সাপ্তাহিকী
স্বপ্নের মতো এই ছবিটি এবং আরও
অনেক ছবির আলোকচিত্রীর নাম Oleg Oprisco. একটাই কথা মাথায় রাখার, কোথাও
ফোটোশপিং, সুপারইমপোজ, টাইমল্যাপস
ইত্যাদিপ্রভৃতি হাইটেক ব্যাপার নেই ছবিগুলোর মধ্যে। যা দেখছেন, সবই ঘটেছে বাস্তবে। শিল্পীর বাস্তব। আমার আপনার মতো নশ্বর মানুষের বাস্তব
নয়।
What’s the point of being better than someone else?
---Noam Chomsky, Is The Man Who is Tall Happy?
Waldeinsamkett মানে
কী বলুন তো? Cualacino মানে? আচ্ছা
এইটা নিশ্চয় পারবেন, Iktsuarpok? পারলেন না? যাঃ। আমি বলে দিতেই পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি
শব্দগুলোকে কী করে বাংলায় অনুবাদ করতে হয় জানি না। বা ইংরিজিতে।
Stupid and pointless fable in which the animals take over a farm and run it, and their society takes about the course of the Soviet Union as seen by Westbrook Pegler. It all goes to show that a parallel carried out to the last detail is boring and obvious. Even Pegler gets off a few smart lines now and then but this is damn dull. Very very NFK.
---অরওয়েল-এর
সবথেকে বিখ্যাত বইয়ের রিভিউ। অবশ্যই বিখ্যাত হওয়ার আগে।
আমি তো ফটফটে দুপুরবেলায় চেনা
রাস্তাতেই পথ হারিয়ে ফেলি, কিন্তু এমন মানুষ সত্যিই আছেন যাঁরা চোখে দেখতে পান না, মুখে শব্দ করে সেই শব্দের প্রতিধ্বনি শুনে মাথার ভেতর আশপাশের
ম্যাপ তৈরি করে সেই ম্যাপ ধরে চলাফেরা করতে পারেন। অন গড ফাদার মাদার।
বড্ড দাম। নয়তো আমি কিনতাম।
এই খবরটা আমাকে নিয়েও হতে পারত।
আমার ধারণা আপনাদের অনেককে নিয়েও।
এর পর প্লেনে চাপলে এই ক্লাসের
টিকিট কাটতে পারেন। ছবি দেখে তো আরামদায়কই মনে হচ্ছে।
এই লিংকটা আমার জন্য খুব জরুরি, আপনার জন্য
নাকি জানি না।
আমি অর্চিষ্মানের সম্পর্কে এই সব উত্তরগুলোই জানি। এখন শুধু দেখতে হবে ও আমার সম্পর্কে এত কিছু জানে কি না।
You’ll
know it when you see it.
ভীষণ চেনা গান। ভীষণ চেনা গায়ক। তবু আরেকবার শুনেই দেখুন না। হয়তো হঠাৎ করে নতুন কিছু বেরিয়ে আসবে।
Chobiguli khub e bhalo share korechen..r Quotation tao khub bhalo laglo.
ReplyDeleteBoi er prochar te notun sonjojon mone hochhe...:) bhalo korechen..
কোটেশনটা আমারও খুব মনে ধরেছে সৌমেশ। নিজে মেনে চলতে পারি না, তাই আরও বেশি করে মনে ধরেছে। বইয়ের প্রচারটা প্রকাশকের আইডিয়া। মানে আমি নোটিস না টাঙাতে চাইলে না টাঙাতেই পারতাম, কিন্তু তাহলে অনেক ভাবতে হত। অত পরিশ্রম করতে ইচ্ছে করল না বলে টাঙিয়েই দিলাম।
DeleteAmi sudhu sudhu to likhini 'bhalo korechen'. :) Sunle obak hoben etodineo apnar boi kena hoye otheni..just order place korlam...Mother's Day gift.
Deleteবাঃ, ভালো উপহার। আশা করি মা খুশি হবেন।
Delete"You'll know it when you see it" e 'ill' bujhtey besh beg petey holo.
ReplyDeleteসেকি।
Deletechabigulo darun- tinni
ReplyDeleteআমি তো ভদ্রলোকের ফ্যান হয়ে গেছি।
Deleteaha ki gaan diley K.....amar abar a. kanan er golay gaowa jeta meghe dhaka tara te chilo otao khub bhalo lage
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=2lU74RzeARg
আজ সকাল থেকে এখানে বেশ ঠাণ্ডা ভাব চলছে শম্পা। ভালো গান শোনার ভালো অজুহাত পেয়েছি।
Deleteআমি pochemuchka টা শিখে নিলাম।এটা সুযোগ মতন কাউকে ঝেড়ে দেব। দরজা খোলার আগে প্রতিবেশীর দরজা খোলার শব্দ পেলে আমিও অপেক্ষা করি বটে, তবে সেটা খানিকটা প্রতিবেশীর ওপরেও নির্ভর করে। এখন আমার প্রতিবেশী যদি বিগ ব্যাং থিওরির পেনির মতন হতেন তাহলে কি আর...
ReplyDeleteএ সপ্তাহে আমার সবথেকে পছন্দের লিংক সত্যি কথার গ্রাফ। বাকি সবও খুব ভালো লাগলো।
ওই শব্দটা, ওই পচামুখো না কী, ওটা আমারও ফেভারিট। আমি ওইরকম এত লোককে ব্যক্তিগতভাবে চিনি আসলে...
Delete