কুইজঃ সত্যান্বেষী (উত্তর প্রকাশিত)
বাঙালির
প্রিয়তম গোয়েন্দা, থুড়ি, সত্যান্বেষীকে
নিয়ে এবারের কুইজ। পনেরোয় পনেরো না পেলে এ লজ্জা রাখার আর জায়গা থাকবে না কিন্তু।
কাজেই লেগে পড়ুন। চব্বিশ ঘণ্টার জন্য এই আমি কমেন্টে পাহারা বসালাম। উত্তর বেরোবে
দেশে মঙ্গলবার সকাল সাড়ে ছ'টায়।
অল
দ্য বেস্ট।
১।
অজিতের সঙ্গে ব্যোমকেশের যখন প্রথম দেখা হয় তখন ব্যোমকেশের ছদ্মনাম ছিল
ক)
অতুলচন্দ্র মিত্র
খ)
অনুকূলচন্দ্র মিত্র
গ)
অতুলচন্দ্র সরকার
২।
পথের কাঁটা রহস্যে ব্যোমকেশ ও অজিত বুলেটপ্রুফ হিসেবে জামার ভেতর কী পরে দুষ্কৃতীর
মোকাবিলা করতে গিয়েছিল?
৩।
হ্যারিসন রোডের পর ব্যোমকেশ ও সত্যবতী কোন পাড়ায় জমি কিনে বাড়ি করে উঠে যায়?
৪।
বেণীসংহার গল্পে নিখিলকে লুকিয়ে লুকিয়ে কে প্রেমপত্র লিখত?
৫।।
অর্থমনর্থম রহস্য চলাকালীন ব্যোমকেশের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটি কী?
৬।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সত্যান্বেষী ছবি ব্যোমকেশের কোন গল্প থেকে অনুপ্রাণিত?
৭। ‘দন্তরুচি কৌমুদী’ কোন রহস্য
সমাধানের উল্লেখযোগ্য ক্লু?
৮।
ব্যোমকেশের বাবার পেশা কী ছিল?
৯।
বহরমপুরের শিক্ষক শ্রী ঈশানচন্দ্র মজুমদারের কাছে ব্যোমকেশ কী বিষয় পড়তেন?
১০।
২০১৫ সালে মুক্তি পাবে দিবাকর ব্যানার্জির সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। ব্যোমকেশের চরিত্রে কে
অভিনয় করবেন?
১১।
পোয়ারোর যেমন জাপ, মিস মার্পলের যেমন স্ল্যাক, শার্লকের যেমন লাস্ট্রাড, ব্যোমকেশের তেমন ___।
১২।
ফেলুদার যেমন শ্রীনাথ, পোয়ারোর যেমন জর্জ, শার্লকের যেমন মিসেস হাডসন, ব্যোমকেশের তেমন ___।
১৩।
‘চোরাবালি’ উপন্যাসের
খলনায়ক কালীগতি ভট্টাচার্যের বিশেষ একটি প্রতিভা ছিল। সেটা কী?
১৪।
পায়ের ওপর পা’টি তুলে/ হিসাবের খাতা খুলে
বসে রও আপন ভুলে/ যত বলি ঢের হয়েছে, মানা না মানো।
ভালোবাসার তুমি কী জানো?
১৫।
শরদিন্দুর অসমাপ্ত রেখে যাওয়া ব্যোমকেশের ‘বিশুপাল
বধ’ রহস্য কোন লেখক শেষ করেছিলেন?
*****
উত্তর
১। অতুলচন্দ্র মিত্র
২। চিনেমাটির প্লেট
৩। কেয়াতলা
৪। ঝিল্লী
৫। সত্যবতীর সঙ্গে দর্শন ও
প্রণয়
৬। চোরাবালি
৭। চিড়িয়াখানা
৮। অঙ্কের মাস্টারমশাই
৯। ইতিহাস
১০। সুশান্ত সিং রাজপুত
১১। বিধুবাবু। এ ব্যাপারে
একটি কথা বলার আছে। ব্যোমকেশ সিরিজে বোকা পুলিশের চরিত্রে অনেকেই এসেছেন। তবে স্বাগতা নিচে উত্তরে যে লিখেছে, অপরাধীদের ল্যাজে
খেলানোর প্রসঙ্গে ব্যোমকেশের উঁকি মেরে ল্যাজের অবস্থান নিশ্চিত করা---ইত্যাদি
হাসির খোরাক বিধুবাবুর মতো আর কেউ সরবরাহ করতে পারেননি। তাই আমাদের উত্তর বিধুবাবু।
১২। পুঁটিরাম
১৩। কালীগতি হরবোলা ছিলেন।
১৪। ফেলুদা, থুড়ি, সত্যজিৎ
রায়।
১৫। নারায়ণ সান্যাল
আমার ও প্রিয় গোয়েন্দা ইনি। দেখি কটা পারি।
ReplyDelete১। ক) অতুলচন্দ্র মিত্র
২। চিনেমাটির প্লেট।
৩। কেয়াতলা।
৪। ঝিল্লি (তাই তো? নাকি লাবনী? যদ্দুর মনে হয় লাবনী পরাগ এর সঙ্গে পালিয়ে গেছিল, না? একটু কনফার্ম করবে?)
৫।। প্রকৃত "সত্য"-অন্বেষণ সফল হয় :)
৬। চোরাবালি।
৭। চিড়িয়াখানা। বনলক্ষ্মী র দাঁতের পাটি মনে করানো র ক্লু।
৮। :( ফেল।
৯। ইতিহাস (?.. দুর্গ-রহস্য তো? সেই মহরম এর বাজনা?)
১০। সুশান্ত সিংহ রাজপূত (ভগবান জানে কিরকম মানাবে!)
১১। বিধুবাবু। (বিধু বাবু অপরাধী দের "লেজে খেলছিলাম" বলা তে ব্যোমকেশ যেমন পশ্চাদ্দিকে উকি মেরে খেলিবার যন্ত্র টি বিদ্যমান আছে কিনা দেখছিল। ..উফ এপিক!)
১২। পুটিরাম।
১৩। হরবোলা।
১৪। সত্যজিত রায়।
১৫। নারায়ন সান্যাল। পড়িনি যদিও।
তোমার শব্দ ধার করেই বলছি, স্বাগতা। এপিক। উইথ আ ক্যাপিটাল ই। ফাটিয়ে দিয়েছ স্বাগতা। আমি পারতাম না। অভিনন্দন, কুডোস, টুপি উত্তোলন। খুব খুব ভালো হয়েছে।
Delete:) Thanku
Delete1. Atulchandra Mitra
ReplyDelete2. A porcelain plate -- something in which mutton chops were served
3.Keyatala Road
4. His niece, Jhimli
5. He met his future wife, Satyabati
6. Chorabali (Googler sahajya niye karon movie ta dekhi ni)
7. Chiriyakhana -- the mystery of Sunayana, the actress, who was staying at Golap colony as Banalata
8. School master
9. History
10. Sushant Singh Rajput (courtesy Wikipedia, bhebeo boltey partam na!)
11. Purander Pandey(?)
12.Pu(n)tiram
13.He could imitate the call of any animal
14. No clue
15. No clue
ঝিমলি নয়, ঝিমলি নয়, ঝিল্লী ঝিল্লী, রুণা। কিন্তু তুমি যেমন চটপট এসে ঝটপট জবাব দিয়ে দিলে তাও বেশিরভাগই ঠিক ঠিক জবাব, তাতে আমি ইমপ্রেসড। আরও বেশি ইমপ্রেসড চিনেমাটির প্লেটে করে মাটন চপ খাওয়া হত যে সেটা মনে করে বলার জন্য। কেয়া বাত। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ রুণা।
DeleteIssh, Jhilli ta bhul korlam! Ar Bidhubabu orf Buddhubabau! Chhi chhi!
DeleteAr tomake dhnyobad ato bhalo ekta quizer jonney!
Please Kuntala Bishupal Bodh: Uposanghar ta khuje pele janio. Bhison icchey korchhey portey!
Deleteআরে আমারও এত ব্যোমকেশ ব্যোমকেশ করে উপসংহার পড়ার ইচ্ছে প্রবল হয়ে উঠেছে রুণা। খুঁজছি, পেলেই জানাব।
Deletekaal ratrei ami Byomkesher 2nd part e "khunje khunje nari " porechi,parshu dupure internet e Satyasnweshi dekhechi...ar aj sakale abantor khule ei post ...ei puro byapertake ki bala jay ??!
ReplyDeletejegulo mone porche ekkhuni age likhchi
14 Satyajit Ray
13 bhibhinno pranir awaj nakal korte parten,harbola
6 Chorabali
10 Sushant Singh Rajput
4 Jhilli
5 Byomkesh er satyabatir preme pora o bibaho
7 Chiriakhana
2 chinamatir plate?
3 Keyatala
15 ota to sesh hayni ! ?
11 rakhalbabu?
8 anker shikkhok??
9 sahityo ?
12 puntiram
1 mane nei
- tinni
দেখেছিস, তোরা সায়েন্সের যুগের লোকেরা তো টেলিপ্যাথি-ট্যাথিতে বিশ্বাস করিস না। কিন্তু সায়েন্সের যুগের লোক হয়েও যে তুই প্রায় সব উত্তরই ঠিক দিয়ে দিলি, এইটা একটা দুর্দান্ত ব্যাপার হল। কনগ্র্যাচুলেশনস এবং থ্যাংক ইউ তিন্নি।
Deleteব্যোমকেশ বহুদিন আগে পড়া, তাই এই কুইজের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারবনা। ব্যোমকেশের ই-বুক আছে ঠিকই সঙ্গে, কিন্তু দেখে উত্তর দেওয়াটা ঠিক নয়, তাই যে কটা জানি সে কটাই বলছি, বাকি কয়েকটা আন্দাজে বলছি। তবে বেশ বুঝতে পারছি আরেকবার বইগুলো পড়ার সময় এসেছে।
ReplyDelete১। অতুলচন্দ্র মিত্র(?)
২। চিনে মাটির প্লেট।
৩। :-(
৪। :-(
৫। সত্যান্বেষণ। অর্থাৎ সত্যবতীর সঙ্গে প্রেম ও বিবাহ।
৬। চোরাবালি।
৭। চিড়িয়াখানা।
৮। স্কুলমাস্টার(?)
৯। :-(
১০। সুশান্ত সিংহ রাজপূত।
১১। :-(
১২। পুঁটিরাম।
১৩। তিনি হরবোলা ছিলেন, অর্থাৎ নানারকম পশুপাখির ডাক নকল করতে পারতেন।
১৪। সত্যজিৎ রায় (?)
১৫। নারায়ণ সান্যাল।
দেখেছেন আপনার সঙ্গে আমার আরও কত অমিল বেরোচ্ছে। জঘন্য। আমি যখন 'পারব না' বলি, তখন আমি কিস্যু পারি না। গোল্লা পাই। আর আপনি পারব না বলে কতগুলো উত্তর পেরে গেলেন। অনেক অনেক অভিনন্দন সুগত।
Delete1) atul chondro mitra
ReplyDelete2)chinematir plate
3)keyatala
4)jhilli
5)dadababu preme pore jan
6)chorabali
7)chiriakhana
8)onko sir
9)itihas
10)sushant singh rajpoot
11)ei re!!! onek police chilo. ses dike rakhal babu chilen, duto golpe boart..tobe mone hoi eta bidhu babu er jonne
12)putiram,injiri parto na amar moto
13)horbola
14)eta jani na, guess nilam gouriprassana babu
15)narayan sanyal,amar college er alumni!!!!
হাততালি, পিঠ চাপড়ানি একটু পরে হবে, আগে বলি আপনি শিবপুরের ছাত্র? আমার মা ছোটবেলায় শিবপুরে (বেসিক্যালি বাজে-শিবপুরে) থাকতেন, তাই শিবপুর শুনলেই আমি আত্মীয়তা বোধ করি।
Deleteআপনার উত্তরগুলো ঠিক তো হয়েইছে, কিন্তু পড়তে পড়তে আমাকে যে হাসাতে পেরেছেন এই জন্য আপনাকে এক্সট্রা মার্কস। পুঁটিরামের সঙ্গে আমারও এ বিষয়ে দারুণ মিল, কিন্তু ইঞ্জিরিতে ক-অক্ষর হয়েও কেমন ট্যাক্সির নম্বরটা ধরে দিয়েছিল বলুন? সেই যে 8008? আমারও ওইভাবেই চলছে।
খুব ভালো খেলেছেন অর্ণব। অভিনন্দন। আর থ্যাংক ইউ তো আছেই। অবান্তরে টাইমপাস করার জন্য।
char er pore duto sunni, tarpore arekta char!!! dhnnyonbad didivai!!!
Delete1. Atulchandra Mitra
ReplyDelete2. Dinner plate
3. Keyatala
4. Jhinjhi poka (naam bhule gechhi)
5. Prem
6. Chorabali
7. Chiriyakhana
8.....
9. Economics (Guess work, probably wrong).
10....
11. A K Ray. This is a problematic question. Can even be Pandeyji.
12. Puntiram
13. Harabola
14.....
15. Narayan Sanyal
Shuteertho
সুতীর্থ, মানছি এগারো নম্বরটা একটু প্রবলেম্যাটিক। যে কোনও ভালো গোয়েন্দা গল্পেই বোকা পুলিশের অভাব থাকে না, ব্যোমকেশেও নেই।
Deleteকিন্তু আপনি ঝিল্লীকে ঝিঁঝিঁ পোকা বলে ডেকেছেন যে এতে আমি বড় খুশি হয়েছি। বাকি বেশিরভাগই ঠিক হয়েছে। অভিনন্দন অভিনন্দন। আর অবান্তরে মনোযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ তো আছেই।
দেরী করে ফেললাম কিনা কেজানে?
ReplyDelete১। অতুলচন্দ্র মিত্র
২। চীনেমাটির প্লেট
৩। কেয়াতলা
৪। নিখিলের ভাগ্নী ঝিল্লী
৫।। 'সত্য' অন্বেষণ অর্থাৎ প্রেম
৬। চোরাবালি
৭। চিড়িয়াখানা
৮। অঙ্কের মাস্টার
৯। ইতিহাস
১০। সুশান্ত সিংহ রাজপুত
১১। ইন্সপেক্টর রাখাল সরকার
১২। পুঁটিরাম
১৩। হরবোলা
১৪। সত্যজিত রায়
১৫। নারায়ণ সান্যাল ('মহানগর' পত্রিকায়)
একি! আমার উত্তর কোথায় গেল? মনে তো হচ্ছে উত্তর প্রকাশিত হওয়ার আগেই সাবমিট করেছিলুম! :-(
ReplyDeleteদেখেছ? আমি কিনা সকালে উঠে মেজাজ গরম করে জোরে জোরে ব্রাশ করছিলাম আর ভাবছিলাম যে পিয়াস এইরকম দাগা দিল? প্রশ্ন সোজা বলে উত্তরও দিল না?
Deleteকিন্তু পিয়াস, তোমার উত্তরগুলো সত্যি আমি পাইনি গো। অন গড ফাদার মাদার। ভেরি সরি। পরের বার এসে একশোয় একশো পেয়ে এর প্রতিশোধ নিয়ে নিয়ো তুমি। সিরিয়াসলি।
আমি উত্তর পোস্ট করলাম যখন আপনার ৬:৩৫ বেজে গেছে, তাই ভাবলাম আপনি হয়তো তার আগেই সলিউশন ছাপিয়ে দিয়েছেন। কিন্তু 'অবান্তর' জানালো কমেন্টটা আপনার অনুমতি পেলে তারপর পাবলিশ হবে! যাকগে! তবে এবার আমি একশো পাইনি। 'বিধুবাবু'টা 'রাখাল' বলেছিলাম। শেষের দিকের অনেকগুলো গল্পে রাখাল ছিল, যদিও সে বোকা পুলিশ না, বেশ চালাক পুলিশ! বিধুবাবু 'অর্থমনর্থম' ছাড়া আর কোন গল্পে ছিলেন মনেই করতে পারছিনা। বাই দ্য ওয়ে, আপনি 'বিশুপাল বধে'র শেষটা পড়েছেন নাকি?
Deleteআরে সরি সরি, পিয়াস। দাঁড়াও আমি তোমার উত্তরটা আরেকবার খুঁজি। পেলেই ছাপিয়ে দেব।
Deleteআমি পড়িনি গো, বিশুপাল বধ উপসংহার। খুঁজছি। পেলেই পড়ব।
এই দেখো, পাবলিশ করতে পারছি না, কিন্তু আমার মেল বক্স থেকে কপি পেস্ট করে উদ্ধার করে এনেছি।
DeletePiyas Chakraborty has left a new comment on your post "কুইজঃ সত্যান্বেষী":
দেরী করে ফেললাম কিনা কেজানে?
১। অতুলচন্দ্র মিত্র
২। চীনেমাটির প্লেট
৩। কেয়াতলা
৪। নিখিলের ভাগ্নী ঝিল্লী
৫।। 'সত্য' অন্বেষণ অর্থাৎ প্রেম
৬। চোরাবালি
৭। চিড়িয়াখানা
৮। অঙ্কের মাস্টার
৯। ইতিহাস
১০। সুশান্ত সিংহ রাজপুত
১১। ইন্সপেক্টর রাখাল সরকার
১২। পুঁটিরাম
১৩। হরবোলা
১৪। সত্যজিত রায়
১৫। নারায়ণ সান্যাল ('মহানগর' পত্রিকায়)
রাখালবাবু ছাড়া, যে প্রশ্নটা প্রবলেম্যাটিক বাকিরাও বলেছেন এবং ঠিকই বলেছেন, তুমি সব ঠিক বলেছ। হায়েস্ট ফাইভ, পিয়াস।
Deleteআরে, থ্যাঙ্ক ইউ! থ্যাঙ্ক ইউ! এবার আমার 'রাখাল রহস্যে'র সমাধান করুন!
ReplyDeleteমনে তো হচ্ছে 'বিশুপাল বধ - উপসংহার' পড়তে ২২.৯.২০২০ অবধি অপেক্ষা করতে হবে! জ-ঘ-ন্য !!!
issh. miss korlam. 90% e mone chilo.
ReplyDeleteযাঃ, পরের বার কুহেলি।
Delete11 number e ..inspector lestred hobe mone hoy uruscharon ta..lastrad hobe na..jaddur mone hochche
ReplyDeleteও তাই বুঝি? জেনে নিলাম। থ্যাংক ইউ।
Delete