কুইজঃ One Truth Two Lies




মিথ্যের ভিড় থেকে সত্যি বেছে বার করার দায়িত্ব আপনাদের। সত্যিমিথ্যে বাছাবাছি করার জন্য সময় দেওয়া হল চব্বিশ ঘণ্টা। অর্থাৎ দেশে উত্তর বেরোবে বুধবার সকাল দশটায়, নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটায়। ততক্ষণ কমেন্ট পাহারা দেব আমি।

লেগে পড়ুন। অল দ্য বেস্ট। 

*****

১. অশীতিপর শর্মার আসল নাম

ক) সত্যেন্দ্রনাথ দত্ত

খ) সতীনাথ ভাদুড়ী

গ) সুবিমল মিশ্র


২. 'Not only is there no God, but try finding a plumber on Sunday.' বলেছেন

ক) রিচার্ড ডকিন্স

খ) উডি অ্যালেন

গ) ডগলাস অ্যাডামস


৩. যে সিনেমায় এই সংলাপটি শোনা গেছেঃ . . . phone  home.

ক) এম এল এ ফাটাকেষ্ট

খ) সিটিজেন কেন

গ) ই. টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল


৪. অ্যাব্রাহাম লিংকনের বংশধর

ক) বিল গেটস

খ) টম হ্যাংকস

গ) আনর্ল্ড শোয়ার্জেনেগার


৫.  ‘দুটি পাতা’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন

ক) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

খ) তাপস পাল

গ) দেভ


৬. জুলেখা ডবসন মনোহরণ করেছিলেন যাঁর, তাঁর নাম

ক) সুনীল গঙ্গোপাধ্যায়

খ) শ্রীজাত

গ) শক্তি চট্টোপাধ্যায়


৭.  _____; or, The Modern Prometheus

ক) Frankenstein

খ) Oliver Twist

গ) Peter Pan


৮. 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' যাঁর জীবনের গল্প তাঁর নাম

ক) অদ্রীশ বর্ধন

খ) শিব্রাম চক্রবর্তী

গ) অদ্বৈত মল্ল বর্মণ


৯. '____ গান থামা এবার/ তোর ওই কুহুতান ভালো লাগে না আর. . .'

ক) কোয়েলিয়া

খ) পাপিহরা

গ) বালামুয়া


১০. মারিয়াম-উজ-জামানির স্বামীর নাম

ক) বাবর

খ) হুমায়ুন

গ) আকবর


*****



উত্তর
১. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
২. খ) উডি অ্যালেন
৩. গ) ই. টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল
৪. খ) টম হ্যাংকস
৫. ক) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
৬. গ) শক্তি চট্টোপাধ্যায়
৭. ক) Frankenstein
৮. খ) শিব্রাম চক্রবর্তী
৯. ক) কোয়েলিয়া
১০. গ) আকবর 


Comments

  1. 1. Prothomei clean bowled. Kono idea nei. :(
    2. Woody Allen
    3. ET
    4. Tom Hanks
    5. Prosenjit (?)
    6. Shakti
    7. Frankenstein
    8. Shibram
    9. Jani na. :(
    10. Akbar (Eta google korte hoyechhe)

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড বিম্ববতী। তোমার প্রম্পট উত্তর আর সততায় আমি ইমপ্রেসড। থ্যাংক ইউ।

      Delete
  2. ১. অশীতিপর শর্মার আসল নাম

    ক) সত্যেন্দ্রনাথ দত্ত ( সাহায্য নিএছি)

    ২. 'Not only is there no God, but try finding a plumber on Sunday.' বলেছেন


    খ) উডি অ্যালেন


    ৩. যে সিনেমায় এই সংলাপটি শোনা গেছেঃ ‘. . . phone home.’

    গ) ই. টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল


    ৪. অ্যাব্রাহাম লিংকনের বংশধর

    খ) টম হ্যাংকস (সাহায্য নিয়েছি)

    ৫. ‘দুটি পাতা’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন

    ক) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (মনে হয়)


    ৬. জুলেখা ডবসন মনোহরণ করেছিলেন যাঁর, তাঁর নাম

    গ) শক্তি চট্টোপাধ্যায়


    ৭. _____; or, The Modern Prometheus

    ক) Frankenstein


    ৮. 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' যাঁর জীবনের গল্প তাঁর নাম

    খ) শিব্রাম চক্রবর্তী



    ৯. '____ গান থামা এবার/ তোর ওই কুহুতান ভালো লাগে না আর. . .'

    ক) কোয়েলিয়া



    ১০. মারিয়াম-উজ-জামানির স্বামীর নাম

    গ) আকবর
    মিঠু

    ReplyDelete
    Replies
    1. তুমি ও তোমার সাহায্যকারী দুজনকেই অনেক অনেক অভিনন্দন মিঠু। খুব ভালো খেলেছ।

      Delete
  3. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
    খ) উডি অ্যালেন
    গ) ই. টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল
    খ) টম হ্যাংকস
    ক) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
    গ) শক্তি চট্টোপাধ্যায়
    ক) Frankenstein
    খ) শিব্রাম চক্রবর্তী
    ক) কোয়েলিয়া
    গ) আকবর

    chabi die akrakamer quiz kortish ..seta kobe hobe ? - tinni


    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ দারুণ পারফরম্যানস তিন্নি। অভিনন্দন।

      Delete
  4. ১. সত্যেন্দ্রনাথ দত্ত

    ২. উডি অ্যালেন

    ৩. ই. টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল

    ৪. টম হ্যাংকস

    ৫. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    ৬. শক্তি চট্টোপাধ্যায়

    ৭. Frankenstein

    ৮. শিব্রাম চক্রবর্তী

    ৯. কোয়েলিয়া

    ১০. আকবর

    ReplyDelete
    Replies
    1. অভিবাদন ও অভিনন্দন পিয়াস। খুব ভালো খেলেছ।

      Delete
  5. ১। ক
    ২। খ
    ৩। গ
    ৪। খ
    ৫। ক
    ৬। খ ?
    ৭। ক
    ৮। খ
    ৯। ক
    ১০। গ

    ReplyDelete
    Replies
    1. জূলেখা দাগা দিয়ে গেল, নাহলে একেবারে দশে দশ। কনগ্র্যাচুলেশনস সোমনাথ।

      Delete
  6. Prothomoto notice na diye porikkha, plus osombhob shokto koschen hoyechilo.. er protibaad e ami dhornay bosbo kina bhabchi :P

    ReplyDelete
    Replies
    1. হাহা, সরি সরি স্বাগতা। পরেরটা আরেকটু সোজা করব। তুমি প্লিজ ধর্নায় বোসো না।

      Delete
  7. আমার ধারনা প্রসেনজিতের প্রথম সিনেমা ছোট্ট জিজ্ঞাসা। - Gautam Banerji

    ReplyDelete
    Replies
    1. গৌতমবাবু, আমি তো এই পাতাটা দেখে প্রশ্নটা করেছিলাম, এখানে তো দুটি পাতাই বলছে http://en.wikipedia.org/wiki/Prosenjit_Chatterjee#Film_career তবে উইকিপিডিয়া খুব একটা বিশ্বাসযোগ্য উৎস নয় সেটা মানছি।

      Delete

Post a Comment