজপুত্র” - উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাবা কিনেছিলেন শেয়ালদা স্টেশন থেকে।

    নবীনতমঃ “Paddington and the Marmalede Maze” - মেয়ের জন্য কেনা।

    সবথেকে বেশিবার পড়াঃ সুকুমার সমগ্র।

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ বেশ কতগুলো।

    সবথেকে দামিঃ সৈয়দ মুজতবা আলী রচনাবলী।

    সবথেকে সস্তাঃ “মুকুট” - রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ টাকায় কলেজ স্ট্রীট থেকে কেনা।

    প্রিয়তমঃ সুকুমার সমগ্র। পরশুরাম রচনাবলী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছোট গল্প। “বাক্স বদল” টা এই সেদিন পড়লাম। “যা দেখেছি যা শুনেছি” - শশীশেখর বসু। মুজতবা আলী রচনাবলী।

    মিসটেক মিসটেকঃ ঝুম্পা লাহিরীর “The Low Land”। না কিনলেও চলতো।

    ওভাররেটেডঃ

    আন্ডাররেটেডঃ “যা দেখেছি যা শুনেছি” - শশীশেখর বসু।

    ReplyDelete
    Replies
    1. বাঃ এই তো কতগুলো না পড়া বইয়ের নাম জানা হয়ে গেল। থ্যাংক ইউ কৌশিক। ঠিকই বলেছেন, মুজতবা আলীর রচনাবলীটা আমারও প্রিয় হতে পারত। কিন্তু লিখতে ভুলে গেছি যখন আর শোধরাচ্ছি না। আপনাকে একটা বিষয়ে হিংসে হচ্ছে, মেয়ের কল্যাণে নিশ্চয় সুন্দর সুন্দর ছবিওয়ালা অনেক বই পড়া হচ্ছে এখন? "যা দেখেছি যা শুনেছি" বইটা এইবার বাড়ি গেলে জোগাড় করে পড়ব।

      Delete
    2. "যা দেখেছি যা শুনেছি" পড়ুন। বড় বসুর লেখায় অন্য মজা আছে। এমন সব অদ্ভুত বিষয়ের অবতারণা করেছেন যা অভাবনীয়।আার কন্যে এখনো শুধু শোনে, পড়ে না। তাতে অবশ্য আমারই পড়া হয়। :)

      Delete
    3. "যা দেখেছি যা শুনেছি" সত্যি পড়ব। আর আপনার কন্যে বাবার মুখে আরও অনেক গল্প শুনুক, সে গল্প শোনাতে গিয়ে বাবার আরও অনেক বই পড়া হোক, এই শুভেচ্ছা রইল।

      Delete
  2. প্রাচীনতমঃ Tuntuni'r boi - Upendrakishore Raychoudhury

    নবীনতমঃ Nihsanga Samrat - Sunil Gangopadhyay

    সবথেকে বেশিবার পড়াঃ সুকুমার সমগ্র। (eta mile gechhe, tobe arektao achhe - Durbeen by Shirshendu Mukhopadhyay)

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ বেশ কতগুলো। হিল্যারি ম্যান্টেলের উল্‌ফ্‌ হল আর ব্রিং আপ দ্য বডিস্‌ বইদুটোর কথা মনে পড়ছে (mile gelo). er songe royechhe Jhumpa Lahiri'r The Lowland, Samantha Shannon er The Bone Season.

    সবথেকে দামিঃ Seven Wonders of the World er coffee table boi ekta. Kaku jonmodin e diyechhilo class 6 e.

    সবথেকে সস্তাঃ Bibhinno lekhok er bhooter golper sonkolon ekta, 12 taka daam chhilo. protibeshi ekti poribar amar jonmodin e diyechhilo.

    প্রিয়তমঃ Durbeen (Shirshendu Mukhopadhyay), Purbo Pashchim (Sunil Ganguly) ebong gota Miss Marple collection.

    মিসটেক মিসটেকঃ Sacred Games by Vikram Chandra. emon kichhu bhalo noy.

    ওভাররেটেডঃ Jhumpa Lahiri'r Unaccustomed Earth.

    আন্ডাররেটেডঃ Durbeen by Shirshendu Mukhopadhyay। আমার মতে পৃথিবীর সব 'হান্ড্রেড বুকস্‌ টু রিড বিফোর ইউ ডাই' লিস্টের প্রথমে এই বইটার নাম থাকলে সেটা একটুও বাড়াবাড়ি হবে না।

    ReplyDelete
    Replies
    1. পূর্বপশ্চিম আমারও খুব প্রিয় বই প্রিয়াঙ্কা। আর তুমি মিস মার্পলের নাম করলে দেখেও খুব খুশি হলাম, আমার চেনা অধিকাংশ গোয়েন্দাপাঠকই হারকিউল পোয়্যারোকে মিস মার্পলের থেকে বেশি পছন্দ করে।

      দূরবীন তোমার খুব প্রিয় গল্প বুঝতে পারছি, আমারও খুব ভালো লাগে উপন্যাসটা। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা।

      Delete
    2. Kalkei Bangalore e amar prothom book case ta kinlam!! Tai lekhata khub prasongik laglo!! :D
      List diye feli....

      প্রাচীনতমঃ Tuntuni'r boi - Upendrakishore Raychoudhury

      নবীনতমঃ My Decade in the Premier League by Wayne Rooney, 3 din age jommodine pelam

      সবথেকে বেশিবার পড়াঃ Kandaggyan- Tarapodo Roy

      সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ Na pora boi onek achhe... ei jemon Parthib dekhte pachchi

      সবথেকে দামিঃ Lobh e pore ekta besh bhalo dekhte Sherlock Homes collection kinechhilam Crosswords theke.

      সবথেকে সস্তাঃ chhotobelae Sheyaldah station e diye gelei Nonte-Fonte/Hnada-Bhnoda/Bnatul na kine diye ma der nistar chhilo na... ogulor daam bodh hoe jokhon prothom kinechhi 4/5 taka chhilo

      প্রিয়তমঃ Deshe bideshe, Sei Somoy, Sharadindu Omnibus 3yo khondo...

      মিসটেক মিসটেকঃ Discovery of India... Crosswords e 40% discount er chokkore kine felechhilam... adou konodin pora hobe kina jani na

      ওভাররেটেডঃ Motor Cycle Diaries... khub i niros legechhilo

      আন্ডাররেটেডঃ The Mine... Arnab Ray r lekha... oto bhal psychological thriller khub kom porechhi... ar lok e nachnachi kore Durjay Dutta ar Ravinder Singh der niye...

      Delete
    3. নতুন বুককেসের জন্য অনেক অভিনন্দন, তপোব্রত। তোমার বুককেস ধনধান্যে ফুলেফলে বিকশিত হোক, এই কামনা করি। মোটরসাইকেল ডায়েরিস আমি পড়িনি, কিন্তু দ্য মাইন পড়েছি, এবং তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। গ্রেট বং বইটা লিখে নিজের গ্রেটনেস প্রমাণ করে দিয়েছেন।

      হাঁদাভোঁদা নন্টেফন্টে শুনে নস্ট্যালজিক হয়ে পড়ছি। আমার ওগুলোর বই ছিল না অবশ্য, আমি শুকতারায় পড়তাম। কিশোর ভারতী না কোন একটা বইয়ের প্রচ্ছদে আবার একটা স্পাই-সিরিজ চলত (স্পাইয়ের নাম কি কৌশিক? যদ্দুর মনে পড়ছে), আমি গল্পটা কোনওদিন বুঝতে পারিনি।

      দেশে বিদেশে, সেই সময়---হাই ফাইভ।

      Delete
    4. পোয়রো আসলে আমি ছোটবেলায় বেশি পড়িনি, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, ইত্যাদি দু চারটে ছাড়া। তখন একটু নীরস লেগেছিল বৃদ্ধকে। মিস মার্পল ওদিকে প্রত্যেকটা আমার কাছে আছে, সেই ক্লাস এইট-নাইন থেকে পড়ে যাচ্ছি, দুর্দান্ত ক্যারিশম্যাটিক মহিলা। আর দূরবীন নিয়ে বোধহয় আমার একটু পক্ষপাতিত্বই আছে, লোকে অন্তত তাই মনে করে। :-(

      Delete
    5. আহা, পক্ষপাতিত্ব তো থাকারই জিনিস, না থাকলেই অদ্ভুত। আমিও একেবারে তোমার মতো, শুরুতে পোয়্যারোর মহিমা বুঝতে আমার বেশ বেগ পেতে হয়েছিল। সত্যি বলতে কি ডেভিড সুশে না থাকলে আমার কাছে পোয়্যারোর চিঁড়ে ভিজত কিনা আমার সন্দেহ আছে।

      Delete
    6. আর হ্যাঁ, শরদিন্দু অমনিবাস মাথা থেকে বেরিয়ে গেসল, তপব্রত ভাল মনে করালি। ছোট গল্পের খন্ডগুলো আমার সবচেয়ে প্রিয়।

      Delete
    7. উফফ, ডেভিড সুশে মাইরি কাঁপিয়ে দিয়েছেন! আমারও পোয়রোতে ইন্টারেস্ট নতুন করে জাগার কারণ উনিই।

      Delete
    8. তপোব্রতর বুককেশ ভরে উঠুক।সেই সময়টা আমার হাত থেকে বাদ পড়ে গেছে, দুরবীন-এর মতো। মোটর সাইকেল ডায়রীস নিয়ে আামিও একমত।

      কুন্ডলা, স্পাই হিসেবে কৌশিক আসত শুকতারার প্রচ্ছদে। কিশোর ভারতীতে নন্টে-ফন্টে।

      Delete
    9. হ্যাঁ হ্যাঁ, শুকতারায়, মনে পড়েছে। থ্যাংক ইউ কৌশিক।

      Delete
    10. Eki. "The Mine" amar ekebare bhalo lageni. Maaney, bheeshon one-time-read legechhe. Oboshyi Greatbong ke amar totota bhallage na, setar probhaab-o hotey pare. :(

      Tapabrata nijer dadur lekha boi priyo bolechhe dekhe bhari moja lagchhe. :D

      Delete
    11. তপোব্রতর দাদু কে?

      Delete
    12. Ghabre gele naki?? :O

      BTW, tomar boi berochche boimelae... anek anek shubhechcha roilo setar jonyo! Ar hna bilombito Shubha Janmodin!!

      Delete
    13. থ্যাংক ইউ তপোব্রত।

      Delete
  3. একটা বিচ্ছিরি দিনের শেষে বেশ মন ভালো করে দেওয়া পোস্ট, থাঙ্কু :)
    যদিও অস্টিন এর বুক কেস টা ও গত ক-মাসে বেশ ভদ্রস্থ হয়ে উঠেছে হাফ-প্রাইস-বুক দোকান টা আর লাইব্রেরির বাংলা কালেকশন এর কল্যানে, তবু বাড়ির টার সঙ্গে তো তুলনা ই চলে না, তাই বাড়ির টাই বলছি।
    প্রাচীনতমঃ শরত বঙ্কিম আর রবীন্দ্র রচনাবলী। এগুলো আমার উত্তরাধিকার সুত্রে পাওয়া, তাই কোনটা সবচেয়ে প্রাচীন, বলতে পারব না।আমার চেয়ে ঢের প্রাচীন এটুকু জানি।

    নবীনতমঃ বোন্ এই গত সপ্তাহে ই একগুচ্ছ বই কিনলো।মপাসা থেকে শীর্ষেন্দু, বেশ খান সাতেক বই। (আমি কবে পড়ব কে জানে :( )

    সবথেকে বেশিবার পড়াঃ রবীন্দ্র রচনাবলী র দ্বিতীয় খন্ড (কবিতা), বিভূতিভূষণ প্রথম খন্ড (পথের পাঁচালি এবং..) আর শরদিন্দু র ঐতিহাসিক উপন্যাস।

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ এখন accessible বই গুলোর মধ্যেই বলি--অনেক গুলো না পরা। সদ্য শুরু করেছি The name of the Rose (Umberto Eco), একদম না ধরা The Road (Cormac McCarthy) আর Prisoner of Birth (Jeffrey Archer)। সব আমার জন্মদিনের পাওনা :)

    সবথেকে দামিঃ দাম ধরলে হ্যারি পটার এর বই গুলো সবচেয়ে দামী।
    (বাই দ্যা ওয়ে, ন্যাশনাল জিওগ্র্যাফিকের কফিটেবল বুক টা কি?আমার ও চাই!)

    সবথেকে সস্তাঃ রূপসী বাংলা। সত্যজিত এর প্রচ্ছদ, উই এ অধ্ধেক খাওয়া প্রথম সংস্করণ, মূল্য পাঁচ টাকা! মামার বাড়ি র জঞ্জাল থেকে উদ্ধার করে আনা আমার অন্যতম প্রিয় বই :)

    প্রিয়তমঃ নাহ, বলতে পারলামনা।এই মুহুর্তে ওই ঘরের কোণ টাই সবচেয়ে প্রিয় লাগছে :(

    মিসটেক মিসটেকঃ গড অফ স্মল থিংস। অনেকে রেগে যেতে পারেন, তবু।

    ওভাররেটেডঃ অরহান পামুক এর প্রবন্ধ কালেকশন। এমনি তে ভালোই, কিন্তু নোবেল?!

    আন্ডাররেটেডঃ আমার তো মনে হয় সুনীল গান্গপাধায় এর সেই সময় আর প্রথম আলো।বাংলায় লেখা না হলে এ দুটো বই এর অনেক সম্ভাবনা ছিল বলে আমার ধারণা।

    ReplyDelete
    Replies
    1. স্বাগতা, প্রথম আলোর ব্যাপারটা বলতে পারব না, তবে সেই সময়-এর যে "সঠিক মূল্যায়ন হয়নি" এটা আমারও মত। নেম অফ দ্য রোজ আমার খুব খুব প্রিয় বই, আশা করি তোমারও ভালো লাগবে। আমি পামুকের কিছুই পড়িনি, কিন্তু আমার এক বন্ধু ইস্তানবুল পড়েছে এবং পড়ে একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। বাড়ি গিয়ে পড়ব ভাবছি।

      কমেন্টের জন্য অনেক ধন্যবাদ স্বাগতা। তোমার বিচ্ছিরি দিনের জন্য সমবেদনা রইল। কাল পরশু খুব ভালো কাটবে দেখো।

      Delete
  4. প্রাচীনতমঃ Dadur aamoler purono Kaashidaashi Mahabharat aar Chaitanya Charitamrito

    নবীনতমঃ Du-din aage aamar sheshtomo kena boi, Archisman-er shonge mil dekhe ashchorjo hochhi, Calcutta Chromosome ! :)

    সবথেকে বেশিবার পড়াঃ Pheluda

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ Foucault's Pendulum (ekhono pora hoye otheni)

    সবথেকে দামিঃ 11-12 er Physics-er boitai hobe, Resnick-Halliday

    সবথেকে সস্তাঃ Thik mone porchhe na eta.

    প্রিয়তমঃ Bibhutibhushan-er Aparajito

    মিসটেক মিসটেকঃ The Janissary Tree. Historical fiction emnite amar besh priyo genre. Sei dekhei kinechhilam, kintu totota bhalo laageni.

    ওভাররেটেডঃ The Alchemist

    আন্ডাররেটেডঃ Uttoradhikar (Kaalbelar chhayay chapaa pore gechhe, kintu amaar beshi priyo )

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা, হায়ার সেকেন্ডারির টেক্সট বইয়ের কথা তোমার এখনও মনে আছে শ্রমণ? আমি তো হায়ার সেকেন্ডারি যে পড়েছিলাম কখনও সেটাই ভুলতে বসেছি। এই রে জ্যানিসরি ট্রি ভালো লাগেনি, আমার ওটা খুব প্রিয় বই। তাতে অবশ্য অসুবিধে কিছু নেই, কারণ উত্তরাধিকারের ব্যাপারটা যাকে বলে খাপে খাপে মিলে গেছে। কালবেলা নিয়ে সবাই লাফালাফি করে, লাফালাফি করার মতোই বই আমি মেনে নিচ্ছি, কিন্তু উত্তরাধিকার পড়ে মনের ভেতর যে একটা কেমন হয়েছিল আমার, সেটা কালবেলা পড়ে হয়নি। ইন ফ্যাক্ট, খুব কম বই পড়েই হয়েছে।

      Delete
    2. Kaalbela amaro oshombhob priyo boigulor ekta, ekta lagamchhara bhalolaga achhe kaalbelar opor, kintu uttoradhikar-ta hochhe abar.....ei re bojhate parchhina thik :) :)....ek kothay e juger pother pnachali :)

      Delete
    3. সমরেশ মজুমদার নিশ্চয় জানেন বইটা উনি কত ভালো লিখেছিলেন, কিন্তু তোমার এই বিশেষণটা শুনলে ওঁর ডবল তৃপ্তি হবে শ্রমণ।

      Delete
  5. প্রাচীনতমঃ amader barite kayekta purono mouchak patrika ache,bodhay 40 dashaker ..chotoder janyo ato sundar chabi ar lekhar shangraho ami pani anyo kothao,ami sandesh patrika anek porini, ..kintu amader chotobelar anandamela or dharekacheo ase na.
    নবীনতমঃ Sylvia Plath er The Bell Jar.eta tui suggest korechili :)
    সবথেকে বেশিবার পড়াঃ kheror khata mone hay
    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ বেশ কতগুলো। natun kena anekgulo boi
    সবথেকে দামিঃ On Beauty
    সবথেকে সস্তাঃ
    প্রিয়তমঃ পরশুরাম রচনাবলী।tithidor kintu aro ache ,eta bala besh shakto ,
    মিসটেক মিসটেকঃ Revolution 2020 ,wheeler theke kena traine parbar janyo,jaghanya, :-( :(
    ওভাররেটেডঃ The White Tiger , bhalo lageni khubekta
    আন্ডাররেটেডঃ --

    ReplyDelete
    Replies
    1. হোয়াইট টাইগার নিয়ে অতৃপ্তি আমি আগেও শুনেছি, নিজে পড়ে একবার চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করতে হবে। সন্দেশের কথা আমিও বেশি জানি না, কিন্তু মায়েদের আমলের পূজাবার্ষিকীর নমুনা আমিও কিছু দেখেছি এবং দেখে যথোপযুক্ত ইমপ্রেসড হয়েছি। খুবই উচ্চমানের ব্যাপারস্যাপার, ঠিকই বলেছিস তিন্নি।

      বেল জার পড়লি? না পড়লে পড়ে ফেল, আফসোস করবি না। গ্যারান্টি।

      Delete
  6. বরফের ঝড় হয়ে গাছ্টাছ পড়ে পুরো একটা দিন কারেন্ট ছিলনা ঠিকই, কিন্তু থাকলেও যে এ প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব সহজ হত তা নয়। কোন বইগুলোকে উত্তরে ধরব? কোনটা আমার বুককেস? এই সামনে যে দুটো দেখছি সেদুটো মিলিয়ে গোটা পঞ্চাশেক বই হবে কিনা সন্দেহ। কিন্তু এর সবগুলো কি আমার বই? এখানে যে আমার প্রিয়তম কিছু বই নেই। আর আমার জন্মের অনেক আগে থেকে আমাদের হুগলির বাড়িতে যে ছাদ অবধি উঁচু বুককেস ছিল, যার ভেতর ডুমো ডুমো মাকড়সা ছানাপোনা নিয়ে হুমো দিয়ে থাকত, আর যার বাঁধানো বইগুলো আমার দাদু বলেছিলেন আমি বড় হলে সব পাব সেগুলো তাহলে কার বুককেস? সেসব বইয়ের তো আদি নেই, অন্ত নেই, প্রথম নেই, শেষ নেই, তারা শুধু আছে। আমি একদিন জ্ঞান হয়ে দেখলাম আমার চারিদিকে রাশি রাশি বই - বাংলা, ইংরেজি, এমন কি সংস্কৃত, টেনে নিয়ে পড়লেই হল। কিন্তু আমি তো জীবনের বেশিরভাগ সময়টা থাকলাম বাড়ির বাইরে। আজ অবধি সব পড়া হয়ে উঠলনা। সেসব বইয়ের মধ্যে কিছু হয়ত আমার বাবারও জন্মের আগেকার। আবার যেসব বই পড়লাম আর ভালোবাসলাম, তার অনেকগুলোই আমার বুককেসে নেই, লাইব্রেরি থেকে এনে বা ধার করে পড়া।

    যাই হোক, মিলিয়ে মিশিয়ে যেরকম পারছি লিখছি।

    প্রাচীনতমঃ বইয়ের বয়েসের দিক দিয়ে দেখলে হয়ত "The Omnibus Ripley's Believe It Or Not!" আমার বই বলে যেগুলোকে মনে করি তার মধ্যে টুনটুনির বই, আবোল তাবোল, আর তিন নম্বরটার নাম বোধহয় The Family Encyclopedia of the Animal Kingdom.

    নবীনতমঃ Pirate Latitudes by Michael Crichton

    সবথেকে বেশিবার পড়াঃ সুকুমার সমগ্র। কিন্তু খুব কাছাকাছি টক্কর দেবে সঞ্চয়িতা, ছেলেদের মহাভারত, Physics Can Be Fun.

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ ওপরের নবীনতম বইটা তো সবে কিনেছি, এখনও পড়িনি। তাছাড়া আমার নিজের কেনা বইয়ের মধ্যে The Complete Works of Edgar Allan Poe টাও বেশ অনেকটা বাকি। বাড়ির পুরনো বইয়ের মধ্যে অনেক কিছুই না পড়া আছে এখনো।

    সবথেকে দামিঃ দারুন দারুন ছবি ওয়ালা বিদেশী কফি টেবিল বুক আমার বাবা, দাদু, বড়মামা আমার জন্য অনেক কিনে দিয়েছে এক সময়ে। Encyclopaedia of the World, Inventions that Changed the World, Tell Me Why সিরিজটা পুরোটা, The Book of Indian Birds, তারপর ওই Animal Kingdom-এর বইটাও আমারই। সেগুলো না ধরলে আমার কেনা সবথেকে দামি বইগুলো টেক্সট বই। সেগুলোকেও বাদ দিলে... হয়ত ডিজিটাল ফোটোগ্রাফির একটা বই কিনেছিলাম সেইটা।

    সবথেকে সস্তাঃ নতুন বই হলে লোকাল ট্রেন থেকে কেনা ৬০১ রকমারি রান্না। পুরনো বই ধরলে Arthur Hailey-র Overload.

    প্রিয়তমঃ সুকুমার সমগ্র আর সঞ্চয়িতা তো প্রিয় বটেই, সেই সঙ্গে শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস, কি বিভূতিভূষণের আরণ্যক বা চাঁদের পাহাড়ও প্রিয়। কিন্তু একটা বই হিসেবে এগুলোকে হারিয়ে দেবে "সেরা সন্দেশ" যেটা সন্দেশ পত্রিকার ২০ বছরের লেখার সঙ্কলন, সত্যজিৎ রায়ের সম্পাদনা করা। আমাদের বাড়ির বইটার প্রথম পাতায় নিল কালিতে সত্যজিৎ রায়ের নিজের হাতে করা সই আছে। আমি বরাবর বলেছি আমায় একটা বই বেছে নিয়ে দ্বীপান্তরে যেতে বললে আমি এই বইটাই বাছব।

    মিসটেক মিসটেকঃ আমি কোনো বই পয়সা দিয়ে কিনে ঠকে গেছি বলে মনে পড়েনা, তার কারণ হয়ত আমি খুব ভেবেচিন্তে বই কিনি। চেয়ে আনা বা কুড়িয়ে পাওয়া বই ভাল না লাগলে সেটাকে ঠিক মিসটেক বলা যায় কিনা জানিনা। তবে সেদিক দিয়ে দেখতে গেলে Darwin এর Origin of Species শুরু করেও শেষ করতে পারিনি। Lord of The Rings ও তাই। সেটা হয়ত আমার নিজেরই অক্ষমতা, কিন্তু তাও নামকরা বইয়ের মধ্যে এই দুটোর নামই মনে এল।

    ওভাররেটেডঃ The Da Vinci Code. তবে এ বইটা কেনা নয়, সুন্দর বাঁধানো এডিশন লাইব্রেরি থেকে ফেলে দিয়েছে দেখে কুড়িয়ে এনে বুক কেসে রাখা। তার আগে অবশ্য আমার পড়া হয়ে গিয়েছিল।

    আন্ডাররেটেডঃ ঘনাদা। এত সুন্দর সাইন্স ফিকশন আর কমেডির মিক্স ইংরেজিতেও খুব একটা পড়িনি।

    ReplyDelete
    Replies
    1. ভাবছিলাম বরফঝড় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সে ঝড়ে যে আপনাকে উড়িয়ে নিয়ে যায়নি সে নিয়ে স্বস্তি প্রকাশ করে মন্তব্য লেখা শুরু করব, কিন্তু দু'লাইন নিচে নেমে এসে "ডুমো ডুমো মাকড়সা ছানাপোনা নিয়ে হুমো দিয়ে থাকত," পড়ে সব গুলিয়ে গেল। লাইনটা আমি টুকে নিলাম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এটা আমি কোথাও না কোথাও, কোনও না কোনওদিন নিজের লেখা লাইন বলে চালিয়ে দেব।

      ওকে, এবার প্রসঙ্গে আসি। আপনার প্রথম প্যারাগ্রাফটা অতুলনীয় হয়েছে, সেটা জানেন নিশ্চয়। উপরি পাওনা হচ্ছে, প্যারাগ্রাফের প্রতিটি অক্ষরের সঙ্গে আমি একমত।

      ওরে বাবা, সত্যজিতের অটোগ্রাফ দেওয়া সন্দেশ আছে আপনাদের বাড়িতে? ওই বইটা দেখার জন্যই একবার হুগলী যেতে হবে দেখছি। লর্ড অফ দ্য রিংস-এর সব ভালো ভালো জিনিস মেনে নিয়েও বইটা যে ছেড়ে-দে-মা-কেঁদে-বাঁচি রকমের লম্বা, সেটা স্বীকার করতেই হবে।

      আপনি অনেক বইয়ের নাম বলেছেন, যেগুলোর আমি নাম শুনেছি বা শুনিওনি। সুযোগ হলে পড়বার ইচ্ছে রইল। আর আপনি যে সময় করে এত গুছিয়ে এত কথা লিখলেন সে জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সব ঝড়ঝঞ্ঝা দূর হোক এই কামনা করি।


      Delete
    2. এইরে, একটা স্বীকারোক্তি করা দরকার। ওই "ডুমো ডুমো মাকড়সা ছানাপোনা নিয়ে হুমো দিয়ে থাকত" টা আমি প্রায় শিওর লীলা মজুমদারের থেকে টোকা। কোন বই ঠিক মনে পড়ছেনা, দিন দুপুরে বা পদিপিসী হবে। এমনকি মাকড়সা কিনা তাও ঠিক মনে পড়ছেনা। কিন্তু লিখতে বসে লাইনটা হঠাত মাথায় ভেসে উঠলো তাই লিখে দিলাম। তবে আপনি আজকেই মাকড়সার ছানাপোনাদের নিয়ে পোস্ট লিখবেন সেটা টেলিপ্যাথির ঠাকুরদাদা বলতে হবে।

      Delete
  7. prothome e boli khub gyanbordhok post hoyeche..to do list e kichu add holo..sobar comment pore...jemon Durbin porte hobe.. Maa k kine diachilam..maa er mukhe o sunechi khub bhalo boi..

    The motorcycle diaries ekti spanish movie jeta amar personally khub bhalo legechilo, boi jani na. গড অফ স্মল থিংস amar mondo lageni...r kichu golpo chilo choto belar...aaj o porte ichhe kore...jemon The gift of the Magi, Selfish giant, Mahesh, deya nawa, ro koto....

    list e asi...

    প্রাচীনতমঃ Upendrakishore Raychoudhury-er ekti boi, janalar pase bose portam onek choto boyos e, name mone nai, mone ache lal suto nil suto -r ekti golpo chilo

    নবীনতমঃ Inferno, pora bondho ache,ordhek pora, technical jinis potro porar khub chap esache :)

    সবথেকে বেশিবার পড়াঃ class 8/9 er History boi, mone pore 18 bar revise diachilam.

    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ --

    সবথেকে দামিঃ --

    সবথেকে সস্তাঃ kom boyos e kena pocket dictionary

    প্রিয়তমঃ I too had a love story

    মিসটেক মিসটেকঃ Our trees still grow in Dehra

    ওভাররেটেডঃ The Alchemist

    আন্ডাররেটেডঃ --

    ReplyDelete
    Replies
    1. এটা একদম ঠিক বলেছেন সৌমেশ, আমারও জ্ঞান বলার মতো বৃদ্ধি পেয়েছে। বাড়ি গিয়ে কত নতুন বই কিনতে হবে ভেবেই খুশি হয়ে উঠছি। উপেন্দ্রকিশোর আমাদের অনেকের ছোটবেলার অবিচ্ছেদ্য অঙ্গ দেখছি। আর আপনার ইনফার্নো শেষ হলে কেমন লাগল বলবেন কিন্তু, আমি সেই বুঝে পড়ব। আপনার সঙ্গে ট্রিস্‌ স্টিল গ্রো ইন দেহ্‌রা-র মত মেলেনি, কিন্তু অ্যালকেমিস্ট-এর মত মিলেছে। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  8. BoRo I koshto pelaam fountainhead er overrated rating dekhey.
    Aekta fountainhead book review er opekkhaye roilaam. Contrary opinion poRtey besh bhaalo laagey. Please consider this as a dedicated-fan request.

    ReplyDelete
    Replies
    1. আরে কষ্ট পাবেন না সম্বরণ। ফাউন্টেনহেড তো ঠিক গল্পের বই নয়, একটা দর্শনের প্রোপাগ্যান্ডা। (প্রোপাগ্যান্ডা কথাটা কিন্তু খারাপ করে বলিনি, সত্যি)। আপনার যদি সেই দর্শনটা মনে ধরে তাহলে বইটা ভালো লাগবে, না ধরলে লাগবে না।

      Delete
  9. আমার গল্পটা একটু অন্য রকমের – আমি আর পড়তে পারি না, যদিও বই কেনার শখটা মেটেনি | তাই –
    http://mikupa.wordpress.com/2014/04/22/the-book-bag-retreat/

    ReplyDelete
    Replies
    1. আপনার লেখা পড়ে খুব ভালো লাগল ইন্দ্রনীর। আমারও আজকাল অনেক বই কিনে, পড়া হচ্ছে না। পড়ার স্পিড কমে গেছে, কেনার স্পিড একই আছে। এই হয়েছে মুশকিল।

      Delete
  10. প্রাচীনতমঃ bengali to bengali dictionary

    নবীনতমঃ Satamukhe Sunil Gangopadhyay

    সবথেকে বেশিবার পড়াঃ pakdondi ,golpogucho
    সবথেকে কমবার পড়া/ এখনও না পড়াঃ
    সবথেকে দামিঃ
    সবথেকে সস্তাঃ
    প্রিয়তমঃ ferighat ,pavillion of woman
    মিসটেক মিসটেকঃ samprotik puja barshiki desh
    ওভাররেটেডঃ Shantaram
    আন্ডাররেটেডঃ

    ReplyDelete
    Replies
    1. হাহা, সাম্প্রতিক যে কোনও পূজাবার্ষিকী পড়লেই ওই মিসটেক মিসটেক অনুভূতিটা হতে পারে, অনিরুদ্ধ। খুব ভালো লাগল আপনার তালিকা পড়ে। শান্তারাম সম্পর্কে হতাশার কথা আগেও বন্ধুদের মুখে শুনেছি, তাই আমি আর পড়ার চেষ্টা করিনি।

      Delete
  11. prachin--pagla dashu
    nabin-----joule bhern samagra--kodin age second hand college street theke peye gelam sob khando.
    sobcheye besibar--je kono tintin banglay
    sobcheye kombar/na pora---
    sobcheye dami---
    sobcheye soshta--mudir dokan theke kono ekta sharodiya jeta mudi kinechilo bikri walar theke,2/3 taka niyechilo mone hoy amar theke mudi dam.onek din ager kotha
    ekhono mone ache,je birat ekta successful deal complete korlam.
    ei rakam ekta mone hochchilo.
    prioyotom---tarapada ray er saras rachana samagra,mujtaba ali
    overrated--
    underrated--

    ReplyDelete
    Replies
    1. দু'তিন টাকায় শারদীয়া মানে সত্যিই সাকসেসফুল ডিল। আমার অভিনন্দন রইল।

      Delete

Post a Comment