Things I wouldn’t wish upon my enemies



(এইটি এবং এইটি দ্বারা অনুপ্রাণিত)

১. হেডফোন ছাড়া অফিসে সারাদিন।

২. অফিসের কম্পিউটারে ভুল পোর্টে হেডফোন গুঁজে ফুল ভলিউমে সুমনের গান শোনা। যতক্ষণ না কেউ একজন এসে পিঠে টোকা দিয়ে ব্যাপারটা ধরিয়ে দিচ্ছে। তারপর যখন পাগলের মতো ক্ষমা চাইছি, তখন হেসে বলছে, ‘ডোন্ট ওয়রি, ইট ওয়াজ গুড মিউজিক।’

৩. প্রাণবন্ত বন্ধু।

৪. মোটিভেশনাল স্পিকিং-এ বিশ্বাসী বস্‌।

৫. ফ্যান্সি ড্রেস ফ্রাইডে।

৬. পাশের বাড়িতে অষ্টপ্রহর সংকীর্তন।

৭. টি-ব্যাগের ল্যাজ গরম চায়ের কাপে ঢুকে যাওয়া।

৮. চেয়ারের হ্যান্ডেলে সাঁটা অন্য কারও চিবোনো চিউয়িং গাম।

৯. ভুলক্রমে অ্যাডভাইসরকে ডেটিং সাইটে জয়েন করার নেমন্তন্ন পাঠানো।  

১০. নিজে সিংগল থাকা অবস্থায় খবর পাওয়া প্রাক্তন প্রেমের আরেকটি প্রেম জুটে গেছে।

১১. পঞ্চবার্ষিকের বদলে বার্ষিক নির্বাচন।

১২. ডান্স বাংলা ডান্স।

১৩. এমন ব্লগ যার প্রতিটি কমেন্টই অ্যানোনিমাস।

১৪. এমন সহযাত্রী যাঁরা হাতে কাগজ/ম্যাগাজিন/বই দেখলেই হাত বাড়িয়ে জানতে চান, ‘আপনার হয়ে গেছে?’

১৫. ঠোঙার শেষতম বাদামটা পচা বেরোনো।

১৬. এমন সহপাঠী, যারা ক্লাসের সময় শেষ হওয়ার পর প্রশ্ন করা শুরু করে।

১৭. এমন শিক্ষক, যাঁরা সে সব প্রশ্নের উত্তর দেন।

১৮. ল্যাপটপ বন্ধ করে ছুটে অফিসে বেরোনোর আগের মুহূর্তে, Please do not turn off or unplug your machine. Installing updates 1 of 14521896556336...

১৯. এমন বন্ধু যিনি নিজের সেন্স অফ হিউমার নিয়ে আত্মবিশ্বাসী।

২০. অত্যাধুনিক টিভির অত্যাধুনিক রিমোট কন্ট্রোল। একাধিক।

২১. বুকফাটা তৃষ্ণার মুখে স্পার্কলিং ওয়াটার।

২২. OCD আক্রান্ত রুমমেট।  

২৩. ইন-ফ্লাইট এন্টারটেনমেন্টে টিভিতে কেবলমাত্র একটি চ্যানেল চলা, আর তাতে বসে বসে ব্যাক টু ব্যাক দেখতে বাধ্য হওয়া 'হেলো ব্রাদার' ও 'রোবোকপ'।

২৪. মধ্যরাত্রে ফোনে স্বরচিত কবিতা পড়ে শোনানো প্রেমিক।

২৫. ক্যান্ডি ক্রাশের সমস্ত ‘লাইফ’ শেষ করে রাখা পার্টনার।

  

Comments

  1. ২৬. দু হপ্তা ছুটি নিয়ে বেড়াতে চলে যাওয়া ব্লগার! :) welcome back!

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ শীর্ষ।

      Delete
  2. sirsho'r comment e "like" botam ta tiplam :)

    ReplyDelete
    Replies
    1. কী অন্যায় কথা। আমি তো হক্কের ছুটি কুরবানি দিয়ে আগেই চলে এলাম।

      Delete
  3. durdanto.. onobodyo... protiti teer nishanae legeche..

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড, ইনিয়া।

      Delete
  4. Wouldn't keno seta bujhiam na ami to khub beshee kore would wish!!

    ReplyDelete
    Replies
    1. আমি একটু ভদ্রতা করে বললাম আরকি রুচিরা।

      Delete
  5. পয়েন্ট নম্বর ১, ৪, ৬, ১২, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ তে হাই ফাইভ!!

    তবে নিচের পয়েন্ট গুলোর বদলে,
    ১৬. এমন সহপাঠী, যারা ক্লাসের সময় শেষ হওয়ার পর প্রশ্ন করা শুরু করে।
    ১৭. এমন শিক্ষক, যাঁরা সে সব প্রশ্নের উত্তর দেন।

    যদি এরকম হত..
    এমন কলিগ, যারা মিটিং শেষ হওয়ার পরে প্রশ্ন করা শুরু করে আর এমন ম্যানেজার যাঁরা সে সব প্রশ্নের উত্তর দেন। তাহলে আরো জোরে হাই ফাইভ করতাম!!

    আর এমন বন্ধু যিনি নিজের সেন্স অফ হিউমার নিয়ে আত্মবিশ্বাসী - এনার থেকেও সাংঘাতিক হলেন এমন বস যিনি নিজের সেন্স অফ হিউমার নিয়ে আত্মবিশ্বাসী!! দাবড়ে চুপ করতেও পারবে না!! এমন কি ইচ্ছে না করলেও হাসতে হবে!!

    ReplyDelete
    Replies
    1. তুমি বলার পর আমি ভেবে দেখলাম অপরাজিতা, সেন্স অফ হিউমার-ওয়ালা (এবং সে হিউমার প্রয়োগ করা) যে কোনও পরিচিত লোকই মারাত্মক। বস হোক, বন্ধু হোক, পিসেমশাই-ই হোক।

      Delete
  6. 2,5,10,12,15,18 darun bhabe mileche...

    amar ekti ache :

    # ) 3/4 mas age bia kore ekhuno protidin FB te bia-te kayda kore tola(sokher photographer bondhur-r dara tola)chobi post kore chola.. r nite parchi na boss ebar thama!

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা, আহা রে সৌমেশ, বেচারা বিয়ে করে খুশি হয়েছে বলেই না ছবি সাঁটছে? আপনি তেড়ে লাইক করতে থাকুন। পুণ্য হবে।

      Delete
    2. মোটে ৩-৪ মাস? আমি তো বছর ঘোরার পরেও লোকেদের ছবির স্টক শেষ হয় না দেখি!!

      Delete
  7. সবগুলোই মিলেছে মোটামুটি, তবে ২, ১৫ আর ১৮ মোক্ষম মিলেছে। আমি সেজন্য তো ল্যাপটপ হাইবারনেট ছাড়া কিছু করাই ছেড়ে দিয়েছি। বাকি দুটোও আমার কপালে হয়েছে, বলাই বাহুল্য।

    ReplyDelete
    Replies
    1. আমার আবার শাট ডাউন করার বাতিক আছে। তাই প্রতিবার নিতান্ত বিরক্তি চেপেও করি।

      Delete
  8. #7 is my arch-enemy; when I was in school I had to endure #6 that too before an exam!! Quite traumatic experience :(

    ReplyDelete
    Replies
    1. আমি দেখেছি এই কীর্তনটির্তনগুলো পরীক্ষার আগেই হয়, রণদীপ। ভয়াবহ ব্যাপার।

      Delete
  9. ১. পুরো দিনটাই পানসে হয়ে যায়।

    ২. বেশ কয়েকবার এই কেলোটি করেছি।

    ৩. ভাগ্যক্রমে, নেই!

    ৪. এটাও ভাগ্য বলতে হবে। নেই।

    ৫. মা তারা! রক্ষা কর মা!

    ৬. ছোটবেলায় সহ্য করতে হয়েছে। ওষুধ হচ্ছে একটা ভাল পাওয়ারের মিউজিক সিস্টেম, আর বাবা জিমি হেনড্রিক্স।

    ৭. কতবার যে হাত পুড়েছে!

    ৮. চেয়ারে না পেলেও লিফটের গ্র্যাব রেলে বা সিঁড়ির রেলিঙে অনেকবার পেয়েছি।

    ৯. সৌভাগ্য।

    ১০. একেবারে কেলো। গা জ্বলে যায়।

    ১১. আবার মা তারাকেই স্মরণ করতে হচ্ছে।

    ১২. নাচতে পারিনা।

    ১৩. শতহস্ত দূরে থাকাই ভাল।

    ১৪. থাপ্পড় মারব মারব করেও মেরে উঠতে পারিনা।

    ১৫. আহারে!

    ১৬. আর তখন যদি বাথরুমে যাবার প্রয়োজন পড়ে থাকে? সোনায় সোহাগা।

    ১৭. সেম এজ এবভ।

    ১৮. সৌভাগ্যক্রমে, উইন্ডোজ ব্যবহার করিনি কোনদিন।

    ১৯. তারপর একই জোক ঘুরিয়ে ফিরিয়ে বছরের পর বছর শুনতে থাকা।

    ২০. আমার তিনটে রিমোট আছে। মায়ের কাছে কত অভিশাপ কুড়িয়েছি বলতে গেলে মহাভারত হয়ে যাবে।

    ২১. আমি সাদা জল খাইনা। :-)

    ২২. আমারো OCD আছে। :-)

    ২৩. ওষুধ: বই। না থাকলে ইন-ফ্লাইট ম্যাগাজিন।

    ২৪. কবিতা শুনতে হলেই আবার আমার OCDটা মাথা চাড়া দিয়ে ওঠে।


    কয়েকদিন হল আপনার ব্লগটা ফলো করছি। দারুণ লাগল। আপনার বইটাও পড়ব আশা রাখি। :-)

    ReplyDelete
    Replies
    1. আরে আপনার সঙ্গে তো অনেক কিছুই মিলেছে দেখছি তথাগত। একমাত্র ভয়ংকর অমিলটা দেখছি সাদা জলের ব্যাপারটায়। সে ভালোই, সব মিললেই বরং বোরিং।

      অবান্তরে স্বাগত। আশা করি ভালোলাগা দীর্ঘজীবী হবে।

      Delete
  10. Darun laGLO TO !!... 99% mile jachche apnar sathe... apnar blog ti pore besh valo laglo....

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ অভিনন্দা। অবান্তর ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

      Delete

Post a Comment