সাপ্তাহিকী
I know at last what I want to be when I grow up. When I grow up I want to be a little boy.--- Joseph Heller, Something Happened
আমার চাকরি করার
অন্যতম প্রধান কারণ হল আমাদের অফিসে চায়ের ব্যবস্থাপত্র দারুণ। যখন খুশি খাও, যত
খুশি খাও, কারও মুখাপেক্ষী হওয়ার দরকার নেই, হাতেপায়ে ধরার দরকার নেই। একটাই
অসুবিধে, টি ব্যাগ। তবে সে টি ব্যাগ বাজারের সেরা টি ব্যাগ। টি
ব্যাগে গরম জল ঢালার পর গুনে গুনে নব্বই সেকেন্ড প্যান্ট্রিতেই দাঁড়িয়ে থাকতে হয়।
না হলে ডেস্কে ফিরে এসে ভেজা টি ব্যাগ কোথায় ফেলব সেই নিয়ে আবার সমস্যা। সমাধান
হিসেবে এই কাপটা মন্দ নয়। একটা কিনে অফিসে রেখে দিলে খারাপ হয় না কিন্তু।
পৃথিবীর সবথেকে পুরোনো বাসিন্দারা, আমাদের এত অত্যাচার সয়েও যারা এখনও মাটি কামড়ে পড়ে আছে।
আর পড়ে পড়ে এই সব মোটিভেশনাল ভিডিও দেখছি। লেগে থাকলে কী না হয়?
আমি জানতাম পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে আমি নিতান্ত অনুপযুক্ত। কাজেই একশোয় সাতান্ন পেয়ে দুঃখ পেয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। আপনি কত পেলেন?
আমি ভাবছি মেলা গ্রাউন্ডের
মাঠে এই রকম একটা ফুটবল ম্যাচ আয়োজন করব।
নোবেল পাওয়ার পর
কামু যাঁকে চিঠি লিখেছিলেন।
প্রতিভার সঙ্গে নেশার সম্পর্কটা আমাকে চিরদিন অবাক করেছে।
স্বাধীনতার মানে
আপনার কাছে কী? এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করলে বলব, স্বাধীনতা মানে হচ্ছে শনিবার
সকালে অর্চিষ্মানের সঙ্গে বসে চা খাওয়া।
সাহেবরা যে কী দেখে
অবাক হয় সেটা দেখে উল্টে আমি অবাক না হয়ে পারি না। এ সপ্তাহে ইন্টারনেটে এই লিংকটা
চালাচালি হচ্ছে দেখছি খুব। আদ্দিস আবেবার ট্র্যাফিক। বলছে নাকি ভিডিও দেখেই হার্ট
অ্যাটাক হওয়ার উপক্রম। এদের সকাল ন'টার সময় রিষড়া স্টেশনের লেভেলক্রসিং-এ নিয়ে ছেড়ে দিলে যে কী
হবে কে জানে।
হার্ট অ্যাটাকের
প্রসঙ্গই যখন এল তখন এই ভিডিওটা দেখিয়ে দিই। আমি পুরোটা দেখতে পারিনি। আমার কলজেয় সে
দম নেই। আপনার আছে কি না আমাকে জানাবেন তো।
এতদিন বাদে
সাপ্তাহিকী মুখ দেখাল, এ সপ্তাহে আপনাদের একটা মারাত্মক রকম ভালো গান না শোনাতে
পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না।
Amar life skill count = 74.
ReplyDeleteShuteertho
কেয়া বাত সুতীর্থ। অসাধারণ তো।
Deleteami 19 peyechi :( :( amar ki kara uchit ?- tinni
ReplyDeleteতোর অবিলম্বে খেলাটা আরেকবার খেলা উচিত। আমি একশো শতাংশ নিশ্চিত তুই ভুলভাল উত্তর দিয়েছিস। ওটা কম করে ঊনপঞ্চাশ হবে।
Deletenare ,anekbar check korechi,matro19ta kaj i pari ami :( lajjay garte lukie porte icche korche ... ski kora ,chopstick chalano,turkey carve kara chere de,push up swimming,biking, esab o janina ....besh kharap situation amar...
ReplyDeleteষাট ষাট, দুঃখ করিস না, তিন্নি।
Deleteebarer sabkata link i khub bhalo ..sabtheke bhalo trip out to sea..prathambar jole para matro bandho kore diechi,tarpor 2nd ar 3rd time 1 min er beshi survive korte parini.dambandho hoye jacchilo..!marattok!
Deletenachiketar gaanta sune hashio pelo,tar thekeo beshi mon kharap holo,bhadroloker gaan amar konokalei pachanda noy,kintu emon haal hoyeche bhabini..:(
12 long taker 6 khana amar dekha ,bakigulo dekhini ...kintu Hitchcocker Rope nei dekhe abak holam ! -tinni
Ei kaj gulo bongoshontan der upojukto kore curve kora uchit. E deshe ke Kobe turkey carve koreche?
Deleteগ্লোবালাইজেশনের যুগে বসে এইসব অজুহাত দিলে চলবে শকুন্তলা? এখন টার্কিও কার্ভ করতে পারতে হবে, সুশিতে সয়া সস মাখাবে না সয়া সসে সুশি, এই সবও নখদর্পণে রাখতে হবে। না হলেই ফেল, ফেল।
Deleteতিন্নি, তুই ওই লিংকটায় পাঁচ সেকেন্ডের বেশি থেকেছিস? প্রতিভা তো। এই তোকে আমি ভার্চুয়াল পেন্নাম ঠুকলাম। রোপ-এ লং টেক ছিল বুঝি? আমার সিনেমাটা খূব পছন্দ।
নচিকেতার গান আমার অ্যাকচুয়ালি ভালোলাগত। কাজেই এই গানটা শোনার পর আমার প্রতিক্রিয়া কী হয়েছিল বুঝতেই পারছিস।
ami to matro 26 ..tao boddo kom hohhcilo bole duto point "nischio parbo " bheve nilam
ReplyDeleteহাহা প্রিয়াঙ্কা, হাই ফাইভ, হাই ফাইভ। আমিও দুয়েকটা যে এমন করিনি তা নয়।
DeleteEma !! ami ekta ki dekhlam r sunlam? ami Saptahikir sobar age nich dia suru kori...gan dia...tobe aaj jeta dekhlam seta ki apni e post korechen? Dillir gorome apnar sorir sastho sob thik ache to?
ReplyDeleteAmar apishe digoto besh kichu bochor age cha pottorer path uthia diache...Tea bag chubia naki sara bisse employee ra koto Million dollar bhijia uria dichhilo bochor bochor...tai khub hingshe korlam ai bepartay apnake...
সে কী, গানটা তো 'অন্যরকম' সৌমেশ।
Deleteঅ্যাঁ! অফিসে চায়ের পাট তুলে দিয়েছে! পুলিশ ডাকুন। মামলা ঠুকুন। মামদোবাজি নাকি?
38. Bollo 'excuseable if you have been living under a rock'. :-)
ReplyDeleteএই গরমে রকের তলায় ঠাণ্ডা গুহায় থাকতে পারলে কী আরাম হত বল দেখি শর্মিলা?
DeleteAmar score 81!!!!!
ReplyDeleteতোমার সঙ্গে পরিচয় হতেই আমি বুঝেছিলাম রুচিরা, তুমি কাজের লোক। হ্যাটস অফ।
Deleteআমার লাইফ স্কিল ৬০. জলে ডোবার থেকে আমি ৫৩ সেকেন্ড বেঁচে ছিলাম।
ReplyDeleteআদ্দিস আবেবার ট্র্যাফিক ভালো, তবে ভারতের বেশিরভাগ শহরই এটাকে বলে বলে হারাবে।
হারাবে কি না বলুন? বলে ওই ট্র্যাফিক ছাদে বসে বসে দেখেই নাকি হার্ট অ্যাটাক। ওর মাঝখানে হাত দেখাতে দেখাতে দৌড়ে রাস্তা পেরোতে বললে এরা যে কী করবে ভগবানই জানেন।
Deleteতি-প-প-পা-আ-আ-ন-ন-ও-ও সেকেন্ড? দিন আপনার পায়ের ধুলো নিই।
আর লজ্জা দেবেননা, লোকজন এখানে মিনিটে হিসেব করছে।
Deleteamar life skill 67, jole dobar pore pakka 5:02 second beche chilam!!!!! ar bhuter one liner gulo besh chaper..ei keralar modhyo dupure baire pahari mousumi brishti ar tar majh emon har him kora somudra ar bhuter golpo!!! jomiye dile to!!
ReplyDeleteভূতের ক্রেডিট সুগতর। জলে ডুবে পাঁচ সেকেন্ড বেঁচে থাকার ক্রেডিট তোর। দেখেছিস, আমার থেকে কত ছোট হয়েও তোর লাইফ স্কিল আমার থেকে বেশি। স্যাড হয়ে গেলাম।
Deleteউনি বোধহয় পাঁচ মিনিট দু সেকেন্ড বলতে চেয়েছেন।
Deleteসেকী! তাই নাকি রে পারমিতা?
Deletesobkota link darun. Cup er idea ta ki bhalo. oi tea bag nie nakani chobani khaoa ta khubi biroktikor. amar kajer result 62. Pencil portrait ta "osadharon" bolleo kom bola habe taina?? " সকাল ন'টার সময় রিষড়া স্টেশনের লেভেলক্রসিং-এ " ekgada saheb subo dnarie knepe jachhe eta bhebei hasi pachhe...
ReplyDeleteটি ব্যাগের ঝামেলাটা কী বিরক্তিকর বলুন দেখি ইচ্ছাডানা। আপনাকে দেখেও/পড়েও আমি বুঝেছিলাম আপনি কাজের লোক, সিক্সটি পার্সেন্ট পেয়ে গেছেন, দেখেছেন। রিষড়ার লেভেল ক্রসিং-এ ট্রেন ভোঁ দিয়ে চলতে শুরু করেছে, আর তার দশ হাতের সামনে দিয়ে সাইকেলের হ্যান্ডেলে বাজারের ব্যাগ ঝুলিয়ে দৌড়ে পার হচ্ছেন লিকপিকে জেঠু, যেন ওপারে গেলেই অমৃতের সন্ধান মিলবে---এ সব দৃশ্য যদি দেখতে সাহেবরা...
Delete